ছোটো প্রশ্নোত্তর : মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

Submitted by avimanyu pramanik on Tue, 02/21/2012 - 19:49

ছোটো প্রশ্ন ও উত্তর - মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

প্রশ্ন:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম হল পন্ডিচেরী

প্রশ্ন:- কোন কোন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ?

উত্তর:- বার্নিয়ার, টেভার্নিয়ার, মানুচি, রালফ, ফিচ, প্রভৃতি বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ।

প্রশ্ন:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম কী ?

উত্তর:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম হল সুরাট

প্রশ্ন:- মধ্যযুগে কোন পণ্য , ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত  ?

উত্তর:- মধ্যযুগে প্রধানত সুতি বস্ত্র ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ।

প্রশ্ন:- ভাস্কো-ডা-গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান ?

উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌঁছান ।

প্রশ্ন:- ১৫০০ খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন ?

উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাব্রাল ভারতে আসেন ।

প্রশ্ন:- আলবুকার্ক কে ছিলেন ?

উত্তর:- আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা ছিলেন।

প্রশ্ন:-  কবে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।

প্রশ্ন:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল গোয়া

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ?

উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ।

প্রশ্ন:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম কী ?

উত্তর:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম ক্যাপ্টেন হকিন্স

প্রশ্ন:- স্যার টমাস রো কে ছিলেন ?

উত্তর:- স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজদূত ছিলেন ।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ?

উত্তর:- ১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ।

প্রশ্ন:- কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন ওই নাম করণ হয় ?

উত্তর:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ওই নাম করণ করা হয় ।

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হল উন্নত শ্রেণির বিদেশি ঘোড়া

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম হল মসলিন বস্ত্র

প্রশ্ন:- মোগল যুগে কাসবস কাকে বলা হত  ?

উত্তর:- মোগল যুগে ছোট শহর এবং গ্রামীণ বাজারকে কাসবস কাকে বলা হত ।

প্রশ্ন:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে কী কী পণ্যদ্রব্য ক্রয় করত ?

উত্তর:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে সুতি,রেশমি বস্ত্র , সোরা ও চিনি কিনে নিয়ে অন্যত্র রপ্তানি করত।

প্রশ্ন:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?

উত্তর:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম সুরাটকালিকট

প্রশ্ন:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম কী ?

উত্তর:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হল রেশমবস্ত্রসোরা

প্রশ্ন:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?

উত্তর:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হল চুঁচুড়া

প্রশ্ন:- কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ?

উত্তর:- বৈদেশিক পর্যটক এডয়ার্ড টেরি ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ।

প্রশ্ন:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম কী  ?

উত্তর:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম হল ফৈজাবাদখান্দেশ

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ?

উত্তর:- মোগল যুগে কাশ্মিরলাহোর শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ।

প্রশ্ন:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে কী কী খনিজ দ্রব্য পাওয়া যেত ?

উত্তর:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে হিরেউন্নত মানের লোহা পাওয়া যেত।

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ?

উত্তর:- মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চিন, জাপান, নেপাল, পারস্য, রোম প্রভৃতি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ।

প্রশ্ন:- কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের কোন শহর লাভ করেন ?

উত্তর:- ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের মুম্বই শহর লাভ করেন ।

প্রশ্ন:- কোন সালে ভারতের কোন স্থানে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ?

উত্তর:- ১৬৬৭ সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ।

প্রশ্ন:- ফারুকশিয়ারের ফরমান কী ?

উত্তর:-ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ারের প্রদত্ত বাংলায় বিনাশুল্কে বহির্বাণিজ্যের অনুমতিপত্র

প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?

উত্তর:- ১৭১৭ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ।

প্রশ্ন:- কে কাকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ?

উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ার  ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ।

*****

Related Items

ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতীয় সভ্যতার বিবর্তন

ভারতীয় সভ্যতার বিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদান ও তার প্রভাব

ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদান ও তার প্রভাব সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

Study Materials for Indian History Class IX

Geographical factors of Indian History and Its influence, Evolution of Indian Civilisation, Islam and India, Fusion of culture during the Sultanate and Mughal era ...

ভারতে ঔপনিবেশিক শাসন

দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দিতা, ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপট, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, ডুপ্লের মূল্যায়ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, বাংলার রাজনৈতিক পট পরিবর্তন, পলাশির যুদ্ধ, ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধ, নবাব সিরাজের সাফল্য ও ব্যর্থতা ...

মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

মুঘল যুগে শিল্প, কৃষিনির্ভর শিল্প, শর্করা শিল্প, অকৃষি শিল্প, শিল্পীদের জীবন, মুঘলযুগে বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, অন্তর্বাণিজ্য, অন্তর্দেশীয় বাণিজ্য, . বহির্বাণিজ্য, ইউরোপীয় বণিকদের সঙ্গে সম্পর্ক, পর্তুগিজদের কার্যকলাপ , ওলন্দাজ বণিকদের কার্যকলাপ, ফরাসিদের কার্যকলাপ ...