বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ

Submitted by avimanyu pramanik on Fri, 03/12/2021 - 22:41

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন—                [মাধ্যমিক-২০১৭]       

    (ক) চুয়াড় বিদ্রোহের       (খ) কোল বিদ্রোহের     (গ) সাঁওতাল হুলে      (ঘ) মুন্ডা বিদ্রোহের 

২. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—      [মাধ্যমিক-২০১৭]

    (ক) দুটি স্তরে      (খ) তিনটি স্তরে      (গ) চারটি স্তরে       (ঘ) পাঁচটি স্তরে 

৩. কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল—        [মাধ্যমিক-২০১৮]

     (ক) মেদিনীপুরে       (খ) ঝাড়গ্রামে      (গ) ছোটোনাগপুরে      (ঘ) রাঁচিতে

৪. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়—        [মাধ্যমিক-২০১৮]

    (ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে       (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে       (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

৫.  তিতুমিরের প্রকৃত নাম ছিল—              [মাধ্যমিক-২০১৯]

     (ক) চিরাগ আলি       (খ) হায়দর আলি       (গ) মির নিসার আলি      (ঘ) তোরাপ আলি

৬. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন—         [মাধ্যমিক-২০১৯]

    (ক) রানি কর্ণাবতী       (খ) রানি শিরোমণি       (গ) দেবী চৌধুরানী       (ঘ) রানী দুর্গাবতী

***********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-

১. ভারতবর্ষে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রথম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

    (ক) ১৮৫০ খ্রিস্টাব্দে     (খ) ১৮৬২ খ্রিস্টাব্দে      (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে    (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

২. বনাঞ্চলের আইনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল—

    (ক) এলাকা চাষ     (খ) ধাপ চাষ      (গ) ঝুম চাষ      (ঘ) জঙ্গল চাষ

৩. ১৯২৭ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় ?    

     (ক) দুটি স্তরে      (খ) তিনটি স্তরে      (গ) চারটি স্তরে       (ঘ) পাঁচটি স্তরে

৪. রংপুর কৃষক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?

    (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে       (খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে      (গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে      (ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে

৫. রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে শুরু হয় ?

    (ক) মহম্মদ রেজা খাঁ      (খ) সিতাব রায়      (গ) দর্পনারায়ণ ঠাকুর      (ঘ) দেবী সিংহ

৬. রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

    (ক) নুরুলউদ্দিন       (খ) দেবী সিংহ       (গ) সিধু       (ঘ) বিরসা মুণ্ডা 

৭. ডিমলার জমিদার কে ছিলেন ?

    (ক) জগদীশ্বরী চৌধুরানি     (খ) দয়ারাম শীল     (গ) গৌরমোহন চক্রবর্তী     (ঘ) জয়দুর্গা চৌধুরানি

৮. 'চুয়াড়' শব্দের অর্থ কি ?

     (ক) কৃষক      (খ) সহায়ক      (গ) বর্বর      (ঘ) বিদ্রোহী

৯. ধাদকার শ্যামগঞ্জন কোন বিদ্রোহের নেতা ছিলেন ?

     (ক) মুন্ডা বিদ্রোহের     (খ) সাঁওতাল বিদ্রোহের     (গ) চুয়াড় বিদ্রোহের      (ঘ) নীল বিদ্রোহের

১০. কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি ছিল ?

      (ক) কোল বিদ্রোহ      (খ) ভিল বিদ্রোহ       (গ) রংপুর বিদ্রোহ      (ঘ) চুয়াড় বিদ্রোহ

১১. মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

      (ক) রাজমাতা বিনন্দন      (খ) রানি দুর্গাবতী      (গ) রানি শিরোমণি      (ঘ) রানি লক্ষ্মীবাঈ

১২. মোহনলাল কোন বিদ্রোহের নেতা ছিলেন ?

      (ক) চুয়াড় বিদ্রোহের      (খ) কোল বিদ্রোহের     (গ) ভিল বিদ্রোহের      (ঘ) সাঁওতাল বিদ্রোহের

১৩. চুয়াড় বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল—

      (ক) ওড়িশা      (খ) পাবনা       (গ) মেদনীপুর       (ঘ) রাঁচি

১৪. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

      (ক) কোল বিদ্রোহ      (খ) চুয়াড় বিদ্রোহ      (গ) সাঁওতাল বিদ্রোহ     (ঘ) মুন্ডা বিদ্রোহ

১৫. 'দিকু' কথার অর্থ কি ?

      (ক) পাওনাদার      (খ) আপনজন      (গ) বহিরাগত     (ঘ) শত্রু

১৬. 'দামিন-ই-কোহ' বলতে কি বোঝায় ?

      (ক) দিনাজপুর     (খ) হুগলি     (গ) উত্তর ২৪ পরগনা     (ঘ) পাহাড়ে পাদদেশ

১৭. সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

      (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে     (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে      (গ) ১৮৫০ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

১৮. 'হুল' কথাটির অর্থ হল—

      (ক) বিদ্রোহ       (খ) আনুগত্য প্রদর্শন      (গ) স্বাধীনতার জন্য লড়াই       (ঘ) সামরিক আক্রমণ

১৯. সিধু, কানহু, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমূখরা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

      (ক) মুন্ডা বিদ্রোহ     (খ) সাঁওতাল বিদ্রোহ     (গ) কোল বিদ্রোহ     (ঘ) ভিল বিদ্রোহ

২০. কোন বিদ্রোহ 'উলগুলান' নামে পরিচিত ?

      (ক) মুন্ডা বিদ্রোহ     (খ) সাঁওতাল বিদ্রোহ     (গ) কোল বিদ্রোহ     (ঘ) ভিল বিদ্রোহ

২১. 'মুণ্ডা বিদ্রোহ' কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

      (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে     (খ) ১৮৬৯ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে

২২. মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

      (ক) কালো প্রামাণিক       (খ) সিধু       (গ) বিরসা মুন্ডা      (ঘ) ভবানী মুন্ডা

২৩. মুন্ডাদের কাছে 'ভাগবান' রূপে আখ্যায়িত হন—

      (ক) বিরসা মুন্ডা      (খ) সুই মুন্ডা       (গ) সিধু      (ঘ) বীর সিং

২৪. 'খুঁৎকাঠি' প্রথা কি ?

      (ক) খাস জমির মালিকানা     (খ) জমিদারি প্রথা       (গ) জমির যৌথ মালিকানা       (ঘ) বেগার প্রথা

২৫. 'খুঁৎকাঠি' প্রথা কোন সমাজে প্রচলিত ছিল ?

      (ক) সাঁওতাল      (খ) মুন্ডা     (গ) কোল      (ঘ) ভিল

২৬. ছোটোনাগপুরের প্রজাস্বন্ত্ব আইন কত খ্রিস্টাব্দে পাস হয় ?

      (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে       (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে       (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে

২৭. করম শাহ -র মৃত্যুর পর পাগলপন্থী আন্দোলনকে নেতৃত্ব দেন কে ?

      (ক) মজনু শাহ     (খ) টিপু শাহ      (গ) হোসেন শাহ      (ঘ) ইলিয়াস শাহ

২৮. পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল ?

       (ক) ফরিদপুর      (খ) রংপুর     (গ) ময়মনসিংহ      (ঘ) পাবনা

২৯. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

       (ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে      (খ) ১৭৬৩ খ্রিস্টাব্দে      (গ) ১৭৭২ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

৩০. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল ?

      (ক) রাজশাহিতে      (খ) রংপুরে     (গ) ঢাকায়      (ঘ) ফরিদপুরে

৩১. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতা হলেন —

      (ক) দেবী সিংহ     (খ) জোয়া ভগত      (গ) চিরাগ আলি       (ঘ) বিদ্যাধর মহাপাত্র

৩২. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঘটনা কোন উপন্যাসে উল্লেখ আছে ?

      (ক) সৌদামিনী     (খ) কমলাকান্তের দপ্তর     (গ) পথের দাবী       (ঘ) আনন্দমঠ

৩৩. মজনু শাহ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

       (ক) চুয়াড় বিদ্রোহ       (খ) কোল বিদ্রোহ       (গ) সাঁওতাল বিদ্রোহ       (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ 

৩৪. সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে 'হিন্দুস্থানের যাযাবর' ও 'পেশাদার ডাকাতদের উপদ্রব' বলে চিহ্নিত করেছেন কে ?

      (ক) লর্ড ওয়ারেন হেস্টিংস     (ক) লর্ড ক্যানিং      (গ) লর্ড ওয়েলেসলি      (ঘ) লর্ড কার্জন   

৩৫. 'ওয়াহাবি' শব্দের অর্থ হল—

       (ক) নবজাগরণ      (খ) কর্তব্য       (গ) নির্দেশ      (ঘ) ইসলামের শুদ্ধিকরণ

৩৬. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা  কে ছিলেন ?

       (ক) আব্দুল ওয়াহাব       (খ) তিতুমির      (গ) শরিয়ৎউল্লাহ       (ঘ) সৈয়দ আহমেদ

৩৭. বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

       (ক) তিতুমির      (খ) দুদুমিঞা      (গ) মীর মোশারফ হোসেন       (ঘ) শরিয়ৎউল্লাহ

৩৮. 'জমি আল্লাহর দান' —কে বলেছিলেন ?

       (ক) তিতুমির       (খ) গোলাম মাসুম      (গ) শরিয়ৎউল্লাহ      (ঘ) দুদুমিঞা

৩৯. বাঁশের কেল্লা নির্মাণ করেন—

      (ক) কৃষ্ণদেব রায়      (খ) টিপু সুলতান       (গ) তিতুমির      (ঘ) দুদুমিঞা

৪০. তিতুমির কর্তৃক প্রতিষ্ঠিত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

      (ক) সৈয়দ আহমেদ       (খ) গোলাম মাসুম       (গ) মৈনুদ্দিন      (ঘ) তিতুমির

৪১. বাংলায় তারিক-ই-মহম্মদীয়া ভাবধারা কে প্রচার করেন ?

      (ক) টিপু শাহ      (খ) তিতুমির       (গ) হাজি শরিয়ৎউল্লাহ       (ঘ) দুদুমিঞা

৪২. তিতুমিরের সেনাপতির নাম কি ছিল ?

      (ক) গোলাম মাসুম      (খ) মৈনুদ্দিন      (গ) করিম শাহ     (ঘ) টিপু শাহ

৪৩. কৃষ্ণদেব রায় কে ছিলেন ?

       (ক) পাকুরের জমিদার       (খ) পুঁড়ার জমিদার      (গ) নাড়াগোলের জমিদার       (ঘ) যশোরের জমিদার

৪৪. 'তারিখ-ই-মহম্মদিয়া' কথাটির অর্থ হল—

      (ক) ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য     (খ) হজরত মহম্মদ নির্দেশিত পথ     (গ) ইসলামের জয়     (ঘ) কোরান নির্দেশিত পথ

৪৫. 'পবিত্র কোরানে ফিরে যাও'— কে বলেছেন ?

       (ক) তিতুমির      (খ) শরিয়ৎউল্লাহ      (গ) দুদুমিঞা      (ঘ) সৈয়দ আহমেদ

৪৬. তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন ?

      (ক) নারকেলবেড়িয়ায়      (খ) ফরিদপুরে      (গ) বাহাদুরপুরে      (ঘ) পুড়া গ্রামে

৪৭. দুদুমিঞার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল ?

      (ক) নারকেলবেড়িয়া      (খ) ফরিদপুর     (গ) বাহাদুরপুর      (ঘ) মুর্শিদাবাদ

৪৮. 'জমির মালিক ঈশ্বর' — এই কথাটি কে প্রচার করেন ?

       (ক) হাজি শরিয়ৎউল্লাহ      (খ) দুদুমিঞা     (গ) তিতুমির      (ঘ) সৈয়দ আহমেদ

৪৯. 'যারা জমি চাষ করছে জমি তাদেরই' — এই কথাটি কে প্রচার করেন ?

      (ক) হাজি শরিয়ৎউল্লাহ      (খ) সৈয়দ আহমেদ     (গ) তিতুমির      (ঘ) দুদুমিঞা

৫০. নোয়া মিঞার আসল নাম কি ?

      (ক) মহম্মদ মুসিন      (খ) মির নিসার আলি     (গ) মহম্মদ হাডি     (ঘ) আবদুল গফুর

৫১. ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল ?

      (ক) বসিরহাট      (খ) নারকেলবেড়িয়া      (গ) বাহাদুরপুর      (ঘ) জালালাবাদ

৫২. নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

      (ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে     (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে     (গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

৫৩. নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?

      (ক) চৌগাছা গ্রামে      (খ) নারকেলবেড়িয়া গ্রামে     (গ) বাহাদুরপুরে      (ঘ) বসিরহাটে

৫৪. 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত কে ?   

      (ক) বিষ্ণুচরণ বিশ্বাস    (খ) টিপু শাহ     (গ) রামরতন মল্লিক     (ঘ) বিরসা মুন্ডা

৫৫. 'নীল দর্পণ' নাটকের রচয়িতা কে ?

      (ক) দীনবন্ধু মিত্র      (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       (গ) মধুসূদন দত্ত       (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়   

৫৬. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ?

       (ক) দীনবন্ধু মিত্র      (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       (গ) মধুসূদন দত্ত      (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

৫৭.  'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে নিজ নামে প্রকাশ করেন ?

       (ক) জন ক্লার্ক মার্শম্যান     (খ) রেভারেন্ড জেমস লঙ      (গ) উইলিয়াম জোন্স      (ঘ) এইচ এইচ উইলসন

৫৮. 'নীলদর্পণ' নাটককে হ্যারিয়েট বিচার স্টো-র নাটক 'আংকেল টমস কেবিন' -এর সঙ্গে তুলনা করেছেন কে ?

       (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (খ) মধুসূদন দত্ত      (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়     (ঘ) এইচ টি প্রিন্সেপ 

৫৯. 'ইন্ডিগো কমিশন' বা 'নীল কমিশন' কবে গঠিত হয় ?

      (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে     (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে     (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে

৬০. নীলচুক্তি আইন কত খ্রিস্টাব্দে বাতিল বলে ঘোষণা করা হয় ?

      (ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে     (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে     (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে 

৬১. রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে ?

      (ক) ১৮৭২ খ্রিস্টাব্দ     (খ) ১৮৮০ খ্রিস্টাব্দ     (গ) ১৮৮৫ খ্রিস্টাব্দ      (ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দ

৬২. নীল বিদ্রোহের উৎস চৌগাছা গ্রাম কোন জেলায় অবস্থিত ছিল ?

      (ক) নদিয়া জেলায়      (খ) যশোহর জেলায়      (গ) ফরিদপুর জেলায়      (ঘ) খুলনা জেলায়

৬৩. নীল কমিশন কার উদ্যোগে গঠিত হয় ?

       (ক) জে পি গ্রান্ট       (খ) লর্ড রিপন      (গ) আলেকজান্ডার ডাফ      (ঘ) লর্ড লিটন 

৬৪. নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

       (ক) মহেশ বন্দোপাধ্যায়     (খ) কাদের মোল্লা      (গ) দিগম্বর বিশ্বাস      (ঘ) বিশ্বনাথ সর্দার

৬৫. ভারতের প্রথম নীলকর ছিলেন—

       (ক) জেমস মিল       (খ) জোনাথন ডানকান       (গ) লুই বোনার্ড      (ঘ) আলেকজান্ডার ডাফ

৬৬. পাবনার কৃষক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?

        (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে      (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

৬৭. পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ?

       (ক) ঈশানচন্দ্র রায়      (খ) চাঁদ      (গ) ভৈরব       (ঘ) দিগম্বর বিশ্বাস

৬৮. 'মেদিনীপুরের লক্ষীবাঈ' নামে পরিচিত ছিলেন—

       (ক) রানি রাসমণি      (খ) রানি দুর্গাবাঈ     (গ) রানি শিরোমণি      (ঘ) রানি তারাবাঈ

৬৯. মুন্ডাদের প্রভাবে ওঁরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হল—

       (ক) খেড়া সত্যাগ্রহ      (খ) খেরওয়াড়ি       (গ) তানাভকৎ আন্দোলন      (ঘ) কোল বিদ্রোহ 

৭০. 'The Santal insurrection of 1855-57' গ্রন্থটি কে রচনা করেছিলেন ?

      (ক) ধীরেন্দ্রনাথ বাস্কে      (খ) রমেশচন্দ্র মজুমদার      (গ) কালিকিংকর দত্ত       (ঘ) অরূপ হাঁসদা

৭১. ভিল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

      (ক) ১৮১৯ খ্রিস্টাব্দে     (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে      (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

৭২. তিন কাঠিয়া প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে —

      (ক) ভিল বিদ্রোহ     (খ) ফরাজি আন্দোলন     (গ) পাবনার কৃষক বিদ্রোহ      (ঘ) নীল বিদ্রোহ 

৭৩. রায়তওয়ারি অঞ্চলে রাজস্বের হার কত বছর অন্তর পরিবর্তিত হত ?

      (ক) 30 বছর     (খ) ৩৫ বছর      (গ) ৪০ বছর      (গ) ৪৫ বছর

৭৪. সাঁওতাল বিদ্রোহের ঘটনার কথা কোন উপন্যাসে উল্লিখিত আছে ?

      (ক) 'লালমাটি' উপন্যাসে     (খ) 'আরণ্যক' উপন্যাসে     (গ) 'ঋজুদার সাথে জঙ্গলে' নামক উপন্যাসে     (ঘ) 'গণদেবতা' উপন্যাসে

৭৫. 'Telegraph War' বলে কোন বিদ্রোহ বিখ্যাত ছিল ?

      (ক) নীল্ বিদ্রোহ       (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ      (গ) সাঁওতাল বিদ্রোহ      (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দের দাক্ষিণাত্য বিদ্রোহ

৭৬. 'ধরতি আবা' কথাটির অর্থ কি ?

       (ক) পৃথিবীর পিতা      (খ) পৃথিবীর ভগবান       (গ) পৃথিবীর মালিক      (ঘ) বিদ্রোহী নেতা

৭৭. নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল কোন সংবাদপত্র ?

       (ক) সংবাদ প্রভাকর      (খ) হিন্দু প্যাট্রিয়ট      (গ) অমৃত বাজার      (ঘ) বঙ্গদর্শন

৭৮. জগন্নাথ ধল কোথাকার রাজা ছিলেন ?

       (ক) ঘাটশিলা     (খ) কর্ণগড়      (গ) রামগড়      (ঘ) লালগড়

৭৯. কৃত্রিম নীল রং কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ?

       (ক) ১৮৯৮ খ্রিস্টাব্দে     (খ) ১৮৯৯ খ্রিস্টাব্দে     (গ) ১৯০০ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯০১ খ্রিস্টাব্দে

৮০. ভারতে প্রথম নীল চাষ শুরু করেন কে ?

       (ক) ক্যাপ্টেন টমাস     (খ) ডেইট্রিক ব্রান্ডিস      (গ) লুই বোনার্ড      (ঘ) ক্যারল ব্লুম 

৮১. বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ?   

    (ক) দুদুমিঞা       (খ) দিগম্বর বিশ্বাস      (গ) তিতুমির       (ঘ) বিরসা মুন্ডা  

******

Comments

Related Items

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

প্রশ্ন : বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন : বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

প্রশ্ন : বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

প্রশ্ন : কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

প্রশ্ন : ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?