'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 07:53

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

উঃ কবি অজিত দত্তের লেখা 'নোঙর' কবিতাটি একটি প্রতীক ধর্মী কবিতা । কবি অজিত দত্তের রোমান্টিক মন প্রাচীনকালের সওদাগরদের মতো বাণিজ্যতরী সাজিয়ে অর্থাৎ তাঁর সাহিত্যকর্ম নিয়ে সপ্তসিন্ধু পারে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি দিতে চান । সুদূরের হাতছানি কবিকে সর্বদা আহ্বান করে । এই আহ্বানে সাড়া দিয়ে কবি সারারাত ধরে দাঁড টানেন কিন্তু 'নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে' । অর্থাৎ জীবনের নৌকা, দায়-দায়িত্ব পূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে ।

মানুষের জীবন যেন এক বাণিজ্যতরী । এই বাণিজ্যতরীতে পসরা সাজিয়েই মানুষ জীবনের পথে অগ্রসর হয় । এই অগ্রসর হওয়ার জন্য মানুষের উদ্যম, উদ্যোগ, কর্মচঞ্চলতা নৌকার দাঁড়ের মতো কাজ করে বা সাহায্য করে । কিন্তু মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয় । প্রতি মুহূর্তে নানা বাধা, নানান প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তাঁর কর্মপ্রচেষ্টাকে স্তব্ধ করে দেয় । এর ফলে পণ্য ভরা বাণিজ্যতরী জীবনের ঘাটে ঘাটে পৌঁছে দিতে পারে না । তাই কবি  আক্ষেপের সুরে বলেন, আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে ।

*****

Comments

Related Items

ধ্বনি ও ধ্বনি পরিবর্তন

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা

ধাতু ও প্রত্যয়

ক্রিয়াপদের অবিভাজ্য অংশকে বলা হয় ধাতু । অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙতে ভাঙতে যখন আর ভাঙা যায় না, তখন সেই অবিভাজ্য অংশটি হল ধাতু ।

উপসর্গ ও অনুসর্গ

যেসব অব্যয় বা শব্দখণ্ড কোনো ধাতুর বা শব্দের আগে বসে ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ দান করে সেই অব্যয় বা শব্দখণ্ডকে উপসর্গ বলে ।

শব্দ গঠন (Word Composition)

ভূমিকা :- যেকোনো ভাষার মূল উপাদান হল শব্দ । তাই ভাষাকে সমৃদ্ধ করতে হলে তার শব্দসম্পদও বাড়াতে হবে । নতুন নতুন শব্দ গঠন করে ভাষাতে যোগান দিতে হবে । শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হয় ভাষাও তত সমৃদ্ধ হয় । সেইজন্য নিত্য নতুন শব্দ গঠন করা প্রয়োজন । আমাদের বাংলা ভাষাতেও নতুন শব্দ গঠনের বিভিন্ন