এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 13:05

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ : ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

(১) নর্মদা নদী : নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক (১,০৫৭ মিটার) থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে গুজরাটের ব্রোচের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । নর্মদা নদীর দৈর্ঘ্য ১,৩১০ কিলোমিটার ।

(২) তাপ্তি নদী : তাপ্তি নদী ভারতের মহাদেব পর্বতের মুলতাই -এর কাছে প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা পার হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । তাপ্তির প্রধান উপনদী পূর্ণা । তাপ্তি নদীর দৈর্ঘ্য ৭২৪ কিমি ।

*****

Related Items

মানুষের কাজকর্মের ওপর ভূমিরূপের প্রভাব

মানুষের জীবন ও তার কাজকর্মের ওপর ভূমিরূপের প্রভাব অসামান্য । তাই দেখা যায়,পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারার সঙ্গে সমভূমি ও মালভূমি অঞ্চলের মানুষের জীবনধারার মধ্যে কত পার্থক্য । মানুষের জীবনে পর্বতের প্রভাব, মানুষের জীবনে মালভূমির প্রভাব, মানুষের জীবনে ...

সমভূমি (Plains)

সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে (৩০০ মিটারের মধ্যে) অবস্থিত সমতল স্থলভাগকে সমভূমি বলে। সমভূমির উৎপত্তি ও শ্রেণিবিভাগ, প্লাবনসমভূমি বা বন্যাগঠিত ভূমি, ব-দ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, লোয়েস সমভূমি, পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট সৃষ্টির কারণ ...

মালভূমি (Plateau)

সাধারণত যে বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু প্রায় ৩০০ মিটার,অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয় । মালভূমির আকার ও আকৃতি, মালভূমির গঠন, ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য, ছোটনাগপুর মালভূমির বিবর্তন ...

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর : মালভূমি ও মালভূমির উৎপত্তি

মালভূমি ও মালভূমির উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর : পর্বত ও পর্বতের উৎপত্তি

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর - পর্বত ও পর্বতের উৎপত্তি

প্রশ্ন:- ১ ভঙ্গিল পর্বত (Fold Mountain) কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর :-