ছোটো প্রশ্ন ও উত্তর : সুলতানি ও মোগল আমলে সাংস্কৃতিক সমন্বয়

Submitted by avimanyu pramanik on Tue, 02/21/2012 - 19:44

ছোটো প্রশ্ন ও উত্তর : সুলতানি ও মোগল আমলে সাংস্কৃতিক সমন্বয়

১) প্রশ্ন:-  ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?

উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে  পরিচিত ।

২) প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন  ?

উত্তর:-  কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।

৩) প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন  ?

উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।

৪) প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন  ?

উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন  ।

৫) প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?

উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।

৬) প্রশ্ন:-  মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?

উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।

৭) প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?

উত্তর:-  কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।

৮) প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায় অবস্থিত ।

৯) প্রশ্ন:-  হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?

উত্তর:- রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।

১০) প্রশ্ন:-  হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো  ?

উত্তর:- কবিকঙ্কণ শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।

১১) প্রশ্ন:-  কবিকঙ্কণ কে ছিলেন ?

উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি

১২) প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?

উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য  স্থাপত্যশিল্প ।

১৩) প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?

উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।

১৪) প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?

উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।

১৫) প্রশ্ন:-  শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?

উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু

১৬) প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?

উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।

১৭) প্রশ্ন:-  চৈতন্য ভাগবত কার লেখা   ?

উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের  লেখা ।

১৮) প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?

উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর, গুরু, এবং নামজপ

১৯) প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?

উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।

২০) প্রশ্ন:-  মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য কবির

২১) প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?

উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।

২২) প্রশ্ন:-  নামদেব কে ছিলেন  ?

উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা

২৩) প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?

উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।

২৪) প্রশ্ন:-  বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব  কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।

২৫) প্রশ্ন:-  শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত ।

২৬) প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?

উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি

২৭) প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

২৮) প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

২৯) প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি  ?

উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।

৩০) প্রশ্ন:-  শিখ ধর্মের প্রবর্তক কে ?

উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক

৩১) প্রশ্ন:-  শিখদের প্রথম গুরু কে ?

উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক

৩২) প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন  ?

উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।

৩৩) প্রশ্ন:- গ্রন্থসাহেব কী  ?

উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলন কে গ্রন্থসাহেব বলে ।

৩৪) প্রশ্ন:-  গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা  ?

উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।

৩৫) প্রশ্ন:-  ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।

৩৬) প্রশ্ন:-  রেহালা কে রচনা করেন  ?

উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।

৩৭) প্রশ্ন:-  ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর:-  ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।

৩৮) প্রশ্ন:-  তহকিক-ই-হিন্দ কার রচনা ?

উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা  করেন         ।

৩৯) প্রশ্ন:- দোঁহা কী ?

উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে   । এটি হিন্দি ভাষায় লেখা  ।

৪০) প্রশ্ন:-  মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া

৪১) প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা  ?

উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।

৪২) প্রশ্ন:- দাদু কে ছিলেন ?

উত্তর:-  দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।

৪৩) প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?

উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি

৪৪) প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?

উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।

৪৫) প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা

৪৬) প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?

উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা

৪৭) প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী  ?

উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি

৪৮) প্রশ্ন:-  কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।

৪৯) প্রশ্ন:- ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ তৈরি করেছিলেন ।

৫০) প্রশ্ন:-  বাবরের আত্মচরিতের নাম কী  ?

উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা

৫১) প্রশ্ন:-  হুমায়ুননামা  কার রচনা ?

উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

৫২) প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন  ?

উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

৫৩) প্রশ্ন:-  মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী  ?

উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি

৫৪) প্রশ্ন:-  দীন-ই-ইলাহি কী  ?

উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত

৫৫) প্রশ্ন:- ইবাদৎখানা কী ?

উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সভাগৃহের নাম হল ইবাদৎখানা ।

৫৬) প্রশ্ন:-  কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।

৫৭) প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন  ?

উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ  ।

৫৮) প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।

৫৯) প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ারপাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।

৬০) প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?

উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজলবাদাউনি

৬১) প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর  নাম কী ?

উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম

৬২) প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন  ?

উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।

৬৩) প্রশ্ন:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?

উত্তর:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ।

*****

Related Items

সুলতানি ও মোগল আমলে সাংস্কৃতিক সমন্বয়

মুসলিমদের আগমনে সংঘাত, সমন্বয়ী প্রক্রিয়া, ভক্তি আন্দোলন, ভক্তিবাদের লক্ষ ও আদর্শ, রামানন্দ ও নামদেব, কবির, নানক, শ্রীচৈতন্য, সুফিআন্দোলন, সুফিবাদ ও ভক্তিবাদের মিল ও অমিল, মধ্যযুগের সাহিত্য, আঞ্চলিক ভাষার বিকাশ ...

ইসলাম ও ভারতবর্ষ (Islam and India)

আরবদের সিন্ধু বিজয়, সুলতান মামুদ, মহম্মদ ঘুরি, সুলতানি আমল, ইলবেরি তুর্কি বংশ, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিস, রাজ্যবিস্তার নীতি, উত্তর-পশ্চিম সীমান্ত নীতি, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন, খলজি বংশ ও আলাউদ্দিন খলজি, তুঘলকি আমল, তৈমুরলঙ্গের ভারত আক্রমণ ...

প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি

প্রাচীন ভারতের সামাজিক রুপান্তর, পারিবারিক জীবন, দাসপ্রথা, বিবাহ প্রথা, ব্রাহ্ম বিবাহ, দৈববিবাহ, আর্য বিবাহ, প্রাজাপত্য বিবাহ, বিদেশি আগমন ও হিন্দু সমাজে গতিশীলতা, বিদেশিদের দৃষ্টিতে মৌর্য ও গুপ্ত যুগ, বিদেশিদের দৃষ্টিতে গুপ্ত পরবর্তীযুগ, জাতি ভেদ প্রথা ...

গুপ্ত পরবর্তী ভারত

বিভিন্ন আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ- পশ্চিম ও উত্তর ভারত, বলভীর মৈত্রিক বংশ, যশোধর্মণ, কনৌজের উত্থান - মৌখরী বংশ, পুষ্যভূতি বংশ ও হর্ষবর্ধন, প্রতিহার বংশ, অন্যান্য শক্তির উদ্ভব, বাংলা শশাঙ্ক, পাল বংশ- ধর্মপাল, দেবপাল, সেন বংশ, দক্ষিণ ভারত ...

রাজশক্তির উত্থান : বিম্বিসার থেকে গুপ্তযুগ

আর্য সভ্যতা বিকাশের পর থেকে প্রায় এক হাজার বছরের রাজনৈতিক ইতিহাস খুবই অস্পষ্ট । খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারত ইতিহাসের একটা মোটামুটি ধারাবাহিক বিবরণ পাওয়া যায় । ভারতের ইতিহাসে যখনই কোনো শক্তিশালী রাজবংশের আবির্ভাব ঘটেছে, ...