সন্ধি ও সন্ধি বিচ্ছেদ

Submitted by avimanyu pramanik on Sun, 03/20/2011 - 11:21

সন্ধি

সন্ধি বিচ্ছেদ
(নমুনা প্রশ্ন এবং বিগত মাধ্যমিক পরীক্ষার)


অভীষ্ট = অভি + ইষ্ট                     তেজস্ক্রিয় = তেজঃ + ক্রিয়
মুহুর্মুহু = মুহুঃ + মুহু                     যজ্ঞাগারে = যজ্ঞ + আগারে
দিগভ্রম = দিক্ + ভ্রম                    নভোমন্ডল = নভঃ + মন্ডল
দুর্বল = দুঃ + বল                         নীরব = নিঃ + রবে
নিরুপম = নিঃ + উপম                 নির্বোধ = নিঃ + বোধ
মহাশয় = মহা + আশয়                 অস্ত্রাগারে = অস্ত্র + আগারে
নমস্কার = নমঃ + কার                 কথোপকথন = কথা + উপকথন
দুর্ভোগ = দুঃ + ভোগ                    উজ্জ্বল = উৎ + জ্বল
নির্ভয়ে = নিঃ + ভয়ে                    দুরন্ত = দুর্ + অন্ত
কম্পাঙ্ক = কম্প + অঙ্ক                  কান্না = কাঁদ্ + না
আশ্চর্য = আ + চর্য                       রক্ষোরথি = রক্ষঃ + রথি
প্রতীক্ষায় = প্রতি + ঈক্ষায়              নাবিক = নৌ + ইক
গোলাকার = গোল + আকার           মহেশ = মহা + ঈশ
দিগন্ত = দিক্ + অন্ত                       রক্তাক্ত = রক্ত + অক্ত
মনোহর = মনঃ + হর                    বীরেন্দ্র = বীর + ইন্দ্র
সূতিকাগার = সূতিকা + আগার       অতীত = অতি + ইত
মূলচ্ছেদ = মূল + ছেদ                    সদাশয় = সৎ + আশয়
পর্যবেক্ষণ = পরি + অবেক্ষণ           নিশ্চল = নিঃ + চল
উচ্ছ্বসিত = উৎ + শ্বসিত                মনস্থির = মনঃ + স্থির
তথাস্তু = তথা + অস্তু                    পাঁচেক = পাঁচ + এক
নিশ্চয় = নিঃ + চয়                       তপোবন = তপঃ + বন
মস্তকচ্ছেদন = মস্তক + ছেদন           স্বেচ্ছা = স্ব + ইচ্ছা
আদ্যোপান্ত = আদ্য + উপান্ত            যশোলাভ = যশ + লাভ
মনোভীষ্ট = মনঃ + অভীষ্ট              শ্রবণেন্দ্রিয় = শ্রবণ + ইন্দ্রিয়
অর্ধোচ্চারিত = অর্ধ + উচ্চারিত       যৎপরোনাস্তি = যৎপরঃ + ন + অস্তি
বিপজ্জনক = বিপদ + জনক             মতান্তর = মত + অন্তর
অর্ধেক = অর্ধ + এক                      বচ্ছর = বৎ + সর
ঘজ্জামাই = ঘর + জামাই                 ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী
কিঞ্চিন্মাত্র = কিঞ্চিৎ + মাত্র              ইতস্তত = ইতঃ + ততঃ
নিষ্ক্রান্ত = নিঃ + ক্রান্ত                      সঞ্চালিত = সম্ + চালিত
অত্যদ্ভুত = অতি + অদ্ভুদ                 আদ্যন্ত = আদি + অন্ত
জগদীশ = জগত + ঈশ                    উল্লেখ = উৎ + লেখ
ব্যর্থ = বি + অর্থ                            নিরীক্ষণ = নিঃ + ঈক্ষণ
সন্নিবেশ = সম্ + নিবেশ                  প্রতিক্ষা = প্রতি + ঈক্ষা
প্রচ্ছন্ন = প্র + ছন্ন                            অপেক্ষা = অপ + ঈক্ষা
স্বস্তি = সু + অস্তি                           সর্বৈব = সর্ব + এব
পুনরুজ্জীবিত = পুনঃ + উৎ + জীবিত       সাপেক্ষ = স + অপ + ঈক্ষ
তপোবন = তপঃ + বন                    সংবর্ধনা = সম্ + বর্ধনা
উদ্যত = উদ্ + যত                       কুলাঙ্গার = কুল + অঙ্গার
ব্যবস্থা = বি + অবস্থা                     উর্পাজন = উপ + অর্জন
সন্ধান = সম্ + ধান                       মনোরাজ্য = মনঃ + রাজ্য
সদুপায় = সৎ + উপায়                   শরণাগত = শরণ + আগত
দুর্ঘটনা = দুঃ + ঘটনা                     তদনুরূপ = তৎ + অনুরূপ
বহির্জগত = বহিঃ + জগত               মৃগেন্দ্র = মৃগ + ইন্দ্র
ক্ষুদ্রাদপি = ক্ষুদ্রাৎ + অপি                অতএব = অতঃ + এব
দেবর্ষি = দেব + ঋষি                     পরীক্ষা = পরি + ঈক্ষা

*****

 

Related Items

সমাসের শ্রেণিবিভাগ

সমাসের শ্রেণিবিভাগ :- বাংলা ভাষায় সমাস মূলত ছয় প্রকার— (১) তৎপুরুষ, (২) কর্মধারয়, (৩) দ্বন্দ্ব,  (৪) দ্বিগু, (৫) বহুব্রীহি, (৬) অব্যয়ীভাব । এছাড়াও (৭) নিত্য সমাস, (৮) বাক্যাশ্রয়ী সমাস ও (৯) অলোপ সমাস আছে ।

সন্ধি ও সমাসের পার্থক্য

সন্ধি ও সমাসের পার্থক্য :-

(ক) সন্ধি হল বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের একপদে পরিণত হওয়াই হল সমাস । যেমন দেব + আলয় = দেবালয় → সন্ধি, দেবের আলয় = দেবালয় → সমাস ।

ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন

ব্যঞ্জনসংগতি বা সমীভবন :— কোনো শব্দের মধ্যে যদি দুটি ভিন্ন বা আলাদা ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকে, তবে উচ্চারণের সুবিধার জন্য দুটি ধ্বনিকে একই ধ্বনিতে পরিণত করা হয় । এইভাবে বিভিন্ন অসদৃশ ব্যঞ্জনধ্বনিকে সদৃশ ব্যঞ্জনধ্বনিতে পরিণত করার নাম সমীকরণ বা সমীভবন ।

রচনাধর্মী প্রশ্নোত্তর - প্রলয়োল্লাস

"ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?, উদ্ধৃতাংশটি কবি নজরুল ইসলামের "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে । 'প্রলয়োল্লাস' আসলে কবির জীবন উল্লাসের কবিতা । এই কবিতায় কবি চির বিদ্রোহী নবযৌবনের বন্দনা করেছেন ।

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের ইতিহাস নেই" — কে, কেন এ কথা বলেছেন ? [মাধ্যমিক-২০১৮]