1. নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্কের কাছে ঋণ চেয়ে দরখাস্ত ।
From:
Amal Kumar Mondal
Village:- Nepal Ganj
P.O:- Nepal Ganj
Kolkata-700103
To
The Manager,
Sample Bank of India ,
Nepal Ganj Branch,
Kolkata -700103,
মহাশয় .
বিষয়: নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক-ঋণ চেয়ে দরখাস্ত ।
আপনার অবগতির জন্য জানাই যে আমি একজন তেইশ বছরের বেকার যুবক এবং আমি গেট ও গ্রিল তৈরি করতে ইচ্ছুক । সেই উদ্দেশ্যে আমি একটি ৪০০ স্কোয়্যার ফুট এর ঘর ভাড়া নিয়েছি । ওই ব্যাপারে ডি.আই.সি. একটি স্কীম অনুমোদন করেছে । ওই স্কীমের শর্ত অনুযায়ী মোট প্রজেক্ট ভ্যালুর ১৫% বিনিয়োগ করতে প্রস্তুত । আমার এই প্রজেক্টের মোট মূল্য ১,০০,০০০./- ( এক লাখ টাকা মাত্র ) অতএব আপনার ব্যাঙ্ক থেকে ৮৫,০০০/- টাকার ঋণ গ্রহণ করতে ইচ্ছুক । আপনার ব্যাঙ্কের নিয়ম এবং শর্ত অনুযায়ী এই ঋণ পরিশোধ্য ।
এই বিষয়ে আপনাদের ব্যাঙ্কের নিয়মকানুন এবং শর্তাবলি সম্বন্ধে অনুগ্রহ করে আমাকে অবহিত করুন এবং যথাশীঘ্র এই ঋণ সংক্রান্ত যাবতীয় কাগজ প্রদান করিয়া আমাকে বাধিত করুন ।
এ বিষয়ে আপনার সহৃদয় সহযোগিতা এবং ভুমিকা উচ্চপর্যায়ের মর্যাদা লাভ করবে ।
ধন্যবাদান্তে ,
আপনার বিশ্বস্ত ,
স্থান :-
তারিখ: ঋণ গ্রহীতার স্বাক্ষর
~~~~~:English Version:~~~~~~~
1. Application for a bank loan for starting a business.
From:
Amal Kumar Mondal
Village:- Nepal Ganj
P.O:- Nepal Ganj
Kolkata-700103
To
The Manager,
Sample Bank of India ,
Nepal Ganj Branch,
Kolkata -700103
Sir,
Sub: Application for a bank loan for starting a business
This is for your kind information that I am an unemployed young man of 23 and want to manufacture Gates and Grill. For that purpose a room of 400 sq. feet has been rented at Nepal Ganj Market . The D.I.C has already approved a scheme to that effect. I am ready to invest 15 percent of the total project value as per the terms of the scheme. Total project value stands to Rs. 1,00,000/- (Rs.One lakh only). Therefore I intend to take a loan from your bank to the extent of Rs. 85,000/- (Rs. Eighty five thousand only) . This amount will be repaid as per bank rules and its terms and conditions.
Please inform me as to your terms and conditions in this regard and provide me the necessary papers relating to this loan at theearliest and oblige me.
Your kind co-operation and participation in this regard will be highly appraised.
Thanking you.
Yours Faithfully
Place:-
Date:
Signature of the Applicant
---------END------------------
- 4407 views