এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 13:05

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ : ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

(১) নর্মদা নদী : নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক (১,০৫৭ মিটার) থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে গুজরাটের ব্রোচের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । নর্মদা নদীর দৈর্ঘ্য ১,৩১০ কিলোমিটার ।

(২) তাপ্তি নদী : তাপ্তি নদী ভারতের মহাদেব পর্বতের মুলতাই -এর কাছে প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা পার হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । তাপ্তির প্রধান উপনদী পূর্ণা । তাপ্তি নদীর দৈর্ঘ্য ৭২৪ কিমি ।

*****

Related Items

ভারতের প্রধান নদনদী

ভারতের প্রধান নদনদী : নদীমাতৃক ভারতের নদনদীগুলিকে তাদের বৈশিষ্ট্য অনুসারে মোটামুটি দু-ভাগে ভাগ করা যায় । যথা —

(১) উত্তর ভারতের নদনদী :-

(২) দক্ষিণ ভারতের নদনদী :-

*****

ভারতের ভূপ্রকৃতি

ভারতের ভূপ্রকৃতি :- উত্তর ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পামীর গ্রন্থি থেকে বের হওয়া হিন্দুকুশ, সুলেমান, খিরথর কারাকোরাম, হিমালয় প্রভৃতি কয়েকটি উঁচু পর্বতশ্রেণী ভারতীয় উপমহাদেশকে এশিয়া মহাদেশের বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে ।

ভারতের মৃত্তিকা

মৃত্তিকা (Soil) : ভু-ত্বকের ওপরের স্তরে অবস্থিত এবং সূক্ষ্ম শিলাখন্ড দিয়ে গঠিত নরম ও শিথিল স্তরভাগকে মৃত্তিকা বা মাটি বলে । সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, জলস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের শিলা চূর্ণবিচূর্ণ ও ক্ষয়ীভূত হয়ে গাছপালা ও জীবজন্তুর দেহাবশেষের সঙ্গে মিশে

পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি

পর্বত, পর্বতের শ্রেণিবিভাগ, ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, ভঙ্গিল পর্বতের ভাঁজের বিভিন্ন প্রকৃতি, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, আগ্নেয় পর্বতের উৎপত্তি, ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, মালভূমি, মালভূমির আকার ও আকৃতি, মালভূমির শ্রেণিবিভাগ, ব্যবচ্ছিন্ন মালভূমি ...

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

ভারতের স্বাভাবিক উদ্ভিদ : যে সমস্ত গাছ বা উদ্ভিদ কোনও স্থানের জলবায়ু ও মৃত্তিকা সহ স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মায় ও বড়ো হয়, তাদের ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ বলা হয় । দেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক খুব নিবিড়