তাপের ঘটনাসমূহ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 23:00

তাপের ঘটনাসমূহ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ

 

1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---

A. সংকোচন হয়    B. প্রসারণ হয়  C. ঘনত্ব অপরিবর্তিত থাকে   D. আকার অপরিবর্তিত থাকে

2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. °C-1     B. m    C. m-1     D. °C

3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --

A. ইস্পাতের   B. লোহার    C. তামার    D. পিতলের

4. γr, γa  এবং γg  এর মধ্যে সম্পর্ক টি হল ---

A. γa = γr + γg         B. γr = γa + γ         C. γg = γa + γr          D. γr = γa - γg

5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?

A. তামা     B.  সোনা     C. লোহা      D.  হিরে

6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

A. 1/273 °C-1     B. 273 °C-1   C. 273 K   D. 1

7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---

A. কঠিন পদার্থে    B. তরল পদার্থে   C. গ্যাসীয় পদার্থে    D. শূন্যে

8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---

A. তামার     B. লোহার     C. রুপোর     D.    কাচের

9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়     B. হ্রাস পায়    C. অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

10. তাপ পরিবাহিতার একক  ----

A. cal-1 s-1 cm-1 °C-1   B. cal s cm °C    C. cal-1 s cm °C-1      D. cal s-1 cm °C-1

11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. K       B. K-1         C. m2       D. m-2

12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---

A. সমান হয়      B. বেশি হয়       C. কম হয়     D.  বেশি অথবা কম হতে পারে

13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল  --

A. m-3    B. m3    C. °F      D. °F-1

14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়   B. হ্রাস পায়       C. অপরিবর্তিত থাকে      D. বৃদ্ধি বা হ্রাস পায়

15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---

A. হ্রাস পায়     B. বৃদ্ধি পায়    C.অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

A. উষ্ণতা     B. দৈর্ঘ্য     C. উপাদানের প্রকৃতি      D. প্রস্থচ্ছেদ

 

 

 

Comments

Related Items

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ (Dalton's Atomic Theory) নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল : ...