এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 12:58

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ : এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

(১) গঙ্গা : গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মোহনার কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বঙ্গোপসাগরে পড়েছে । যমুনা, শোন, চম্বল, গন্ডক, ঘর্ঘরা প্রভৃতি গঙ্গার উল্লেখযোগ্য উপনদী । গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার ।

(২) ব্রহ্মপুত্র : ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে বয়ে গিয়ে হিমালয়ের পূর্ব সিমান্তে এসে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৭২০ কিমি ।

(৩) সিন্ধু : সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পরে দক্ষিণে বেঁকে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে । সিন্ধু নদের দৈর্ঘ্য ২,৮০০ কিমি ।

(৪) মেকং : চিন সাধারণতন্ত্রের অন্তর্গত কুয়েনলুন পর্বতের দক্ষিণ দিকে ইয়াংসি কিয়াং নদীর উৎসের কাছে থেকে উৎপন্ন হয়ে মেকং নদীটি থাইল্যান্ডের পূর্ব দিক দিয়ে দক্ষিণ-পূর্বে বয়ে গিয়ে দক্ষিণ চিন সাগরে পড়েছে ।

(৫) ইরাবতী : ইরাবতী নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৬) সালুয়েন : সালুয়েন নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৭) টাইগ্রিস : টাইগ্রিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে ইউফ্রেটিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও এরপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

(৮) ইউফ্রেটিস : ইউফ্রেটিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে টাইগ্রিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও তারপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

*****

Related Items

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও ।

প্রশ্ন : উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫ - ১০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয় ।