পরিবেশের জন্য ভাবনা

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 21:54

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : পরিবেশের জন্য ভাবনা

1. ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান --

A. 1000 মি       B. 1000কিমি    C. 1000 ফুট      D. 750 মি

 

2. বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো --

A. স্ট্রাটোস্ফিয়ার      B. মেসোস্ফিয়ার     C. থার্মোস্ফিয়ার   D. ট্রপোস্ফিয়ার

 

3. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ---

A. 0.5°C     B. 0.05 °C    C. 0°C      D. 1°C 

 

4. সৌর শক্তির উৎস হচ্ছে ---

A. নিউক্লিয় বিভাজন    B.নিউক্লিয় সংযোজন    C. পেট্রোলিয়াম    D. কয়লা

 

5. বায়োগ্যাসের মূল উপাদান টি হল --

A. CO2   B. CH4     C. H2    D. H2S

 

6. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?

A. মিথেন     B. জলীয়বাষ্প       C. কার্বন-ডাই-অক্সাইড       D. অক্সিজেন

 

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

1. বায়ুমণ্ডল কাকে বলে ?

Answer: পৃথিবীকে ঘিরে বায়ুর যে আবরণ আছে তাকে বালে বায়ুমণ্ডল ।

2. কোথায় মেরুজ্যোতি দেখা যায় ?

Answer: আয়োনোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় ।

3. জ্বালানি কি ?

Answer: যেসব যে সকল পদার্থ বাতাসে অক্সিজেনের পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাদের জ্বালানি বলে ।

4. ভু উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ?

Answer: উষ্ণতা বৃদ্ধির ফলে আবহাওয়ায় অনেক পরিবর্তন ঘটবে প্রবল বন্যা খরা ঝড়ঝঞ্জা ইত্যাদি হবে এছাড়া মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলব ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে ডুবিয়ে দেবে ।

5. UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণু টি ওজোন গ্যাস কে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?

Answer: UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে ক্লোরিন (Cl) পরমাণু নির্গত হয়  যা ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ।

6. বায়ো গ্যাসের মুখ্য উপাদান কি ?

Answer: বায়ো গ্যাসের মুখ্য উপাদান হল মিথেন (CH4) ।

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ( নিচের প্রশ্নগুলি 2 - 3 বাক্যে উত্তর দাও)

1. বায়ুমণ্ডলের উপাদান গুলি কি ?

2. উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এর নাম গুলি লেখ ।

3. মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তরের দুটি ক্ষতিকারক প্রভাব লেখ ।

4. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখ ।

5. বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখ ।

6. কোন জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি ?

 

 

 

Comments

Related Items

তাপের ঘটনাসমূহ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ- পদার্থ কে উত্তপ্ত করলে তার ---, পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --, γr, γa এবং γg এর মধ্যে সম্পর্ক টি হল ---, গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

রাসায়নিক গণনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি সঠিক সেটি লেখ, যে কোন রাসায়নিক বিক্রিয়ার পর ভর ও শক্তির মোট পরিমাণ --, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো ---, 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন ?, গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আণবিক ভর (M) ...

গ্যাসের আচরণ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : চার্লসের সূত্রে ধ্রুবক হল --, বয়েলের সূত্রে ধ্রুবক হল --, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---, পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---, গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---, নিচের কোনটি চাপের SI একক ?, --

Class X Physical Science and Environment (New Syllabus)

পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলো তড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ধাতুবিদ্যা, পরমাণুর নিউক্লিয়াস, জৈব রসায়ন

কৃত্রিম পলিমার ব্যবহারের সমস্যা ও নিয়ন্ত্রণ

কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে ...