কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর ।

Submitted by avimanyu pramanik on Mon, 12/27/2021 - 11:57

প্রশ্ন:- কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর

উত্তর:-  বৃষ্টি বহুল উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক রাসায়নিক আবহবিকার বেশি ঘটে, কারণ:-

(১) আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাতের সময়ে বৃষ্টির জল বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইডের (CO2) সঙ্গে মিশ্রিত হয়ে মৃদু অ্যাসিডে (কার্বনিক অ্যাসিড) পরিণত হয়, যা চুনা পাথরের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া ঘটে । এই বিক্রিয়ার ফলে চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় । রাসায়নিক আবহবিকারের -এর কার্বোনিকরণ -এর ফলে চুনাপাথরের সহজেই ক্ষয়প্রাপ্তি ঘটে ।

(২) বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাতের সময় শিলা গঠনকারী লৌহ যুক্ত খনিজের সঙ্গে বায়ুমন্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলায় মরিচা পড়ে । রাসায়নিক আবহবিকার -এর জারণ -এর ফলে শিলার মধ্যস্থিত মূল লৌহ খনিজ ফেরাস অক্সাইড জারিত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয়ে হলুদ অথবা বাদামি রঙের লিমোনাইট নামে যৌগিক পদার্থের সৃষ্টি করে, যার ফলে লৌহ যুক্ত শিলা খন্ড ভেঙে গিয়ে ক্ষয়প্রাপ্ত হয় ।

(৩) বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলের শিলাস্তরের মধ্যে অবস্থিত কোনো খনিজ পদার্থের মধ্যে জল প্রবেশ করলে রাসায়নিক পরিবর্তনের ফলে সেই খনিজ পদার্থটি আয়তনে বৃদ্ধি পায় এবং অবশেষে ভেঙে গিয়ে ক্ষয়প্রাপ্ত হয় । হেমাটাইট নামে লৌহ আকরিক এবং কেলসপারের সঙ্গে জলযুক্ত হলে রাসায়নিক আবহবিকার -এর আর্দ্রকরণ ঘটে ।

*****

Comments

Related Items

বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ ।

প্রশ্ন:- বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:- বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব আলোচনা কর :

প্রশ্ন : বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব আলোচনা কর :

বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন—

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন ?

প্রশ্ন:  বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর:  আমাদের পৃথিবীর চারিদিক বায়ুমণ্ডল দিয়ে পরিবেষ্টিত এবং আমরা বিশাল বায়ু সমুদ্রের নিম্নতম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারের আধিবাসী ।

উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কর ।

প্রশ্ন : উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কর