এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 13:05

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ : ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

(১) নর্মদা নদী : নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক (১,০৫৭ মিটার) থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে গুজরাটের ব্রোচের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । নর্মদা নদীর দৈর্ঘ্য ১,৩১০ কিলোমিটার ।

(২) তাপ্তি নদী : তাপ্তি নদী ভারতের মহাদেব পর্বতের মুলতাই -এর কাছে প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা পার হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । তাপ্তির প্রধান উপনদী পূর্ণা । তাপ্তি নদীর দৈর্ঘ্য ৭২৪ কিমি ।

*****

Related Items

নীল নদের অববাহিকা (Nile Basin)

নীলনদের গতিপথের বর্ণনা : হোয়াইট নীল নদী এবং ব্লু নীল নদীর মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে ।

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি

ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা —

এশিয়া মহাদেশের জলবায়ু

এশিয়া মহাদেশের জলবায়ু : এশিয়া মহাদেশের মতো জলবায়ুর এত বৈচিত্র্য পৃথিবীর আর কোনো মহাদেশে নেই । এই বৈচিত্র্যের মূলে যে সব কারণগুলি উল্লেখযোগ্য তা হল (১) অক্ষাংশের প্রভাব,  (২) ভু-প্রকৃতির প্রভাব, (৩) বায়ুপ্রবাহের প্রভাব, (৪) সমুদ্র থেকে দূরত্বের প্রভাব, (

এশিয়া মহাদেশের নদনদী

এশিয়া মহাদেশের নদনদী (Rivers of the Asia) : এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা । কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গি

এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি

এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি : পৃথিবীর বিশালতম ও জনবহুল মহাদেশ এশিয়া পৃথিবীর মোট ৩ ভাগ স্থলভাগের ১ ভাগ জুড়ে রয়েছে । এই মহাদেশের প্রায় পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থান করছে । প্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া মহাদেশকে পাঁচটি প্রধান ভু-প্রাকৃতিক অঞ্চলে (Physical Di