মানব দেহে রক্ত ও রক্ত কণিকা

Submitted by arpita pramanik on Mon, 04/29/2013 - 23:15

মানব দেহে রক্ত ও রক্ত কণিকা (Human Blood and Blood Cell)

রক্ত (Blood)

সংজ্ঞা - রক্ত এক প্রকার অসচ্ছ, লমনাক্ত, ক্ষার ধর্মী তরল যোগ কলা।

রক্তকে তরল যোগ কলা বলার কারণ

১৷ রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে।

২৷ রক্তে ভিত্তি পর্দা থাকে না।

৩৷ রক্তে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে।

৪৷ রক্ত তার তরল ধাত্রের সাহায্যে দেহের বিভিন্ন কলা, অঙ্গে ও তন্তের মধ্যে সমন্বয় সাধন করে।

রক্তের পরিমাণ - একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট ( উচ্চতায় 5 ফুট এবং ওজনে 70 কেজি ) প্রাপ্ত বয়স্ক লোকের রক্তের পরিমাণ 5000 cc বা 5 লিটার।

রক্তের বর্ণ - লাল

 

রক্তের কাজ (Function of Blood)

১৷ পরিবহণ মাধ্যম (Transporation) - রক্তের মাধ্যমে পুষ্টিদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হরমোন এবং বপাকজাত দূষিত পদার্থ সমূহ দেহের বিভিন্ন কলা কোষে পরিবাহিত হয়।

২৷ রক্ত তঞ্চন (Coagulation) - রক্ত তার তঞ্চন ধর্মের সাহায্যে আঘাত প্রাপ্ত স্থান থেকে রক্ত ক্ষরণ বন্ধ করে। রক্তে থাকা প্রোথ্রমবিন, ক্যালসিয়াম আয়ন এবং অণুচক্রিকা থেকে ক্ষরিত থ্রম্বোপ্লাসটিনের সহায়তায় রক্ত তঞ্চিত হয়। রক্তে হেপারিন থাকায় রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না।

৩৷ অনাক্রম্যতা (Immunity) - রক্তের লিম্ফোসাইট শ্বেত কণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগ জীবাণু প্রতিরোধ করে অর্থাৎ কোনো বিজাতীয় প্রোটিনের বিরুদ্ধে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তলে।

৪৷ প্রতিরক্ষা - রক্তের শ্বেত কণিকা বিশেষ করে মনোসাইট ও নিউট্রোফিল দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। রক্তের লিম্ফোসাইট,শ্বেত কণিকা অ্যান্টিবডি গঠন করে দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয় এবং টক্সিন পদার্থ ধ্বংস করে।

৫৷ তাপ নিয়ন্ত্রণ - শ্বসনে উৎপন্ন তাপকে রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় বলে দেহ উষ্ণ থাকে। আবার কোনো কারণে দেহের বিভিন্ন তাপমাত্রা বেড়ে গেলে রক্ত দ্রুত দেহের পরিধিতে ছড়িয়ে পড়ে এবং তাপ মোচন করে, ফলে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে।

 

রক্তের বিভাগ (Blood Group)

ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ড স্টেইনার ( Karl Land Steiner, 1901 ) রক্তে অবস্থিত অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন ও অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডির উপস্থিতি অনুযায়ী রক্তকে মোট চারটি ভাগে ভাগ করেছে।

রক্তের এই চারটি বিভাগ হল ১৷ A , ২৷ B , ৩৷ AB , ৪৷ O

রক্তের বিভাগ

লোহিত রক্ত কণিকায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন

রক্তরসে অবস্থিত অ্যাগ্লুটিনিন

A

A

[tex]\beta [/tex]

B

B

[tex]\alpha [/tex]

AB

A , B

থাকে না

O

থাকে না

[tex]\alpha ,\beta [/tex]

 

 

রক্তের বিভাগ

রক্ত দান করতে পারে

রক্ত গ্রহণ করতে পারে

A

A , AB

A , O

B

B ,AB

B , O

AB

AB

A , B , AB , O

O

A , B , AB , O

O

 

মেরুদণ্ডী প্রাণীর শরীরে রক্ত প্রবাহের কারণ কি ?

মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রধান সংবহন মাধ্যম হল রক্ত। হৃৎপিণ্ড পাম্পের ন্যায় কাজ করে দেহের বিভিন্ন অংশে রক্ত প্রবাহ ঘটায়। রক্ত প্রবাহের উদ্দেশ্য গুলি হল

১৷ প্রাণীদেহে পৌষ্টিক নালি থেকে শোষিত তরল খাদ্য উপাদান রক্তের মাধ্যমে সজীব কোষে পৌঁছায়।

২৷ রক্তের মাধ্যমে শ্বাস অঙ্গ থেকে অক্সিজেন প্রতিটি কলা কোষে পৌঁছায় এবং প্রতিটি কলা কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে শ্বাস অঙ্গে পৌঁছায়।

৩৷ বিভিন্ন অন্তক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছায়।

৪৷ কোষে বিপাক জাত বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে রেচন অঙ্গে পৌঁছায়।

৫৷ রক্তের মাধ্যমে বিভিন্ন কোষ সরাসরি রোগ জীবাণু কে ধ্বংস করে দেহের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে ।

*****

Related Items

মানব দেহে কার্বোহাইড্রেটের কাজ ও গুরুত্ব

কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে তাকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কার্বোহাইড্রেটের উদ্ভিদজ্য উৎস, কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস, শর্করা খাদ্যের গুরুত্ব

মানবদেহে রক্ত চাপ

রক্তচাপ কাকে বলে ? ইহা কয় প্রকার ও কি কি ? এক জন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে রক্ত চাপ কত ? রক্তচাপ পরিমাপক যন্ত্রটির নাম কি ? মানব দেহের কোন ধমনীতে রক্ত চাপ মাপা হয় ? সিস্টোলিক চাপ , ডায়াস্টোলিক চাপ , ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে কিন্তু শিরা কেটে গেলে গলগল করে রক্ত ...

হিমোগ্লোবিনের গুরুত্ব ও কাজ

হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীর (কেঁচো) রক্ত রসে ও মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্ত কণিকায় অবস্থিত এক প্রকারের লৌহ গঠিত, প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ, যা প্রধানত অক্সিজেন পরিবহণ করে। পরিমাণ, কাজ, গ্যাসীয় বস্তু পরিবহণ, পিত্ত ও মল বর্ণ মুত্রের গঠন

মানবদেহে রক্ত তঞ্চন

রক্ত তঞ্চন - যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মত পদার্থে পরিণত হয়, তাকে রক্ত তঞ্চন বলে। , রক্ত তঞ্চনের সময়কাল , রক্ত তঞ্চন পদ্ধতি , রক্ত তঞ্চন বিরোধী পদার্থ , রক্ত বাহে রক্ত তঞ্চিত হয় না কেন ?

রক্তের উপাদান

রক্তের উপাদান , রক্তের সাকার উপাদান গুলি হল ১৷ লোহিত রক্ত কণিকা ( R.B.C ) , ২৷ শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) , ৩৷ অণুচক্রিকা , শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ , নিউট্রোফিল , ইওসিনোফিল , বেসোফিল , মনোসাইট, লিম্ফোসাইট। শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ ..