'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 20:10

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের চরিত্রগুলোর মধ্যে রাজশ্যালকের ভূমিকা বেশ সক্রিয় ও যথাযথভাবে উপস্থাপিত হয়েছে । ধীবরের কাছে আংটিটি পেয়ে রক্ষীগণ যেভাবে তাকে চোর বলে প্রতিপন্ন করেছিল রাজশ্যালক তা করেন নি । তিনি একজন নগর রক্ষায় দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তি । তাই সরাসরি তিনি ধীবরকে চোর বলতে পারেন নি । তিনি মহারাজের আদেশের জন্য অপেক্ষা করেছেন এবং ধীবরকে কথা বলার সুযোগ দিতে চেয়েছেন । রাজ আদেশ পাওয়া মাত্রই ধীবরকে ছেড়ে দিয়ে রাজার প্রতি আনুগত্যের পরিচয় দিয়েছেন । শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে, তা বুঝতে পেরে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন । তিনি ধীবর কে তাঁর একজন বিশিষ্ট বন্ধু বলেও গ্রহণ করেছেন । এইভাবে নাট্যধর্মের প্রয়োগ সার্থকভাবে ঘটানোর জন্য রাজশালকের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় । 

*****

Comments

Related Items

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

**************************

খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে ।

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ।

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

নোঙর — অজিত দত্ত

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

************************************

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে

বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো

গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

**********************************

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ।।

ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।।

নিমেষেকে জোড়ে মেঘ গগন-মন্ডল ।