SSC General Knowledge - 2010 (Morninig Set)

Submitted by administrator on Fri, 11/25/2011 - 08:09

স্কুল সার্ভিস কমিশন - ২০১০  

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   নিম্নোক্ত কোন গ্যাসটিকে "লাফিং গ্যাস"  বলা হয় ?

      (ক) নাইট্রোজেন      (খ) নাইট্রোজেন মনোঅক্সাইড     (গ) নাইট্রোজেন ডাই-অক্সাইড     (ঘ) নাইট্রাস অক্সাইড

 

২।   নিম্নোক্ত মহিলাদের মধ্যে মুঘল যুগে কে একটি ঐতিহাসিক বিবরণ লিখেছিলেন ?

      (ক) গুলবদন বেগম      (খ) খালেদা বেগম     (গ) জাহানারা বেগম     (ঘ) জেবউন্নিসা বেগম 

 

৩।   সিরহিন্দ ক্যানালের উৎপত্তি কোথায় ?

      (ক) দিল্লির কাছে ওখালায়    (খ) খান্ডাকেসলার ফায়ার-লেকে     (গ) বনবনসার গোমতির থেকে     (ঘ) রুপারের শতদ্রু থেকে

 

৪।   হিরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?

      (ক) পদ্মা     (খ)  মহানদী      (গ) গোমতী      (ঘ) তাপ্তী

 

৫।   "দি গ্রেট ইন্ডিয়ান নভেল" বইটি মহাভারতের উপর ভিত্তি করে লেখা হয়েছে এবং এর চরিত্রগুলিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে দেখানো হয়েছে । বইটির লেখক কে ? 

      (ক) অমিতাভ বচ্চন     (খ) বিক্রম শেঠ     (গ) অমিতাভ ঘোষ      (ঘ) রাসকিন বন্ড

 

৬।   নিম্নোক্ত কোন জোড়টি অন্যগুলির থেকে আলাদা ?

      (ক) tranquil : stormy      (খ) suave : unrefined      (গ) zenith : nadir     (ঘ) frugal : economical

 

৭।   "কবিকঙ্কন" নামে কে পরিচিত ?

      (ক) রবীন্দ্রনাথ ঠাকুর     (খ) বীরেন্দ্রনাথ শাসমল     (গ) মুকুন্দরাম চক্রবর্তী     (ঘ) যতীন্দ্রনাথ মুখার্জী

 

৮।   কিছু পরিমাণ টাকা যদি একটি বিশেষ সুদে দুই বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ১৪৪/১২১ গুণ বাড়ে, তবে ওই টাকা একই সুদে সরল বৃদ্ধি হারে কত বছরে তিন গুণ হবে ?

     (ক) ১২ বছর      (খ) ২২ বছর     (গ) ১৮ বছর      (ঘ) ৩৩ বছর

 

৯।   যথাযত ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করুন : 

       Ram as well as his friend ......... expected .

       (ক) are     (খ) is     (গ) has      (ঘ) have

 

১০।   চারজন মহিলা সোনালি,রুপালি, স্বর্ণালি এবং বর্ণালির সঙ্গে অমিত, অজিত, অসিত, এবং অভিজিতের বিবাহ হয়েছে (ক্রমান্বয়ে নয়) । এই চারজন পুরুষ পেশায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং আইনজীবী (আবার ক্রমান্বয়ে নয়) । যদি -- 

 

      (i)  অজিত, রুপালি বা সোনালির স্বামী না হয় এবং ইঞ্জিনিয়ারও না হয়

      (ii)  স্বর্ণালি, অসিত বা অভিজিতের বিবাহিতা না হয় এবং ডাক্তার বা আইনজিবীর স্ত্রী না হয় ।

      (iii)  রুপালির স্বামী ইঞ্জিনিয়ার হয় কিন্তু সে অভিজিতের স্ত্রী না হয় ।

      (iv)  বর্ণালি, অমিতের স্ত্রী না হয় এবং অমিত ডাক্তার বা আইনজীবী হয়;

      তবে বর্ণালির স্বামী কে ?

      (ক) অমিত      (খ) অজিত      (গ) অসিত      (ঘ) অভিজিত 

 

১১।   ক্রিমিয়ান যুদ্ধে (১৮৫৩ - ১৮৫৬) ফরাসি, ব্রিটিশ ও অটোমান সাম্রাজ্যের যৌথ বাহিনী কাদের বিরুদ্ধে লড়াই করে ? 

       (ক) জার্মান সাম্রাজ্য     (খ) প্রশিয়ান সাম্রাজ্য    (গ) রাশিয়ান সাম্রাজ্য     (ঘ) স্প্যানিশ সাম্রাজ্য

 

১২।   সম্প্রতি দাউদ ইব্রাহিমের কোন সাকরেদ আর্থার রোড জেলে আবু সালেমকে আক্রমণ করেছিল ? 

        (ক) নরেন্দ্র যোগী      (খ) রশিদ খান      (গ) শরৎ শেঠী     (ঘ) অরুণ গাউলি

 

১৩।   "টি-শট" কথাটি নিম্নোক্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?

        (ক) ফুটবল     (খ) টেবিল টেনিস     (গ) পোলো      (ঘ) গলফ

 

১৪।   তিন ভাইয়ের প্রত্যেকের একজন বোন এবং তিনজন ভাগ্নী আছে । প্রত্যেক ভাগ্নীর একজন ভাই এবং তিনজন ভাইপো আছে । সবাই একই বাড়িতে বসবাস করলে, বাড়িতে কতজন থাকে ? 

      (ক) ১১       (খ) ১৪      (গ) ১৮      (ঘ) ৬৩

 

১৫।   নিম্নোক্ত কোনটিকে "ব্ল্যাক প্যাগোডা"  বলা হয় ?

       (ক) সুর্যমন্দির, কোনারক     (খ) পারথেন মন্দির, এথেন্স    (গ) ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা     (ঘ) সাঁচি স্তূপ, সাঁচি

 

১৬।  এঞ্জেলা মারকেল প্রথম মহিলা --

      (ক) অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী     (খ) কানাডিয়ান প্রেসিডেন্ট     (গ) যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট      (ঘ) জার্মান চ্যান্সেলর

 

১৭।   একটি নির্বাচনে  ৮%  ভোটার ভোট দেননি । যিনি নির্বাচনটি জেতেন তিনি মোট ভোটের (দেওয়া বা না দেওয়া) ৫২% পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দীকে ১২০ ভোটে হারান । বিজয়ী কত ভোট পেয়েছিলেন ?

     (ক) ২২০     (খ) ৪২০     (গ) ৫২০     (ঘ) ৭২০

 

১৮।   নিম্নোক্ত মহিলাদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরষ্কার পাননি ?

      (ক) সিমন বোভোয়ার      (খ) নাডিন গর্ডিমার      (গ) টনি মরিসন     (ঘ) হার্টা ম্যুলার

 

১৯।   দুটি অণুর পারস্পরিক আকর্ষণকে বলা হয় ?

      (ক) সারফেস টেনশন      (খ) ডিফিউশান      (গ) অ্যাডহেশান      (ঘ) কোহেশান  ।

 

২০।   ১৯২০ দশকের গোড়ার দিকে কোয়ান্টাম মেকানিক্সে কাজের জন্য তিনি বিখ্যাত, পরবর্তীকালে যে কাজ বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক-এ পরিণত হয় । তিনি কে ?     

      (ক) সত্যেন্দ্রনাথ বসু      (খ) যতীন্দ্রনাথ মুখার্জী     (গ) সুরেন্দ্রনাথ বসু      (ঘ) অজয় কুমার বসু

****

Answer:-

 
(১)- ঘ  (২)- ক (৩)- ঘ (৪)- খ (৫)- গ (৬)- খ (৭)- গ (৮)- খ (৯)- খ (১০)- খ
(১১)- গ (১২)- ঘ (১৩)- ঘ (১৪)- ক (১৫)- ক (১৬)- ঘ (১৭)- গ (১৮)- ঘ (১৯)- ঘ (২০)- ক

****

 

Comments

Related Items

SSC General Knowledge - 2006 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  একটা ইলেক্ট্রোম্যাগনেটের শক্তি বাড়ানো যায়

SSC General Knowledge - 2006 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   A, D-এর মা এবং B-এর বোন । B-এর C নামে এক কন্যা আছে, যার F-এর সঙ্গে বিয়ে হয়েছে। G আবার A-এর স্বামী । G, D-এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত ? 

SSC General Knowledge - 2008 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৮ 

(Held on ২১ -১২-২০০৮)

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  ‘‘Misanthropist’’  কথাটির অর্থ কি ?

SSC General Knowledge - 2008 (Morning Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৮ 

(Held on ২১ -১২-২০০৮)

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

1.   কোনো ষড়ভুজের কর্ণ সংখ্যা কটি ?

    (A)  7       (B)  8      (C)  9      (D) 10

 

SSC General Knowledge - 2007 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৭ 

(Held on ২০-০১-২০০৮ )

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১.  প্রথম কোন ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নর্ম পান ?