প্রাচীন ভারতের সাহিত্য

Submitted by avimanyu pramanik on Wed, 04/18/2012 - 10:11

প্রাচীন ভারতের সাহিত্য :

সাহিত্য : প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় সাহিত্যের স্বর্ণভান্ডার ছিল । এ ছাড়া পালি, প্রাকৃত, বাংলা, হিন্দি, তামিল প্রভৃতি ভাষাতেও উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছিল ।

(১) সংস্কৃত সাহিত্য : বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, পুরাণ, স্মৃতি প্রভৃতি কালজয়ী সাহিত্য সংস্কৃত সাহিত্যকে প্রভূতভাবে প্রভাবিত করেছিল । সেই ধারা পরবর্তী কালেও অব্যাহত ছিল । গুপ্তযুগকে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় । সে জন্য কিন্তু সংস্কৃত সাহিত্যের ভান্ডার কোনো দিনও নিঃস্ব হয়ে যায় নি । মৌর্যযুগে যে সমস্ত গ্রন্থ রচিত হয় তার মধ্যে পাণিনির ‘অষ্ট্যাধ্যায়ী’,  কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’, সুবন্ধুর নাটক ‘বাসবদত্তা’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । মৌর্যদের পর শুঙ্গ শাসনকালে রচিত হয় অষ্ট্যাধ্যায়ীর ভাষ্য, পতঞ্জলির ‘মহাভাষ্য’ । সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ হিসাবে ‘অষ্ট্যাধ্যায়ী’ ও ‘মহাভাষ্য’ -র গুরুত্ব অপরিসীম । কুষাণ যুগে ‘বুদ্ধচরিত’ গ্রন্থের রচয়িতা ছিলেন অশ্বঘোষ । কবি মাতৃযেত আবির্ভূত হয়েছিলেন কুষাণ যুগেই । সাহিত্যিক, দার্শনিক ও বৈজ্ঞানিক নাগার্জুনও ছিলেন এই কুষাণ যুগের মানুষ । নাগার্জুন রচিত গ্রন্থগুলির মধ্যে ‘শত-সহস্রিকা প্রজ্ঞা-পারমিতা’ ‘মাধ্যমিক সুত্র’ উল্লেখ্যযোগ্য । কুষাণ যুগের আর একজন বিখ্যাত কবি ছিলেন ভাস । ভাসের লেখা একটি অসাধারণ নাটক হল ‘স্বপ্নবাসবদত্তা’ । সংস্কৃত সাহিত্যে গুপ্তযুগের অবদান চিরস্মরনীয় । মহাকবি কালিদাস এই যুগে জন্মগ্রহন করেছেন । মহাকবি কালিদাস ‘অভিজ্ঞানশকুন্তলম’, ‘রঘুবংশম’, ‘মেঘদূতম’, ‘কুমারসম্ভম’, ‘মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি গ্রন্থ রচনা করেছেন । শূদ্রক, বিশাখ দত্ত, অমর সিংহ ও সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন এই গুপ্তযুগেরই কৃতি সন্তান । ‘মৃচ্ছকটিকম’ গ্রন্থটি রচনা করেছেন শূদ্রক । ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থটির রচয়িতা হলেন বিশাখ দত্ত । ‘অমরকোষ’ গ্রন্থটির রচয়িতা হলেন অমর সিংহ । ‘ভট্টিকাব্য’ গ্রন্থটির রচয়িতা ভট্টি ছিলেন সংস্কৃত সাহিত্যের আর একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব । এছাড়া ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটির রচয়িতা বিষ্ণুশর্মা, ‘কামসূত্র’ গ্রন্থটির রচয়িতা বাৎসায়ন গুপ্তযুগে আবির্ভূত হয়েছিলেন । কান্যকুব্জরাজ হর্ষবর্ধন ‘রত্নাবলী’, ‘প্রিয়দর্শিকা’এবং নাগার্জুন নামে তিনটি নাটক রচনা করেছিলেন বলে জানা যায় । ‘হর্ষচরিত’ ‘কাদম্বরী’ গ্রন্থ দুটির রচয়িতা হলেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট । ‘শিশুপাল বধ’ গ্রন্থটির রচয়িতা হলেন মাঘ এবং ‘উত্তররামচরিত’ গ্রন্থটির রচয়িতা হলেন ভবভূতি । দক্ষিণ ভারতের দুজন বিখ্যাত সাহিত্যিক হলেন ভারবি দন্ডিন‘কিরাতার্জুনিয়ম’ গ্রন্থটি রচনা করেন ভারবি । ভারবি পল্লবরাজ সিংহবিষ্ণু -র সভাকবি ছিলেন । ‘দশকুমারচরিত’ গ্রন্থটির রচয়িতা হলেন দন্ডিন । দন্ডিন নরসিংহবর্মনের সভাকবি ছিলেন । ‘বিক্রমাঙ্কদেবরচিত’ গ্রন্থটির রচয়িতা হলেন বিলহন । বিলহন চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভা অলংকৃত করতেন । দক্ষিণ ভারতের মতো বাংলাতেও সংস্কৃত ভাষার চর্চা হত । সন্ধ্যাকর নন্দী, শ্রীধর জীমূতবাহন প্রমুখ পাল যুগে আবির্ভূত হয়েছিলেন । ‘রামপালচরিত’ গ্রন্থটির রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী । ‘ন্যায়কন্দরী’ গ্রন্থটির রচয়িতা হলেন শ্রীধর । ‘দায়ভাগ’ গ্রন্থটির রচয়িতা হলেন জীমূতবাহন । সেন আমলে বাংলায় জন্মগ্রহন করেন কবি জয়দেব । ‘গীতগোবিন্দম’ গ্রন্থটির রচয়িতা হলেন কবি জয়দেব । এ ছাড়া ধোয়ী, শরণ, গোবর্ধন, উমাপতি, ধর এঁরা লক্ষণসেনের রাজসভা অলংকৃত করতেন । এঁদের একসঙ্গে বলা হত পঞ্চরত্ন । সেনরাজা বল্লালসেন ‘দানসাগর’ এবং ‘অদ্ভূতসাগর’ সহ চারটি গ্রন্থ রচনা করেছিলেন । সেন আমলে আরও দুজন উল্লেখযোগ্য পন্ডিত হলেন হলায়ুধ সর্বানন্দ ‘ব্রাহ্মণ-সর্বস্বত’ গ্রন্থটির রচয়িতা হলেন হলায়ুধ । ‘টিকা-সর্বস্ব’ গ্রন্থটির রচয়িতা হলেন সর্বানন্দ ।

(২) আঞ্চলিক ভাষার সাহিত্য : আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্যের মধ্যে বাংলা ভাষায় রচিত ‘চর্যাচর্যবিনিশ্চয়’ বিশেষ উল্লেখযোগ্য । ‘চর্যাচর্যবিনিশ্চয়’ প্রাচীন বাংলার গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে উদ্ধার করেন । চর্যাপদগুলি যাঁরা রচনা করেছিলেন তাঁদের মধ্যে লুই-পা বা লুইপাদ, গোরক্ষ, কাহ্নপা প্রভৃতির নাম উল্লেখযোগ্য । দক্ষিণ ভারতে পল্লব যুগে তামিল ভাষায় ‘কুরাল’ ‘নলদিয়ের’ রচিত হয় । পল্লব যুগে ‘শিলপদিগরম’ ‘মণিমেগলাই’ নামে দুটি মহাকাব্য রচিত হয় । চোল যুগের বিখ্যাত কবি কম্বন তামিল সাহিত্যে স্বর্ণযুগের সুত্রপাত করেন । কবি কম্বন রচিত রামায়ন তামিল সাহিত্যের একটি রত্ন । অন্যান্য সাহিত্যিকদের মধ্যে পুগলেন্দি, কুট্টান, জয়েনগোন্দুর প্রভৃতির নাম করা যায় । কবি কবিরত্ন রান্না কন্নড়ি ভাষায় লেখেন ‘অজিতপুরাণ’‘আইহোল প্রশস্তি’ -র রচয়িতা ছিলেন রবিকীর্তি নামে একজন বিখ্যাত কবি । পালি ভাষায় রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘মিলিন্দপনহো’, জাতক ইত্যাদি । এছাড়া ত্রিপিটকও পালি ভাষায় লেখা ।

*****

Related Items

হরপ্পা বা সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সম্পর্ক

সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক যুগের কী সম্পর্ক ছিল, তা বলা কঠিন। অনেকেই মনে করেন আর্যরা সিন্ধু সভ্যতার নির্মাণকর্তা । বিষয়টি বিতর্কিত । কিন্তু উভয় সভ্যতার মধ্যে তফাত এত বেশি যে, দুটি সভ্যতা একই জাতি সৃষ্টি করেছিল বলে মনে হয় না । স্যার জন মার্শাল মনে করেন ...

সমকালীন সভ্যতার সঙ্গে সম্পর্ক

সিন্ধু জনগণ কূপমন্ডূক ছিল না । সমকালীন অন্যান্য সভ্যতা মিশর, ব্যাবিলন ও সুমেরীয় বা মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু জনগণের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল । সিন্ধু ও সুমেরীয় উভয় সভ্যতাই উন্নত নাগরিক জীবন ও সুখস্বাচ্ছন্দ্যের স্বাক্ষর বহন করে । উভয় অঞ্চলের মানুষ ...

সিন্ধু বা হরপ্পা সভ্যতা (The Indus Valley Civilisation)

১৯২২ খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাম্র-প্রস্তর যুগের সভ্যতার সবচেয়ে উন্নত নিদর্শন আবিষ্কার করেন । তিনি জন মার্শালের তত্ত্বাবধানে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেন-জো-দরোতে মাটি খুঁড়ে ভারতীয় সভ্যতার উন্মেষকে কয়েক হাজার বছর পিছিয়ে দেন ...

ধাতুর আবিষ্কার ও তাম্রযুগ

নব্য প্রস্তর যুগের অবসান হওয়ার পর ধাতুর ব্যবহার শুরু হয় । তবে কোথায় নব্যপ্রস্তর যুগের অবসান আর কোথায় ধাতব যুগের সূত্রপাত তা সঠিক ভাবে বলা যায় না । নব্যপ্রস্তর যুগ থেকে ধাতব যুগের উত্তরণ হয়েছিল খুব ধীরে ধীরে । ধাতুর ব্যবহার ভারতের সর্বত্র একসঙ্গে হয়নি । উত্তর ভারতে প্রস্তর ...

মেহেরগড় সভ্যতা (Mehrgarh Civilisation)

হরপ্পা সভ্যতার আগে নব্যপ্রস্তর যুগের যে সব কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে মেহেরগড় বিশেষভাবে উল্লেখযোগ্য । হরপ্পা সভ্যতার কিছু কিছু লক্ষণ এই সভ্যতার মধ্যে পরিলক্ষিত হয় বলে অনেকে এই সভ্যতাকে আদি সিন্ধু সভ্যতা বলে অভিহিত করেছেন । সভ্যতার বৈশিষ্ঠ, মেহেরগড় সভ্যতার গুরুত্ব ...