বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বাংলা ভাষায় বিজ্ঞান

Submitted by avimanyu pramanik on Sat, 07/04/2020 - 06:53

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি —        [মাধ্যমিক-২০১৭]

    (ক) ইংরেজি ভাষায় দক্ষ

    (খ) বাংলা ভাষায় দক্ষ

    (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে

    (ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে ।

২. 'Sensitized Paper' -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন—      [মাধ্যমিক-২০১৮]

    (ক) স্পর্শকাতর কাগজ       (খ) সুবেদী কাগজ       (গ) সুগ্রাহী কাগজ       (ঘ) ব্যথাপ্রবণ কাগজ ।

৩. রাজশেখর বসুর ছদ্মনাম —                                                                                 [মাধ্যমিক-২০১৯]            

     (ক) বনফুল        (খ) শ্রীপান্থ         (গ) পরশুরাম        (ঘ) রূপদর্শী

৪. "বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ"  প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?    [মাধ্যমিক-২০১৯]

        (ক) অরণ্যে রোদন         (খ) অল্পবিদ্যা ভয়ংকরী        (গ) হাতের পাঁচ        (ঘ) হ-য-ব-র-ল

************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা —এদের মধ্যে প্রথমটি কী ?

       (ক) অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে

       (খ) আভিধানিক অর্থ প্রকাশ করে

       (গ) বাহ্যিক অর্থ প্রকাশ করে

       (ঘ) আলংকারিক অর্থ প্রকাশ করে ।

২. পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজী শব্দ হল—

       (ক) হাওয়া       (খ) অক্সিজেন        (গ) চেয়ার       (ঘ) কাপ ।

৩. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে —

     (ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে

     (খ) বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে

     (গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে

     (ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন ।

৪. কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন —

    (ক) ১৯৩৬ সালে       (খ) ১৯৩৯ সালে      (গ) ১৯৩৫ সালে       (ঘ) ১৯৩৮ সালে ।

৫. 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড' — উক্তিটি কার ?

    (ক) অশ্বঘোষ       (খ) ভবভূতি        (গ) কালিদাস       (ঘ) বাণভট্ট ।

৬. ছোটোবেলায় রাজশেখর বসুকে যাঁর বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন —

     (ক) রামমোহন রায়        (খ) ব্রজমোহন মল্লিক        (গ) কেশবচন্দ্র নাগ        (ঘ) ব্রহ্মমোহন মল্লিক

৭. রাজশেখর বসুর ছদ্মনাম —

    (ক) জরাসন্ধ        (খ) নীললোহিত        (গ) পরশুরাম        (ঘ) কালকূট ।

৮. অল্পবিদ্যা যে ভয়ংকরী তার প্রমাণ পাওয়া যায় —

     (ক) বিজ্ঞান রচনায়        (খ) গবেষণা গ্রন্থে        (গ) অনেকের বক্তব্যে        (ঘ) সাময়িক পত্রাদিতে

৯.  কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য ?

     (ক) ইতালি-ইউরোপে       (খ) ইংল্যান্ড-আমেরিকায়       (গ) ইউরোপ-আমেরিকায়       (ঘ) ভারত-চিনে ।

১০. পারিভাষিক শব্দ প্রথমবার প্রয়োগের সময় তার কী দেওয়া আবশ্যক ?

      (ক) অর্থ        (খ) ব্যাখ্যা        (গ) বাংলা       (ঘ) তাৎপর্য ।

১১. 'বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ'  — সন্দর্ভ কথার অর্থ কী ?

      (ক) উপন্যাস        (খ) প্রবন্ধ        (গ) ছোটোগল্প        (ঘ) কবিতা ।

১২. পরিভাষা প্রনয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয় —

       (ক) কলিকাতা বিশ্ববিদ্যালয়       (খ) ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি      (গ) বঙ্গীয় সাহিত্য পরিষদ      (ঘ) বাংলা সাহিত্য অ্যাকাডেমি ।

১৩. পিতলের চেয়ে হালকা ধাতু —

       (ক) পারদ        (খ) আলিউমিনিয়াম        (গ) সোনা        (ঘ) স্টেইনলেস স্টিল ।

১৪. 'Connotation' শব্দের অর্থ কী ?

      (ক) অর্থব্যপ্তি        (খ) অর্থ সংকোচ        (গ) অর্থ রূপান্তর        (ঘ) অর্থ পরিবর্তন ।

১৫. 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড'— কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত । কারণ—

       (ক) কাব্যের ভাষা অত্যন্ত জটিল

       (খ) বৈজ্ঞানিক প্রসঙ্গে এটি প্রযুক্ত

       (গ) বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষাও স্পষ্ট হওয়া আবশ্যক

       (ঘ) কাব্যের ভাষা সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক ।

১৬.  জল আর কর্পূর —

       (ক) উবে যায়        (খ) উবে যায় না        (গ) শুকিয়ে যায়       (ঘ) উবে যেতেও পারে ।

১৭. পরিভাষা রচনার কাজ করতে হয়—

       (ক) বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা       (খ) দু-জনে মিলে       (গ) সমবেতভাবে       (ঘ) বিখ্যাত লেখকের দ্বারা ।

১৮. পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের _____ নগণ্য ।

       (ক) ভাষা বিষয়ক জ্ঞান       (খ) পরিভাষা বিষয়ক জ্ঞান       (গ) বৈজ্ঞানিক জ্ঞান       (ঘ) সাহিত্য বিষয়ক জ্ঞান ।

১৯. অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা কার যাচাই করা উচিত ?

       (ক) বিজ্ঞানীর       (খ) অন্য লেখকের       (গ) প্রকাশকের        (ঘ) পত্রিকা সম্পাদকের

২০. যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, তাদের রচনা কী হয় ?

      (ক) উৎকট        (খ) উদ্ভট        (গ) কিম্ভুত       (ঘ) স্বাভাবিক ।

২১. 'অভিধা' যে অর্থ প্রকাশ করে, তা হল—

      (ক) বিস্তৃত       (খ) সংক্ষিপ্ত        (গ) বিকৃত        (ঘ) আভিধানিক

২২. 'লক্ষণা' যে অর্থ প্রকাশ করে —

      (ক) আভিধানিক        (খ) বোধমূলক        (গ) বিস্তৃত       (ঘ) সংক্ষিপ্ত ।

২৩. বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি —

      (ক) প্রচুর পরিমাণে থাকা উচিত       (খ) থাকা উচিত নয়       (গ) কম থাকা উচিত       (ঘ) থাকা না থাকা সমান ।

২৪. বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত কী হওয়া আবশ্যক ?

      (ক) সরল ও স্পষ্ট      (খ) সরল        (গ) স্পষ্ট       (ঘ) ব্যঞ্জনাময় ।

২৫. আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না —

      (ক) বৈজ্ঞানিক পরিভাষা      (খ) বৈজ্ঞানিক আবিষ্কার       (গ) বৈজ্ঞানিক আলোচনা       (ঘ) বৈজ্ঞানিক সাহিত্য

২৬. যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, তা হল —

      (ক) রসায়নশাস্ত্র       (খ) জীববিদ্যা       (গ) প্রাথমিক বিজ্ঞান      (ঘ) ভৌত বিজ্ঞান ।

২৭. আমাদের আলংকারিকগণ শব্দের অর্থ প্রকাশক ক'টি শক্তির কথা বলেছেন ?

       (ক) একটি       (খ) দুটি       (গ) তিনটি       (ঘ) চারটি ।

২৮. 'তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে ।' —এখানে 'তাঁদের' বলতে বোঝানো হয়েছে —

      (ক) যাঁরা ইংরেজিতে ভাবেন এবং ইংরেজি পরিভাষা ব্যবহার করেন

      (খ) যাঁরা বাংলায় ভাবেন কিন্তু ইংরেজি পরিভাষা ব্যবহার করেন

      (গ) যাঁরা এককভাবে পারিভাষিক শব্দ ব্যবহার করেন

      (ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত পারিভাষিক কমিটির সদস্যবৃন্দ

২৯. 'তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর' — এটি কী জাতীয় তথ্য ?

       (ক) বৈজ্ঞানিক তথ্য        (খ) অবৈজ্ঞানিক তথ্য       (গ) ভুল তথ্য        (ঘ) ঠিক তথ্য ।

৩০. যখন গন্ধক হাওয়ায় পোড়ে তখন কোন গ্যাসের পরিবর্তন হয় না বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন ?

       (ক) অক্সিজেন        (খ) আর্গন       (গ) কার্বন ডাই-অক্সাইড        (ঘ) নাইট্রোজেন

৩১. 'যেসব জন্তুর শিরদাঁড়া নেই' — কথাটি যার বদলে লেখা যেতে পারে তা হল—

       (ক) শিরহীন       (খ) অমেরুদন্ডী       (গ) শিরাবিহীন        (ঘ) মেরুদন্ডী ।

৩২. 'ম্যালিভাসি' কী জাতীয় উদ্ভিদের উদাহরণ ?

       (ক) গুপ্তবীজী       (খ) ব্যক্তবীজী       (গ) ব্রায়োফাইটা       (ঘ) টেরিডোফাইটা ।

৩৩. 'চলন্তিকা' —

       (ক) একটি বাংলা অভিধান       (খ) একটি সাপ্তাহিক পত্রিকা      (গ) একটি বাংলা কাব্যগ্রন্থ      (ঘ) একটি বাংলা প্রবন্ধ গ্রন্থ ।

৩৪. বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ —

       (ক) বাংলায় অনুবাদ করেছেন      (খ) বজায় রেখেছেন      (গ) পরিবর্তন করেছেন       (ঘ) বাদ দিয়েছেন ।

৩৫. মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় —

       (ক) নিষ্ঠার সঙ্গে       (খ) আবেগের সঙ্গে       (গ) ভালোবাসার সঙ্গে       (ঘ) প্রীতির সঙ্গে

৩৬. 'অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই' বিষয়টি —

       (ক) একটি পত্রিকায় লেখক দেখেছিলেন

       (খ) লেখকের নিজস্ব মতামত

       (গ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সিদ্ধান্ত

       (ঘ) তিনটি তথ্য সঠিক ।

৩৭. 'কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড়ো নয়' —যে প্রসঙ্গে এই মন্তব্য, সেটি হল —

       (ক) অভিধান       (খ) অলংকার       (গ) পরিভাষা       (ঘ) লক্ষণা ।

৩৮. 'বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে ?

        (ক) বিচিন্তা        (খ) অব্যক্ত        (গ) সংকলন        (ঘ) কজ্জলী ।

৩৯. পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী যে গ্যাসটি স্বাস্থ্যকর —

        (ক) অক্সিজেন       (খ) ওজন       (গ) নাইট্রোজেন       (ঘ) নিয়ন

৪০. 'অরণ্যে রোদন' বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয় ?

       (ক) বনে গিয়ে কান্না       (খ) নিষ্ফল খেদ       (গ) আক্ষেপ       (ঘ) অনুরাগ ।

৪১. 'International' শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে —তা হল —

       (ক) সার্বজাতিক       (খ) সর্বজনীন       (গ) আন্তর্জাতিক       (ঘ) আন্তঃদেশীয় ।

৪২. কোন কোন গাছের দু'রকমের ফুল হয় ?

       (ক) ধুতরা, জবা       (খ) নয়নতারা, দোপাটি       (গ) লাউ, কুমড়ো       (ঘ) উচ্ছে, ঝিঙে ।

৪৩. 'অল্পবিদ্যা ভয়ংকরী' — এটি একটি বাংলা —

       (ক) কথার কথা        (খ) প্রচলিত বিশ্বাস       (গ) প্রবাদ       (ঘ) অলংকার ।

****

Comments

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - পথের দাবী

১. "বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন ।" — বক্তা কে ? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন ?     [মাধ্যমিক-২০১৮]

উঃ- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবী' উপন্যাস থেকে গৃহীত পথের দাবী রচনায় এই প্রশ্নের উদ্ধৃত অংশটি রয়েছে ।

Answer for Madhyamik Examination (WBBSE) - 2017 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x১৭=১৭ ১.১ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ? (ক) পুলিশ স্টেশনে (খ) জাহাজ ঘাটে (গ) রেল স্টেশনে (ঘ) বিমান বন্দরে

রচনাধর্মী প্রশ্নোত্তর - কোনি

'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো । [মাধ্যমিক-২০১৮] - বিখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক মতি নন্দী রচিত ক্ষিতীশ সিংহের চরিত্র নিম্নরূপ—

রচনাধর্মী প্রশ্নোত্তর - সিরাজদ্দৌলা

১. "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? ১+৩ [মাধ্যমিক- ২০১৯]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সিন্ধুতীরে

'সিন্ধুতীরে' কবিতার কবি হলেন —(ক) সৈয়দ আলাওল (খ) দৌলত কাজি (গ) বিদ্যাপতি (ঘ) চন্ডীদাস ।