ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - বহুরূপী

Submitted by avimanyu pramanik on Thu, 07/16/2020 - 22:06

১.  হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ?  তিনি কীভাবে মাস্টারমশাই কে বোকা বানিয়েছিলেন ?      [মাধ্যমিক-২০১৭]  

উঃ- সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত 'বহুরূপী' গল্পের মুখ্য চরিত্র, বহুরূপী হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন ।

হরিদা পুলিশ সেজে স্কুলের চারজন ছাত্রকে আটক করেছিলেন যারা লিচুবাগানে অনধিকার প্রবেশ করেছিল । ছেলেগুলো ভয়ে কান্নাকাটি করতে থাকে । অবশেষে বিদ্যালয়ের মাস্টারমশাই পুলিশবেশী হরিদার স্বরূপ না বুঝতে পেরে তাকে অনুরোধ করেন ছেলেদের ছেড়ে দেওয়ার জন্য এবং আট আনা উপঢৌকন দিয়ে ছাত্রদের মুক্ত করেন । এইভাবেই হরিদা তার সুনিপুণ সাজসজ্জা ও অভিনয় কৌশলের মাধ্যমে মাস্টারমশাইকে বোকা বানিয়ে ছিলেন ।

*****

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. বহুরূপী হরিদা কিভাবে তার জীবিকা নির্বাহ করতেন ?

উত্তর:- হরিদা বহুরূপী সেজে অর্থাৎ বিভিন্ন রকমের ঠাকুর দেবতার মূর্তি সেজে, পুলিশ, কাবুলিওয়ালা, বাইজি অথবা সন্ন্যাসী বা পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় । লোকেরা আনন্দিত হয়ে তাকে এক আনা, দুই আনা বকশিশ দিত । সেই পয়সা দিয়ে কোনোমতে সে তার সংসার চালাত ।

২. কোন বহুরূপীবেশে হরিদার রোজগার বেশি হয়েছিল ?

উত্তর:- রূপসী বাইজি সেজে হরিদার রোজগার বেশি হয়েছিল । বাইজি সেজে দোকানে দোকানে ফুলের সাজি এগিয়ে দিত । দোকানদার খুশি হয়ে কেউ কেউ তার সাজিতে এক সিকি করে ফেলে দিত । বাইজি সেজে সে একদিন আট টাকা দশ আনা রোজগার করেছিল ।

********

Comments

Related Items

কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও

কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও

প্রবন্ধ রচনা (Essay Writing)

প্রবন্ধ রচনা  —

রক্তদান জীবন দান এই বিষয়ে একটি প্রতিবেদন কর

রক্তদান জীবন দান এই বিষয়ে একটি প্রতিবেদন কর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ই আগস্ট, ২০২১

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

উত্তর :-

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ১০ই আগস্ট, ২০২১

আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ২১শে মে, ২০০০