ভারতের নদনদী : ভারতে অসংখ্য নদনদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে । উৎস, প্রবাহের অঞ্চল, এবং মোহানা অনুসারে ভারতের নদনদীকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যেমন— (১) উত্তর ভারতের নদী এবং (২) দক্ষিণ ভারতের নদী ।
উত্তর ভারতের নদনদী : উত্তর ভারতের নদীগুলির মধ্যে গঙ্গা নদী, সিন্ধু নদ ও ব্রহ্মপুত্র নদ হল প্রধান ।
দক্ষিণ ভারতের নদনদী : দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পশ্চিমবাহিনী নর্মদা নদী ও তাপী নদী প্রধান এবং পূর্ববাহিনী মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী প্রধান । পশ্চিমবাহিনী নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে এবং পূর্ববাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে । বঙ্গোপসাগরে পতিত নদীগুলির মোহানায় বড় বড় বদ্বীপ গড়ে উঠেছে ।