ছোটো প্রশ্ন ও উত্তর - রাজশক্তির উত্থান (বিম্বিসার থেকে গুপ্তযুগ) :
প্রশ্ন:- পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ?
উত্তর:- পূর্ব ভারতের রাজগৃহ শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ।
প্রশ্ন:- বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন ?
উত্তর:- হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার বুদ্ধদেবের সমসাময়িক মগধের রাজা ছিলেন ।
প্রশ্ন:- বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর:- বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।
প্রশ্ন:- মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ?
উত্তর:- মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ।
প্রশ্ন:- অশোক কবে সিংহাসনে বসেন ?
উত্তর:- অশোক খ্রিষ্টপূর্ব ২৭৩ অব্দে সিংহাসনে বসেন ।
প্রশ্ন:- আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?
উত্তর:- আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ।
প্রশ্ন:-মহাজন শব্দের অর্থ কী ?
উত্তর:- মহাজন শব্দের অর্থ বৃহত রাজ্য ।
প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ কাকে বলা হত ?
উত্তর:- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় , তাদের ষোড়শ মহাজনপদ বলা হত ।
প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কী ?
উত্তর:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম অস্মক ।
প্রশ্ন:- ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ?
উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম হল বৃজি ও মল্ল ।
প্রশ্ন:- ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয় ?
উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয় ।
প্রশ্ন:- আলেকজান্ডার কবে ভারত আক্রমণ ?
উত্তর:- আলেকজান্ডার ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দে ভারত আক্রমণ ।
প্রশ্ন:- কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:- পারসিক জাতি ( খ্রিষ্টপূর্ব ৫৫৮ অব্দে মগদরাজ বিম্বিসারের আমলে ) প্রথম ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- মগধের কোন রাজার রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ?
উত্তর:- মগধের নন্দ বংশের শেষ রাজা ধননন্দের রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:- নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর:- নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ ।
প্রশ্ন:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের দুটি রাজতন্ত্রী রাজ্যের নাম লেখো ?
উত্তর:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের রাজতন্ত্রী রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তক্ষশীলা ও পুরু ।
প্রশ্ন:- তক্ষশীলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন ?
উত্তর:- তক্ষশীলার রাজা অম্ভি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন।
প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস নামে এক গ্রিক দূত ভারতে আসেন ।
প্রশ্ন:- ইন্ডিকা কে রচনা করেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন ।
প্রশ্ন:- অর্থশাস্ত্র কে রচনা করেন ?
উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চানক্য অর্থশাস্ত্র কে রচনা করেন ।
প্রশ্ন:- বিন্দুসার কে ছিলেন ?
উত্তর:- বিন্দুসার মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও পরবর্তীকালে মৌর্যসম্রাট ছিলেন ।
প্রশ্ন:- বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর:- বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ।
প্রশ্ন:- অমিত্রাঘাত বলতে কী বোঝায় ?
উত্তর:- অমিত্রাঘাত শব্দের অর্থ শত্রু নিধন ।
প্রশ্ন:- বিম্বিসার কে ছিলেন ?
উত্তর:- গৌতমবুদ্ধের সমসাময়িক বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।
প্রশ্ন:- অজাতশত্রু কে ছিলেন ?
উত্তর:- অজাতশত্রু মগধের হর্ষঙ্ক বংশের রাজা ও বিন্বিসারের পুত্র ছিলেন ।
প্রশ্ন:- মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ।
প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্ট-পূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ।
প্রশ্ন:- মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর:- মেগাস্থিনিস ছিলেন মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত ।
প্রশ্ন:- কোন বিদেশীলেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?
উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ।
প্রশ্ন:- নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- মহাপদ্ম নন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা ।
প্রশ্ন:- মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন ?
উত্তর:- বিন্দুসার মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন ।
প্রশ্ন:- সম্রাট অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল ?
উত্তর:- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল ।
প্রশ্ন:- সম্রাট অশোকের রজত্বকাল কত সাল পর্যন্ত ব্যাপ্ত ছিল ?
উত্তর:- সম্রাট অশোকের রজত্বকাল ২৭৩ - ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যাপ্ত ছিল ।
প্রশ্ন:- 'দেবানাং প্রিয়' উপাধি কে ধারণ করেন ?
উত্তর:- মৌর্যসম্রাট অশোক 'দেবানাং প্রিয়' উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- 'দেবানাং প্রিয়' শব্দের অর্থ কী ?
উত্তর:- 'দেবানাং প্রিয়' শব্দের অর্থ হল দেবতাদের প্রিয় ।
রশ্ন:- সম্রাট অশোকের কোন পুত্র ও কন্যা সিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন ?
উত্তর:- সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন।
প্রশ্ন:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম গৌতমীপুত্র সাতকর্ণী ।
প্রশ্ন:- ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ?
উত্তর:- উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরে ।
প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?
উত্তর:- সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি নাসিক প্রশস্তিতে বর্ণিত হয়েছে ।
প্রশ্ন:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজল কদফিসিস ।
প্রশ্ন:-কণিষ্ক কোন অব্দের প্রচলন করেন ?
উত্তর:- কণিষ্ক শকাব্দের প্রচলন করেন ।
প্রশ্ন:- কণিষ্ক কত সালে সিংহাসনে বসেন ?
উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে কণিষ্ক সিংহাসনে বসেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ?
উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ।
প্রশ্ন:- কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- পাকিস্তানের পেশোয়ার-এ কণিষ্কের রাজধানী ছিল ।
প্রশ্ন:- শেষ মৌর্যসম্রাট কে ছিলেন ?
উত্তর:- শেষ মৌর্যসম্রাট ছিলেন বৃহদ্রথ ।
প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কবে হয় ?
উত্তর:- খ্রিষ্টপূর্ব ১৮৫ অব্দে মৌর্য সাম্রাজ্যের পতন হয় ।
প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কে ঘটান ?
উত্তর:- মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ।
প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী মূর্তি রয়েছে ?
উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি রয়েছে ।
প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী চক্র আছে ?
উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে অশোকচক্র আছে ।
প্রশ্ন:- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ।
প্রশ্ন:- কণিষ্কের রাজধানীর নাম কী ছিল ?
উত্তর:- কণিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর ।
প্রশ্ন:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি ?
উত্তর:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি হল পেশোয়ারে নির্মিত ৬৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মঠ ।
প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ?
উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ।
প্রশ্ন:- কুষাণযুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে ?
উত্তর:- কুষাণযুগে গান্ধার শিল্পরীতির প্রসার ঘটে ।
প্রশ্ন:- গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ ?
উত্তর:- গান্ধার শিল্পরীতি ছিল গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ ।
প্রশ্ন:- গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন ?
উত্তর:- গৌতমীপুত্র সাতকর্ণী শক্তিশালী শক ক্ষত্রপ নহপান-কে পরাজিত করেন ।
প্রশ্ন:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত , মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত ।
প্রশ্ন:- শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- শকারি কাকে বলা হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে শকারি বলা হয় ।
প্রশ্ন:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে কেন শকারি বলা হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান ।
প্রশ্ন:- কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ।
প্রশ্ন:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে ?
উত্তর:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে হুন জাতি ভারত আক্রমণ করে ।
প্রশ্ন:- ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর:- ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন ।
প্রশ্ন:- ফা-হিয়েন কে ছিলেন ?
উত্তর:- ফা-হিয়েন চীনদেশীয় পরিব্রাজক ছিলেন ।
প্রশ্ন:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ?
উত্তর:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফো-কুও-কি ।
প্রশ্ন:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম কী ?
উত্তর:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম দ্বিতীয় জীবিত গুপ্ত ।
প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন ?
উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন ।
প্রশ্ন:- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলা হয় ।
প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর:- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ।
প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তিতে কিসের বর্ণনা আছে ?
উত্তর:- এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজ্যজয়ের বর্ণনা আছে ।
প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ?
উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ।
প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?
উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।
প্রশ্ন:- ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় ।
প্রশ্ন:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী রাজা বলা হয় ?
উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।
প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে কী জানা যায় ?
উত্তর:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্ত প্রসঙ্গে জানা যায় ।
প্রশ্ন:- বুদ্ধচরিতের রচয়িতা কে ?
উত্তর:- বুদ্ধচরিতের রচয়িতা হল অশ্বঘোষ ।
প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী ?
উত্তর:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম দেবীচন্দ্রগুপ্তম ।
*****
- 17255 views