Submitted by avimanyu pramanik on Mon, 07/26/2021 - 22:02

ফিয়র্ড (Fiord) : উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্যভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, ফিয়র্ড হল এরকম একটি ভূমিরূপ । সমুদ্রোপকূলে হিমবাহ তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে সেই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকেও নীচু হয়ে যায় । এরপর হিমবাহ অপসারিত হলে সেই গভীর উপত্যকাগুলি সমুদ্রের জলে ভরে যায় । হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা বা হিমদ্রোণি সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অনেক গভীর হলে হিমদ্রোণিগুলি সমুদ্রজলে নিমজ্জিত হয় । এরূপ জলমগ্ন হিমদ্রোণিগুলি (Glacial Trough) -কে ফিয়র্ড বলে ।

নরওয়ে, সুইডেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে অনেক ফিয়র্ড দেখা যায় । এর মধ্যে নরওয়ের সোঙনে হল পৃথিবীর গভীরতম ফিয়র্ড ।

*****

Comments

Related Items

নীল নদের অববাহিকা (Nile Basin)

নীলনদের গতিপথের বর্ণনা : হোয়াইট নীল নদী এবং ব্লু নীল নদীর মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে ।

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি

ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা —

এশিয়া মহাদেশের জলবায়ু

এশিয়া মহাদেশের জলবায়ু : এশিয়া মহাদেশের মতো জলবায়ুর এত বৈচিত্র্য পৃথিবীর আর কোনো মহাদেশে নেই । এই বৈচিত্র্যের মূলে যে সব কারণগুলি উল্লেখযোগ্য তা হল (১) অক্ষাংশের প্রভাব,  (২) ভু-প্রকৃতির প্রভাব, (৩) বায়ুপ্রবাহের প্রভাব, (৪) সমুদ্র থেকে দূরত্বের প্রভাব, (

এশিয়া মহাদেশের নদনদী

এশিয়া মহাদেশের নদনদী (Rivers of the Asia) : এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা । কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গি

এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি

এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি : পৃথিবীর বিশালতম ও জনবহুল মহাদেশ এশিয়া পৃথিবীর মোট ৩ ভাগ স্থলভাগের ১ ভাগ জুড়ে রয়েছে । এই মহাদেশের প্রায় পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থান করছে । প্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া মহাদেশকে পাঁচটি প্রধান ভু-প্রাকৃতিক অঞ্চলে (Physical Di