Submitted by avimanyu pramanik on Mon, 07/26/2021 - 22:02

ফিয়র্ড (Fiord) : উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্যভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, ফিয়র্ড হল এরকম একটি ভূমিরূপ । সমুদ্রোপকূলে হিমবাহ তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে সেই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকেও নীচু হয়ে যায় । এরপর হিমবাহ অপসারিত হলে সেই গভীর উপত্যকাগুলি সমুদ্রের জলে ভরে যায় । হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা বা হিমদ্রোণি সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অনেক গভীর হলে হিমদ্রোণিগুলি সমুদ্রজলে নিমজ্জিত হয় । এরূপ জলমগ্ন হিমদ্রোণিগুলি (Glacial Trough) -কে ফিয়র্ড বলে ।

নরওয়ে, সুইডেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে অনেক ফিয়র্ড দেখা যায় । এর মধ্যে নরওয়ের সোঙনে হল পৃথিবীর গভীরতম ফিয়র্ড ।

*****

Comments

Related Items

মানুষের কাজকর্মের ওপর ভূমিরূপের প্রভাব

মানুষের জীবন ও তার কাজকর্মের ওপর ভূমিরূপের প্রভাব অসামান্য । তাই দেখা যায়,পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারার সঙ্গে সমভূমি ও মালভূমি অঞ্চলের মানুষের জীবনধারার মধ্যে কত পার্থক্য । মানুষের জীবনে পর্বতের প্রভাব, মানুষের জীবনে মালভূমির প্রভাব, মানুষের জীবনে ...

সমভূমি (Plains)

সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে (৩০০ মিটারের মধ্যে) অবস্থিত সমতল স্থলভাগকে সমভূমি বলে। সমভূমির উৎপত্তি ও শ্রেণিবিভাগ, প্লাবনসমভূমি বা বন্যাগঠিত ভূমি, ব-দ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, লোয়েস সমভূমি, পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট সৃষ্টির কারণ ...

মালভূমি (Plateau)

সাধারণত যে বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু প্রায় ৩০০ মিটার,অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয় । মালভূমির আকার ও আকৃতি, মালভূমির গঠন, ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য, ছোটনাগপুর মালভূমির বিবর্তন ...

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর : মালভূমি ও মালভূমির উৎপত্তি

মালভূমি ও মালভূমির উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর : পর্বত ও পর্বতের উৎপত্তি

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর - পর্বত ও পর্বতের উৎপত্তি

প্রশ্ন:- ১ ভঙ্গিল পর্বত (Fold Mountain) কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর :-