বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

Submitted by avimanyu pramanik on Tue, 06/15/2021 - 16:09

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের ভূপ্রকৃতি

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

 ১. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—   [মাধ্যমিক-২০১৮]

     (ক) খাদার     (খ) ভাঙ্গর     (গ) ভাবর     (ঘ) বেট

মাধ্যমিকের সম্ভাব্য বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. পূর্ব হিমালয়ের একটি গিরিপথ—

    (ক) জোজি লা      (খ) নাথু লা      (গ) ইউল লা      (ঘ) বাম লা

২. ভূস্বর্গ নামে পরিচিত—

    (ক) ইম্ফল উপত্যকা     (খ) কাশ্মীর উপত্যকা      (গ) দুন উপত্যকা     (ঘ) এলির কোনোটিই নয়

৩. সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত তা হল—

     (ক) কারাকোরাম     (খ) পিরপঞ্জাল      (গ) জাস্কর      (ঘ) কাশ্মীর

৪. পূর্বাচলের অন্তর্গত হল— 

    (ক) হিমাদ্রি      (খ) পাটকই      (গ) পিরপঞ্জাল      (ঘ) হিমাচল

৫. মিষ্টি জলের হ্রদ —

    (ক) চিলকা     (খ) সম্বর      (গ) ডাল     (ঘ) ভেম্বানাদ

৬. মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে—

     (ক) মালাবার উপকূল     (খ) কঙ্কন উপকূল      (গ) করমন্ডল উপকূল      (ঘ) উত্তর সরকার উপকূল

৭. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল—

    (ক) পরেশনাথ      (খ) আর্মাকোন্ডা      (গ) আনাইমুদি      (ঘ) দোদাবেতা

৮. উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলে—

    (ক) ভাবর       (খ) ভাঙ্গর       (গ) খাদার       (ঘ) তরাই

৯. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ—

    (ক) ধূপগড়      (খ) মাউন্ট আবু       (গ) গুরুশিখর      (ঘ) গোর্গাবুরু

১০. ভারতের বৃহত্তম কয়ালটি হল—

      (ক) অষ্টমুদি       (খ) কোলেরু       (গ) চিলকা        (ঘ) ভেম্বানাদ

১১. ইম্ফল উপত্যকা অবস্থিত—

      (ক) আসামে     (খ) মণিপুরে      (গ) মিজোরামে      (ঘ) মেঘালয়ে

১২. কুলা কাংড়ি হিমালয়ের যে অংশের সর্বোচ্চ শৃঙ্গ তা হল—

      (ক) দার্জিলিং      (খ) পূর্বাচল      (গ) অরুণাচল     (ঘ) ভুটান

১৩. ভারতের সাতপুরা কি ধরনের পর্বতের উদাহরণ ?

       (ক) স্তুপ পর্বত      (খ) আগ্নেয় পর্বত     (গ) ক্ষয়্জাত পর্বত     (ঘ) ভঙ্গিল পর্বত

১৪. পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে—

      (ক) তাল     (খ) ধান্দ      (গ) কয়াল     (ঘ) পুকুর

১৫. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল—

      (ক) কারাকোরাম     (খ) লাচুলাং লা     (গ) তাংলাং লা     (ঘ) নাথু লা

১৬. ভারতের উচ্চতম মালভূমি—

       (ক) মেঘালয়      (খ) লাদাখ      (গ) পামীর      (ঘ) তিব্বত

১৭. ভারতের পশ্চিমঘাট পর্বত একটি—

      (ক) স্তুপ পর্বত      (খ) ভঙ্গিল পর্বত      (গ) ক্ষয়জাত পর্বত      (ঘ) আগ্নেয় পর্বত

১৮. আরাবল্লি পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলে—

       (ক) রোহি      (খ) বাগার      (গ) হামাদা       (ঘ) মরুস্থলী

১৯. পুনের কাছে কোন গিরিপথ অবস্থিত ?

      (ক) থলঘাট       (খ) পালঘাট      (গ) ভোরঘাট     (ঘ) জোজিলা

২০. 'মালাই' শব্দের অর্থ হল—

      (ক) গিরিপথ      (খ) হ্রদ      (গ) মালভূমি      (ঘ) পাহাড়

২১. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম—

      (ক) বাগার      (খ) হামাদা      (গ) রোহি      (ঘ) ধান্দ

২২. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল—

      (ক) স্যাডেল পিক      (খ) হ্যারিয়েট      (গ) থুলিয়ের      (ঘ) নিকোবর

২৩. হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মণিকরণ অবস্থিত—

      (ক) উত্তরাখণ্ডে      (খ) হিমাচল প্রদেশে      (গ) সিকিমে      (ঘ) কাশ্মীরে

২৪. কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে, তা হল—

      (ক) ধওলাধর ও পিরপঞ্জাল      (খ) জাস্কর ও কারাকোরাম      (গ) গাড়োয়াল ও কুমায়ুন      (ঘ) জাস্কর ও পিরপঞ্জাল

২৫. কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ হল—

      (ক) মিরিক ও ছাঙ্গু      (খ) নৈনিতাল ও সাততাল     (গ) ডাল ও উলার      (ঘ) সম্বর ও রান

২৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —

      (ক) মহেন্দ্রগিরি      (খ) জিন্দাগাদা      (গ) কলসুবাই      (ঘ) দোদাবেতা

২৭. মালাবার উপকূলীয় সমভূমি কোন রাজ্যে অবস্থিত ?

      (ক) কেরালা      (খ) কর্ণাটক      (গ) গোয়া      (ঘ) তামিলনাড়ু

২৮. জম্মু ও শ্রীনগরের মধ্যে অবস্থিত গিরিপথের নাম কি ?

       (ক) নাথুলা       (খ) বানিহাল      (গ) জোজিলা      (ঘ) বুন্দিলপির

২৯. ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় হল—

      (ক) রাজমহল      (খ) পরেশনাথ      (গ) বিহারীনাথ      (ঘ) মহাবালেশ্বর

৩০. পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল —

       (ক) মাউন্ট এভারেস্ট      (খ) K2      (গ) কাঞ্চনজঙ্ঘা      (ঘ) সান্দাকফু

৩১. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ—

       (ক) মাউন্ট এভারেস্ট      (খ) গডউইন অস্টিন       (গ) কাঞ্চনজঙ্ঘা      (ঘ) লিওপারগেল 

৩২. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ—

      (ক) নামচা বারওয়া       (খ) সান্দাকফু      (গ) নাঙ্গা পর্বত      (ঘ) কারাকোরাম

৩৩. লাদাখ ও জাস্কর পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম—

       (ক) গঙ্গা       (খ) শতদ্রু       (গ) বিপাশা      (ঘ) সিন্ধু

৩৪. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ—

       (ক) চিলকা      (খ) ভেমবনাদ      (গ) কোলেরু      (ঘ) পুলিকট

৩৫. কয়াল বা লেগুন দেখা যায়—

       (ক) করমন্ডল উপকূলে     (খ) উত্তর সরকার উপকূলে      (গ) মালাবার উপকূলে      (ঘ) কোঙ্কন উপকূলে

৩৬. 'মালনাদ' কথার অর্থ কি ?

       (ক) মরুভূমির দেশ      (খ) পাহাড়ি দেশ      (গ) মৃতের দেশ      (ঘ) নদীর দেশ

৩৭. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল —

      (ক) মাউন্ট এভারেস্টে     (খ) নন্দাদেবী      (গ) মাউন্ট K2      (ঘ) কাঞ্চনজঙ্ঘা

৩৮. 'ময়দান' কথাটির অর্থ হল—

       (ক) পাহাড়ি অঞ্চল     (খ) তরঙ্গায়িত উচ্চভূমি     (গ) সমভূমি      (ঘ) পার্বত্য ভূমি

৩৯. কয়াল দেখা যায় কোন রাজ্যে ?

       (ক) কর্ণাটক     (খ) গুজরাট     (গ) ওড়িশা    (ঘ) কেরালা

৪০. লাদাখ মালভূমি প্রধান গিরিপথ হল—

      (ক) খারদুংলা      (খ) জেলপলা      (গ) জোজিলা     (ঘ) বুর্জিলা

৪১. ভোরঘাট গিরিপথটি কোথায় অবস্থিত ?

      (ক) পূর্বঘাট পর্বতে      (খ) হিমালয় পর্বতে     (গ) পশ্চিমঘাট পর্বতে      (ঘ) আরাবল্লি পর্বতে

৪২. মেঘালয়ের গারো পাহাড় এক ধরনের—

      (ক) ক্ষয়্জাত পর্বত      (খ) ভঙ্গিল পর্বত      (গ) স্তুপ পর্বত      (ঘ) আগ্নেয় পর্বত

৪৩. মহারাষ্ট্র মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ?

      (ক) বেলে পাথর      (খ) ব্যাসল্ট      (গ) মার্বেল      (ঘ) গ্রানাইট

৪৪. ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ?

      (ক) গুজরাট       (খ) মহারাষ্ট্র      (গ) হরিয়ানা      (ঘ) রাজস্থান

৪৫. পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত—

      (ক) পালানির কাছে     (খ) নাসিকের কাছে     (গ) মুম্বাইয়ের কাছে      (ঘ) পুনের কাছে

৪৬. পূর্বঘাট পর্বতের অন্য নাম হল—

       (ক) সহ্যাদ্রি      (খ) করমন্ডল      (গ) মলয়াদ্রি      (ঘ) গুরুশিখর

৪৭. ব্রহ্মপুত্রের মাজুলি নদী দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত ?

      (ক) অরুণাচল প্রদেশ      (খ) আসাম     (গ) মণিপুর      (ঘ) ত্রিপুরা \

৪৮. মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে—

       (ক) থেরিস      (খ) বার্খান      (গ) লোয়েস      (ঘ) পেনিপ্লেন

৪৯. হিমালয়ের সর্বোচ্চ অংশটি হল—

      (ক) টেথিস      (খ) হিমাদ্রি      (গ) হিমাচল      (ঘ) শিবালিক

৫০. রাজস্থানের প্লায়া হ্রদ গুলিকে বলা হয়—

      (ক) ধান্দ       (খ) ওয়াদি      (গ) রান      (ঘ) বাজাদা

৫১. আরাবল্লি পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে—

      (ক) বাজাদা      (খ) রোহি       (গ) হামাদা      (ঘ) মরুস্থলি

৫২. বাবাবুদান পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত ?

      (ক) তেলেঙ্গানা     (খ) অন্ধপ্রদেশ      (গ) কেরল     (ঘ) কর্ণাটক

৫৩. ভারতের মরুস্থলীর একমাত্র নদী—

       (ক) লুনি      (খ) সবরমতী      (গ) রোহি      (ঘ) শতরঞ্জ

৫৪. বিন্ধ্য পর্বত একটি—

      (ক) আগ্নেয় পর্বত      (খ) ভঙ্গিল পর্বত      (গ) স্তুপ পর্বত     (ঘ) ক্ষয়জাত পর্বত

৫৫. কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এমন একটি নদী হল—

      (ক) গঙ্গানদী      (খ) সিন্ধু নদ     (গ) ব্রহ্মপুত্র নদ     (ঘ) কৃষ্ণা নদী

৫৬. হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হল—

       (ক) শিবালিক     (খ) হিমাচল      (গ) হিমাদ্রি      (ঘ) টেথিস

৫৭. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম—

      (ক) ভাবর       (খ) খাদার      (গ) ভাঙ্গর      (ঘ) বেট

৫৮. থলঘাট গিরিপথ দেখা যায়—

       (ক) পূর্বঘাট পর্বতে      (খ) পশ্চিমঘাট পর্বতে       (গ) হিমালয় পর্বতে      (ঘ) কারাকোরাম পর্বতে

৫৯. ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলটির নাম—

      (ক) মালাবার উপকূল      (খ) করমন্ডল উপকূল      (গ) উত্তর সরকার উপকূল     (ঘ) কঙ্কন উপকূল

৬০. পশ্চিম উপকূলের দক্ষিণভাগের নাম—

       (ক) করমন্ডল উপকূল      (খ) কঙ্কন উপকূল      (গ) মালাবার উপকূল       (ঘ) উত্তর সরকার উপকূল

৬১. জাস্কর পর্বত দেখতে পাওয়া যায়—

       (ক) শিবালিক হিমালয়ে      (খ) হিমাদ্রি হিমালয়ে      (গ) টেথিস হিমালয়ে      (ঘ) কুমায়ুন হিমালয়ে

৬২. ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল —

       (ক) দিউ      (খ) দমন      (গ) লাক্ষা      (ঘ) ব্যারেন

৬৩. এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর টানেল অবস্থিত—

       (ক) কারাকোরাম পর্বতে      (খ) হিমাদ্রি হিমালয়ে       (গ) পিরপঞ্জাল পর্বতে     (ঘ) শিবালিক হিমালয়ে

৬৪. পিরপঞ্জাল এবং ধওলাধরের মধ্যে রয়েছে—

       (ক) কুলু ভ্যালি      (খ) কাংড়া ভ্যালি      (গ) স্পিতি ভ্যালি     (ঘ) দেরাদুন ভ্যালি 

৬৫. গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ হল —

       (ক) কোহিমা     (খ) দাফাবুম      (গ) নকরেক      (ঘ) আনাইমুদি

৬৬. গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হল—

       (ক) ভেমবানাদ      (খ) চিলকা      (গ) পুলিকট      (ঘ) কোলেরু

৬৭. কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগ কী নামে পরিচিত ?

       (ক) ময়দান      (খ) মালনাদ      (গ) ডেকানট্র্যাপ      (ঘ) ব্যাড ল্যান্ড

৬৮. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায় ?

       (ক) নর্মদা নদী      (খ) তাপ্তি নদী      (গ) লুনি নদী      (ঘ) গঙ্গা নদী

৬৯. শিবালিক হিমালয়ে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয়—

       (ক) তাল       (খ) বেট      (গ) ভাবর       (ঘ) দুন 

৭০. খারদুংলা গিরিপথটি অবস্থিত—

      (ক) হিমাচল প্রদেশে      (খ) জম্মু-কাশ্মীরে      (গ) উত্তরাখণ্ডে      (ঘ) সিকিমে

৭১. গাড়োয়াল হিমালয় যে রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত—

      (ক) অসম      (খ) হিমাচল প্রদেশ      (গ) উত্তরাখণ্ড      (ঘ) জম্মু ও কাশ্মীর

৭২. দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ হল—

      (ক) লাদাখ মালভূমি      (খ) মেঘালয় মালভূমি     (গ) মালব মালভূমি     (ঘ) বিন্ধ্য মালভূমি

৭৩. কোন গিরিপথ দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে মালাবার উপকূলকে যুক্ত করেছে ?

      (ক) থলঘাট      (খ) পালঘাট      (গ) ভোরঘাট      (ঘ) জোজি লা

৭৪. সাতপুরা পর্বতের সর্বোচ্চ অংশ হল —

      (ক) গুরুশিখর      (খ) ত্র্যম্বক শৃঙ্গ      (গ) মানপুর      (ঘ) ধূপগড়

৭৫. কর্ণাটক মালভূমির উত্তর-পূর্বদিকের অনুচ্চ উন্মুক্ত মালভূমিকে বলে—

      (ক) ময়দান      (খ) মালনাদ       (গ) তেলেঙ্গানা       (ঘ) তরাই

৭৬. কার্ডামম পর্বতের কাছে রয়েছ—

      (ক) থলঘাট      (খ) পালঘাট      (গ) ভোরঘাট গ্যাপ     (ঘ) সিঙ্কোটা গ্যাপ

৭৭. পাঞ্জাব সমভূমির ছোটো ছোটো বালিয়াড়িকে বলে—

      (ক) বেট     (খ) ধায়া      (গ) ভাবর      (ঘ) ভুর

৭৮. হিমাচল হিমালয়ের একটি গিরিপথের উদাহরণ হল—

       (ক) রোটাং গিরিপথ      (খ) নাথুলা গিরিপথ      (গ) জোজিলা গিরিপথ     (ঘ) ভোরঘাট গিরিপথ

৭৯. শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী হিমবাহ সৃষ্ট হ্রদকে বলে—

      (ক) দুম      (খ) তাল      (গ) বাঁওড়      (ঘ) ঝিল

৮০. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল—

       (ক) বিন্ধ্য পর্বত     (খ) হিমালয় পর্বত      (গ) নীলগিরি পর্বত      (ঘ) আরাবল্লি পর্বত

৮১. ভারতের একটি প্রধান দ্বীপের উদাহরণ হল—

       (ক) নারকোন্ডাম     (খ) মিনিকয়      (গ) আন্দামান      (ঘ) দিউ

৮২. ভারতের যে উপকূলভাগটি বেশি ভগ্ন, সেটি হল—

       (ক) মালাবার উপকূল      (খ) করমন্ডল উপকূল      (গ) ওড়িশা উপকূল      (ঘ) কোঙ্কন উপকূল

৮৩. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বলে—

       (ক) প্রবাল দ্বীপ      (খ) উপসাগরীয় দ্বীপ      (গ) মহাদেশীয় দ্বীপ     (ঘ) আগ্নেয় দ্বীপ

৮৪. ব্যারেন দ্বীপটি এক ধরনের—

       (ক) প্রবাল দ্বীপ      (খ) আগ্নেয় দ্বীপ      (গ) মহাদেশীয় দ্বীপ      (ঘ) উপসাগরীয় দ্বীপ 

৮৫. লাক্ষাদ্বীপ এক ধরনের—

       (ক) প্রবাল দ্বীপ      (খ) আগ্নেয় দ্বীপ      (গ) মহাদেশীয় দ্বীপ      (ঘ) উপসাগরীয় দ্বীপ 

৮৬. ভারতের পশ্চিমের মরু অঞ্চল ভূপ্রাকৃতিকভাবে একটি—

       (ক) মালভূমি     (খ) সমপ্রায় ভূমি      (গ) প্লাবনভূমি     (ঘ) বহিঃবিধৌত সমভূমি

৮৭. ভারতের প্রাচীনতম ভূখণ্ড হল—

       (ক) রাজস্থানের মরু অঞ্চল      (খ) হিমালয় পার্বত্য অঞ্চল      (গ) উত্তরের সমভূমি      (ঘ) উপদ্বীপীয় মালভূমি

৮৮. শিবালিক পর্বতশ্রেণি অবস্থিত হিমালয় পর্বতের—

        (ক) সর্ব উত্তরে      (খ) মধ্য ভাগে      (গ) সর্ব দক্ষিণে      (ঘ) পূর্বদিকে\

৮৯. কোনটি থর মরুভূমির অংশ নয় ?

       (ক) মরুস্থলী      (খ) তরাই      (গ) রোহি     (ঘ) বাগার

৯০. একটি সক্রিয় সমভূমির উদাহরণ হল—

      (ক) শিবালিকের পাদদেশের ভাবর      (খ) রাঢ় অঞ্চল     (গ) সুন্দরবন অঞ্চল      (ঘ) পশ্চিম ভারতের বেট অঞ্চল

৯১. মরুস্থলী ভারতের সমভূমির কোন অংশে অবস্থিত ?

      (ক) পূর্ব প্রান্তে       (খ) রোহি অঞ্চলের পশ্চিম প্রান্তে      (গ) মধ্যভাগে      (ঘ) পশ্চিম অংশে

৯২. পাঞ্জাব সমভূমির নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে বলে—

      (ক) দোয়াব      (খ) ধারা      (গ) খোশ       (ঘ) তরাই

৯৩. গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশকে বলে—

       (ক) স্যাডেল পিক      (খ) গোরখনাথ       (গ) থুলিয়ের      (ঘ) মাউন্ট হ্যারিয়ট 

৯৪. ছোটনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হল—

      (ক) রাজারাপ্পা       (খ) সেভেন সিস্টারস     (গ) যোগ      (ঘ) ধুঁয়াধর

৯৫. মেঘালয় মালভূমি একটি —

      (ক) লাভা মালভূমি      (খ) ব্যবিচ্ছন্ন মালভূমি      (গ) পর্বতবেষ্টিত মালভূমি     (ঘ) মহাদেশীয় মালভূমি

৯৬. কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম—

       (ক) পাচ্চাম      (খ) পাট      (গ) মেসা     (ঘ) বিউট

৯৭. অমরকন্টক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?

      (ক) মহাদেব পর্বত     (খ) মহাকাল পর্বত      (গ) সাতপুরা পর্বত     (ঘ) বিন্ধ্য পর্বত

৯৮. ডেকানট্র্যাপ অঞ্চলটি প্রধানত যে শিলায় গঠিত তা হল—

       (ক) গ্রানাইট      (খ) নিস      (গ) ব্যাসল্ট      (ঘ) সিস্ট

৯৯. কোন পর্বতশ্রেণি কাশ্মীর হিমালয়ের অন্তর্গত নয় ?

       (ক) পিরপাঞ্জল       (খ) জাস্কর       (গ) লাদাখ       (ঘ) ত্রিশূল

১০০. দুন উপত্যকা অবস্থিত—

        (ক) শিবালিক -এ      (খ) হিমাচল -এ      (গ) হিমাদ্রি -তে      (ঘ) ট্রান্স হিমালয় -এ

১০১. 'বসুধার ধবলশীর্ষ' বলা হয় —

        (ক) বিন্ধ্য পর্বতকে     (খ) কারাকোরাম পর্বতকে      (গ) মাউন্ট এভারেস্টকে      (ঘ) পশ্চিম ভারতকে

১০২. লুনি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে বলে—

        (ক) রোহি      (খ) বাগার      (গ) খালি      (ঘ) বালুকাময় সমভূমি

১০৩. ভারতের দক্ষিণতম পর্বত হল—

         (ক) নীলগিরি      (খ) পালনি      (গ) আনাইমালাই      (ঘ) কার্ডামম

****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত