SSC General Knowledge - 2008 (Afternoon Set)

Submitted by administrator on Wed, 11/16/2011 - 21:13

স্কুল সার্ভিস কমিশন - ২০০৮ 

(Held on ২১ -১২-২০০৮)

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  ‘‘Misanthropist’’  কথাটির অর্থ কি ?

     (A) One lying to mankind.   (B) One hating mankind.   (C) One always doubting.    (D) One giving up his faith.

 

2.  ‘Futile’  শব্দটির বিপরীতার্থক শব্দটি কি ? 

    (A) Productive      (B) Benign       (C) Happy      (D) Controlled

 

3.   নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম প্রসব করে ?

    (A) ক্যাঙ্গার      (B) গিনিপিগ       (C) হংসচঞ্চু       (D)  বাদুড়

 

4.   কোনো চৌম্বকদন্ডকে দুই বা ততোধিক ছোট ছোট টুকরোয় ভাঙলে সবচেয়ে ছোট টুকরোটির মেরু কি হবে ?

    (A) একটি উত্তর মেরু     (B) একটি দক্ষিন মেরু     (C) একটি চৌম্বক দ্বি-মেরু     (D) উত্তর বা দক্ষিন যে কোন একটি মেরু

 

5.   নিচের কোন অ্যাসিডটি চামড়ার গায়ে হলুদ দাগ রেখে যায় ?

     (A)  নাইট্রিক অ্যাসিড      (B) অ্যাসিটিক অ্যাসিড     (C) কার্বলিক অ্যাসিড     (D) সালফিউরিক অ্যাসিড

 

6.  প্রখ্যাত চলচ্চিত নির্মাতা সত্যজিৎ রায়ের প্রথম ছবি ‘পথের পাঁচালি’। যে উপন্যাসটির ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত সেটির লেখক কে ?

     (A)  শরৎচন্দ্র দাস     (B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়     (C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (D) সত্যজিৎ রায়ের

 

7.  ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয় ?

     (A) 5th June      (B) 2nd August      (C) 10th Sep     (D) 14th Oct

 

8.  পৃথিবীর সর্বাধিক অংশ গ্রহণকারী ক্রীড়া কোনটি ?

     (A) ফুটবল     (B) রাগবি      (C) মাছ ধরা     (D) ক্রিকেট

 

9.   ভারত যখন স্বাধীন হয় তখন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

     (A) উইনস্টন চার্চিল      (B) নেভিল চেম্বারলেন      (C) মার্গারেট থ্যাচার       (D) ক্লিমেন্ট অ্যাটলি

 

10.   নরসিংহ বর্মণ কোন বংশের রাজা ছিলেন ?

      (A) চালুক্য      (B) চোল      (C) পল্লব        (D) পান্ড্য

 

11.  একটি দেশের জনসংখ্যা প্রতিবছর ২ শতাংশ করে বাড়ে। 2006 সালের জনসংখ্যা 1,00,000 হলে 2008 সালের জনসংখ্যা কত ?

      (A) 1,02,000      (B) 1,04,040      (C)  1,06,060       (D) 1,08,080

 

12.   যদি একজন শিক্ষক তাঁর ছাত্রদের প্রতি বেঞ্চে 4 জন করে বসান তাহলে 3 জনের জায়গা হয় না ।  আবার প্রতি বেঞ্চে 5 জন করে বসালে দুটি জায়গা ফাঁকা পড়ে থাকে। শ্রেণীটিতে অন্তত কত জন ছাত্র থাকতে পারে।

      (A) 7      (B) 13      (C) 19      (D) 23

 

13.  বিশ্ব তিরন্দাজী প্রতিযোগিতায় যে সব দল অংশগ্রহণ করে, তাদের ২০% আসে ইউরোপ থেকে,অর্ধেক উত্তর আমেরিকা থেকে ও [tex]{1 \over 20}[/tex] অংশ আফ্রিকা  থেকে কত অংশ ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার বাইরে থেকে আসে ?

     (A) [tex]{13 \over 20}[/tex]       (B) [tex]{15 \over 20}[/tex]     (C) [tex]{13 \over 15}[/tex]      (D) [tex]{17 \over 20}[/tex]

 

14.   পেড্রো রোজ হয় শিকার করতে যায়, নয় মাছ ধরতে যায়। যদি বরফ পড়ে ও ঝড় হয় তখন পেড্রো শিকারে যায়। যদি রোদ থাকে ও ঝড় না হয় তাহলে পেড্রো মাছ ধরতে যায়। মাঝে মাঝে বরফও পড়ে, আবার রোদও থাকে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সব সময় সঠিক হবেই ?

    (A) রোদ না উঠলে ও বরফ পড়লে পেড্রো শিকারে যায়।  

    (B) যদি ঝড় বয় ও পেড্রো শিকারে না যায় তাহলে নিশ্চয়ই বরফ পড়েনি।  

    (C) যদি ঝড় বয় ও রোদ না থাকে তাহলে পেড্রো শিকারে যায়।

    (D) যদি বরফ পড়ে ও রোদ ওঠে তাহলে পেড্রো শিকারে যায়।

 

15.  একটি দাবা বোর্ডে মোট কতগুলি ঘর আছে ?

     (A) 128      (B) 64       (C) 204     (D) 320

 

16.  ‘ভেল্ড’ কি ?

     (A) দক্ষিণ আফ্রিকার একটি তৃণভূমি      (B) অস্ট্রেলিয়ার একটি নদী      (C) ব্রাজিলের একটি পর্বত শ্রেণী      (D) কানাডার একটি হিমবাহ

 

17.  একই দ্রাঘিমা বিশিষ্ট দুটি স্থানের ….. একই

     (A) গ্রীষ্মকালের দৈর্ঘ্য      (B) শীতকালের দৈর্ঘ্য       (C) অক্ষাংশ      (D) সৌর সময়

 

18.   ‘জীবনের জলছবি’ কার আত্মজীবনী ?

     (A) প্রতিভা বসু     (B) আশাপূর্ণা দেবী        (C) সরলা দেবী       (D) নবনীতা দেবসেন

 

19.   অরহান পামুক 2006 সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। উনি কোন দেশের ?

        (A) টার্কি       (B) ইতালি        (C) চিলি       (D) হাঙ্গেরী

 

20.   Which one is correct ?

     (A) I emphasised on that point       (B) I emphasised upon that point        (C) I emphasised that point        (D) I emphasised over that point

*****

Answer:-

1- B 2- A 3- C 4- C 5- C
6- B 7- A 8- A 9- D 10- C
11- B 12- A 13- A 14- A 15- B
16- A 17- D 18- A 19- A 20- A

 

 

 

 

 

 

*****

 

Comments

Related Items

Paper- I Relating to the Relevant Subject

Paper- I  Relating to the Relevant Subject

যে বিষয়ে তুমি শিক্ষক হতে চাও

 

1. Bengali (Pass / Hons)

2. English (Pass / Hons)

3. Biological Science (Pass / Hons)

4. Geography (Pass / Hons)