H.S Exam 2008: Home Mgmt & Nursing (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 14:22

HIGHER SECONDARY EXAM, 2008

Home Management & Nursing  (New Syllabus) (Bengali Version)

 

১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ   ১ x ১০ = ১০

শূন্যস্থান পূরণ করঃ

(ক) হলুদ, নীল ও লাল এই তিনটি রং হল.........বর্ণ ।  অথবা, কমলা, সবুজ এবং বেগুনী রং হল.........বর্ণ ।

খ) হলুদ এবং লাল.........বর্ণ ।   অথবা, নীল এবং সবুজ হল............বর্ণ ।

গ) জাপানী প্রথায় পুষ্প বিন্যাসের বড় বৃন্তকে বলা হয়.........।     অথবা, সৌন্দর্য এবং ......... এই দুটি হল ফুলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।

ঘ) ............ এই পাত্রে রান্না করতে কম সময় লাগে এবং খাদ্যের পুষ্টিমূল্য বজায় থাকে।   অথবা, অল্প তেলে রান্না করার উপযোগী বাসন হল ............।

ঙ) ............ মাধ্যমে ব্যাঙ্কের হিসাবের বিস্তারিত বিবরণ পাওয়া যায় ।

চ) ............ বীমাকারীর জীবনের ঝুঁকি নেয় । ছ) ক্যালসিয়াম শিশুদের দাঁত এবং ............ এর প্রয়োজনীয় উপাদান ।

জ) মাংস এবং মাছ হল ............ উৎকৃষ্ট উৎস ।

ঝ) কৈশোরকাল হল ১২ বছর থেকে .......... বছর পর্যন্ত ।

ঞ) পরিবার পরিকল্পনা হল .......... এর একটি উপায় ।

 

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ   ২ x ৭ = ১৪

ক) দুটি সামাজিক কাজকর্ম কীভাবে গৃহের মাধ্যমে করা যায় ?

খ) গৃহ পরিচালিকা কিভাবে শ্রমের বিভাগ করে ? দুটি উদাহরণ দাও।

গ) গৃহ পরিচালিকার দুটি ভাল গুণের উল্লেখ কর ।   অথবা, গৃহকর্ত্রীর দৈনন্দিন কাজের কথা লেখ ।

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

 

Comments

Related Items