W.B School Service 2008: Geography (Honors)

Submitted by administrator on Fri, 12/02/2011 - 10:26

W.B SCHOOL SERVICE COMMISSION, 2008

GEOGRAPHY (Hons)

 

[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]

 

১।  ডাইক ও সিলের মধ্যে পার্থক্য লিখুন ?

 

২।  সমস্থিতি বলতে কী বোঝেন ?

 

৩।  মোহবিযুক্তি কাকে বলে ?

 

৪।  পেডিমেন্ট ও প্যান প্লেনের মধ্যে পার্থক্য কী ?

 

৫।  অধ্যারোপিত ও পূনর্ভব নদীর মধ্যে পার্থক্য লিখুন ?

 

৬।  ভূ-গাঠনিক (Geographi  Hazards) ঝামেলা বলতে কী বোঝেন ?

 

৭।  Stop and Go Determinism কী ?

 

৮।  ব্যাপ্তি স্থানের ধারণা আলোচনা করো ?

 

৯।  মূলক ভূগোল কী ?

 

১০।  জেট বায়ুপ্রবাহ কাকে বলে ?

 

১১।  পৃথিবীব্যাপী উষ্ণীভবনের সম্ভাব্য ফলাফল গুলি সুনির্দিষ্টভাবে লিখুন ?

 

১২।  ১৯৪৮ খ্রিস্টাব্দে থর্ণথয়েট কৃত জলবায়ু শ্রেণীবিভাজনের ভিত্তি কী ছিল ?

 

১৩।  জীব বৈচিত্রের সংজ্ঞা দিন ও তাৎপর্য বিশ্লেষণ করুন ।

 

১৪।  ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার পার্থক্য লিখুন ।

 

১৫।  জীবভবের সংজ্ঞা দিন ।

 

১৬।  উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য লিখুন ?

 

১৭।  বায়োম কাকে বলে ?

 

১৮।  খাদ্যশৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য লিখুন ?

 

১৯।  আইসোডাপেন কাকে বলে ?

 

২০।  উন্নয়নশীল দেশের সহিত উন্নত দেশগুলির কার্যপদ্ধতির পার্থক্য লিখুন ?

 

২১।  কাম্য জনসংখ্যা কাকে বলে ?

 

২২।  সামাজিক কুশলতার সূচকগুলি কী কী ?

 

২৩।  কোপেন নির্দেশিত Aw এবং Af  জলবায়ু ভারতের কোথায় দেখা যায় ?

 

২৪।  ‘‘ভারতের সবুজ বিপ্লবের পর এসেছে শ্বেত বিপ্লব’’- ব্যাখ্যা করুন ।

 

২৫।  কেরালা ও বিহারের জনসংখ্যার পার্থক্য লিখুন ?

 

২৬।  আলোর উৎসের ভিত্তিতে Projection কয় প্রকার ও কী কী ?

 

২৭।  FCC-এর প্রাথমিক রং কয়টি ও কী কী ?

 

২৮।   Arial photography এবং স্যাটেলাইট ইমেজারির মধ্যে পার্থক্য লিখুন ?

 

২৯।  বিশ্বায়ন (Globalisation) কী ?

 

৩০।  স্থিতিশীল উন্নয়ন (Sustainable Development) কী ?

****

 

Comments

Related Items

Paper- I Relating to the Relevant Subject

Paper- I  Relating to the Relevant Subject

যে বিষয়ে তুমি শিক্ষক হতে চাও

 

1. Bengali (Pass / Hons)

2. English (Pass / Hons)

3. Biological Science (Pass / Hons)

4. Geography (Pass / Hons)