আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Submitted by avimanyu pramanik on Wed, 06/30/2021 - 22:39

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ।

কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,

এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ।

ফুরয় না তার কিছুই ফুরয় না,

নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না !

 

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,

সন্ধ্যার বাতাসে ।

 

ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা,

ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা ।

সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে,

সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে ।

ফুরয় না, তার কিছুই ফুরয় না,

নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না ।

 

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,

সন্ধ্যার বাতাসে ।

 

নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি,

হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি ।

তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া

নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া ।

ফুরয় না, তার কিছুই ফুরয় না,

নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না ।

 

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

******

 

Comments

Related Items

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও ।

প্রশ্ন: 'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও

'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও