ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - বহুরূপী

Submitted by avimanyu pramanik on Thu, 07/16/2020 - 22:06

১.  হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ?  তিনি কীভাবে মাস্টারমশাই কে বোকা বানিয়েছিলেন ?      [মাধ্যমিক-২০১৭]  

উঃ- সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত 'বহুরূপী' গল্পের মুখ্য চরিত্র, বহুরূপী হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন ।

হরিদা পুলিশ সেজে স্কুলের চারজন ছাত্রকে আটক করেছিলেন যারা লিচুবাগানে অনধিকার প্রবেশ করেছিল । ছেলেগুলো ভয়ে কান্নাকাটি করতে থাকে । অবশেষে বিদ্যালয়ের মাস্টারমশাই পুলিশবেশী হরিদার স্বরূপ না বুঝতে পেরে তাকে অনুরোধ করেন ছেলেদের ছেড়ে দেওয়ার জন্য এবং আট আনা উপঢৌকন দিয়ে ছাত্রদের মুক্ত করেন । এইভাবেই হরিদা তার সুনিপুণ সাজসজ্জা ও অভিনয় কৌশলের মাধ্যমে মাস্টারমশাইকে বোকা বানিয়ে ছিলেন ।

*****

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. বহুরূপী হরিদা কিভাবে তার জীবিকা নির্বাহ করতেন ?

উত্তর:- হরিদা বহুরূপী সেজে অর্থাৎ বিভিন্ন রকমের ঠাকুর দেবতার মূর্তি সেজে, পুলিশ, কাবুলিওয়ালা, বাইজি অথবা সন্ন্যাসী বা পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় । লোকেরা আনন্দিত হয়ে তাকে এক আনা, দুই আনা বকশিশ দিত । সেই পয়সা দিয়ে কোনোমতে সে তার সংসার চালাত ।

২. কোন বহুরূপীবেশে হরিদার রোজগার বেশি হয়েছিল ?

উত্তর:- রূপসী বাইজি সেজে হরিদার রোজগার বেশি হয়েছিল । বাইজি সেজে দোকানে দোকানে ফুলের সাজি এগিয়ে দিত । দোকানদার খুশি হয়ে কেউ কেউ তার সাজিতে এক সিকি করে ফেলে দিত । বাইজি সেজে সে একদিন আট টাকা দশ আনা রোজগার করেছিল ।

********

Comments

Related Items

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০:

'মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপদজনক'— এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর

'মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপদজনক'— এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর ২০২০ :

বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর

বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর

উঃ- বলরামপুর হাইস্কুলে শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হল ।

নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৬ সেপ্টেম্বর ২০১৮ : 

তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল —এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর

তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর

শিরোনাম — সকলের জন্য উন্মুক্ত হল পাঠাগার