এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 13:05

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ : ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

(১) নর্মদা নদী : নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক (১,০৫৭ মিটার) থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে গুজরাটের ব্রোচের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । নর্মদা নদীর দৈর্ঘ্য ১,৩১০ কিলোমিটার ।

(২) তাপ্তি নদী : তাপ্তি নদী ভারতের মহাদেব পর্বতের মুলতাই -এর কাছে প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা পার হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । তাপ্তির প্রধান উপনদী পূর্ণা । তাপ্তি নদীর দৈর্ঘ্য ৭২৪ কিমি ।

*****

Related Items

নদীর গতি (Courses of the River)

নদীর গতি (Courses of the River) : উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তীর্ণ গতিপথে ভূমির ঢাল ও জলপ্রবাহের বৈশিষ্ট্য অনুসারে নদীর গতিকে তিন ভাগে ভাগ করা যায় । যথা— (১) উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, (২) মধ্যগতি বা সমভূমি প্রবাহ, (৩) নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ ।

নদী (River)

যে সকল বাহ্যিক প্রাকৃতিক শক্তি (exogenetic forces) ভূমিরূপের ক্রমাগত পরিবর্তন ঘটিয়ে চলেছে নদী তাদের মধ্যে প্রধানতম ।

বহির্জাত প্রক্রিয়া ও এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Exogenetic Processes and resultant Landforms)

বহির্জাত শক্তি (Exogenetic forces) :- যেসব প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন— নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে, তাদেরকে বা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

 ১. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—   [মাধ্যমিক-২০১৮]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. ভারতের নবীনতম রাজ্যটি হল—                [মাধ্যমিক-২০১৭]