দ্বীপপুঞ্জ সমূহ (The Islands)

Submitted by avimanyu pramanik on Wed, 12/22/2021 - 23:16

দ্বীপপুঞ্জ সমূহ (The Islands): ভারতের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে বহু আগ্নেয় দ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অসংখ্য প্রবাল দ্বীপের অবস্থান পরিলক্ষিত হয় । অবস্থান অনুসারে এই দ্বীপপুঞ্জগুলিকে দু'ভাগে ভাগ করা যায় । যথা— (১) বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ এবং (২) আরব সাগরের দ্বীপপুঞ্জ ।

(১) বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ : ১০° উত্তর অক্ষাংশে অবস্থিত ১০° চ্যানেলের মাধ্যমে এই দ্বীপপুঞ্জগুলি দুটি ভাগে বিভক্ত । যথা— (i) আন্দামান দ্বীপপুঞ্জ ও (ii) নিকোবর দ্বীপপুঞ্জ । ভুপ্রাকৃতিক দিক থেকে এই দ্বীপগুলি গভীর সমুদ্রে ডুবে থাকা মায়ানমারের আরাকান ইয়োমা পর্বতের একটি অংশ, যা সমুদ্রের তলদেশ দিয়ে গিয়ে পূর্ব দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপ পর্যন্ত প্রসারিত হয়েছে । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া এই অঞ্চলের অন্য সব দ্বীপগুলি আয়তনে খুবই ছোট হওয়ায় ও পানীয় জলের অভাবের জন্য জনবসতিহীন ।

(i) আন্দামান দ্বীপপুঞ্জ (The Andaman Islands): এই দ্বীপপুঞ্জের প্রধান চারটি দ্বীপ হল— উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান । আন্দামানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল স্যাডেল পিক । এর উচ্চতা হল ৭৩৮ মিটার । এই দ্বীপপুঞ্জের অন্তর্গত ব্যারেন ও নারকোনডাম দ্বীপ দুটি প্রকৃতপক্ষে সুপ্ত আগ্নেয়গিরি । এর মধ্যে ব্যারেন আগ্নেয়গিরি থেকে ১৯৯১, ১৯৯৫, ২০০৬ এবং ২০১৭ সালে অগ্ন্যুৎপাত হয়েছিল ।

(ii) নিকোবর দ্বীপপুঞ্জ (The Nicobar Islands) : নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলি হল কার নিকোবর ও বৃহৎ নিকোবর । মাউন্ট খুলিয়ার এর উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৬৪০ মিটার । এই দ্বীপের দক্ষিণের শেষ প্রান্তটির নাম ইন্দিরা পয়েন্ট, এটি ভারতের দক্ষিণতম স্থল বিন্দু ।

(২) আরব সাগরের দ্বীপপুঞ্জ (The Islands of Arabian sea) : ভারতের পশ্চিম দিকে কেরালার মালাবার উপকুল থেকে প্রায় ৩২৪ কিলোমিটার দূরত্বে ৩৬ টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপপুঞ্জ অবস্থিত । এই অংশের প্রধান দ্বীপ হল— লাক্ষাদ্বীপ । এই দ্বীপগুলির মধ্যে কাভারাত্তি, কালপেনি, মিনিকয়, আমিনদিভি প্রভৃতি প্রধান । এখানকার সব দ্বীপগুলি প্রবাল দ্বারা গঠিত । লাক্ষাদ্বীপপুঞ্জের মোট আয়তন হল ৩২ বর্গ কিমি.। এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ হল মিনিকয় দ্বীপ । এর আয়তন ৪.৫০ বর্গ কিমি । ভুবিজ্ঞানীদের মতে, আরবল্লী পর্বতের সম্প্রসারিত শিলাস্তরের ওপর যুগ যুগ ধরে আরব সাগরের প্রবাল কীটদের মৃত দেহাবশেষ স্তরে স্তরে সজ্জিত হয়ে এই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে ।

দ্বীপপুঞ্জের গুরুত্ব (Significance of Islands) :

(১) দ্বীপপুঞ্জের ঘন বনভূমির মূল্যবান কাঠ ও বনজ সম্পদ অধিবাসীদের জীবিকা অর্জনের সহায়ক ।

(২) দ্বীপ অঞ্চলে ঘন বনভূমি থাকায় এখানে কাষ্ঠ শিল্পের উন্নতি হয়েছে ।

(৩) ভারতের দ্বীপ অঞ্চল মৎস্য শিকারের আদর্শ জায়গা । তাই অধিবাসীদের প্রধান জীবিকা মৎস্য সংগ্রহ ও মৎস্যের ব্যবসা । 

(৪) পার্শ্ববর্তী সমুদ্র থেকে মূল্যবান রত্ন ও মৎস আহরণের সুবিধা রয়েছে ।

(৫) এই অঞ্চলে নারিকেল, সুপারি ও তাল জাতীয় গাছের চাষ প্রচুর পরিমাণে হয় ।

(৬) বর্তমানে দ্বীপপুঞ্জগুলিতে পর্যটনশিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছে ।

(৭) নিজস্ব অর্থনীতি গড়ে না ওঠায় দ্বীপপুঞ্জগুলিকে বিভিন্ন ক্ষেত্রে মূল ভূখণ্ডের ওপর নির্ভর করতে হয় ।

*****

Comments

Related Items

বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ ।

প্রশ্ন:- বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:- বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব আলোচনা কর :

প্রশ্ন : বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব আলোচনা কর :

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন—

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন ?

প্রশ্ন:  বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর:  আমাদের পৃথিবীর চারিদিক বায়ুমণ্ডল দিয়ে পরিবেষ্টিত এবং আমরা বিশাল বায়ু সমুদ্রের নিম্নতম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারের আধিবাসী ।

উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কর ।

প্রশ্ন : উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কর