তাপের ঘটনাসমূহ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 23:00

তাপের ঘটনাসমূহ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ

 

1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---

A. সংকোচন হয়    B. প্রসারণ হয়  C. ঘনত্ব অপরিবর্তিত থাকে   D. আকার অপরিবর্তিত থাকে

2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. °C-1     B. m    C. m-1     D. °C

3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --

A. ইস্পাতের   B. লোহার    C. তামার    D. পিতলের

4. γr, γa  এবং γg  এর মধ্যে সম্পর্ক টি হল ---

A. γa = γr + γg         B. γr = γa + γ         C. γg = γa + γr          D. γr = γa - γg

5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?

A. তামা     B.  সোনা     C. লোহা      D.  হিরে

6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

A. 1/273 °C-1     B. 273 °C-1   C. 273 K   D. 1

7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---

A. কঠিন পদার্থে    B. তরল পদার্থে   C. গ্যাসীয় পদার্থে    D. শূন্যে

8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---

A. তামার     B. লোহার     C. রুপোর     D.    কাচের

9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়     B. হ্রাস পায়    C. অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

10. তাপ পরিবাহিতার একক  ----

A. cal-1 s-1 cm-1 °C-1   B. cal s cm °C    C. cal-1 s cm °C-1      D. cal s-1 cm °C-1

11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---

A. K       B. K-1         C. m2       D. m-2

12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---

A. সমান হয়      B. বেশি হয়       C. কম হয়     D.  বেশি অথবা কম হতে পারে

13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল  --

A. m-3    B. m3    C. °F      D. °F-1

14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---

A. বৃদ্ধি পায়   B. হ্রাস পায়       C. অপরিবর্তিত থাকে      D. বৃদ্ধি বা হ্রাস পায়

15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---

A. হ্রাস পায়     B. বৃদ্ধি পায়    C.অপরিবর্তিত থাকে    D. বৃদ্ধি বা হ্রাস পায়

16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

A. উষ্ণতা     B. দৈর্ঘ্য     C. উপাদানের প্রকৃতি      D. প্রস্থচ্ছেদ

 

 

 

Comments

Related Items

বর্ণালি (Spectrum)

সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে সাতটি বিভিন্ন বর্ণের আলোকগুচ্ছে পরিণত হয় । প্রিজম থেকে নির্গত এই আলোকগুচ্ছকে পর্দায় ফেললে, পর্দায় ওই সাতটি বিভিন্ন বর্ণের আলোক দ্বারা তৈরি চওড়া যে পটি পাওয়া যায়, তাকে বর্ণালি বলে । ...

আলোর বিচ্ছুরণ (Dispersion of light)

সাদা কিংবা কোনো বহুবর্ণী রশ্মিগুচ্ছের বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে । স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন । তিনি দেখতে পান যে, সূর্য রশ্মি (সাদা আলো) কাচের প্রিজমের ভিতর দিয়ে গেলে সাতটি বিভিন্ন বর্ণের রশ্মিতে ...

উত্তল লেন্স দ্বারা সৃষ্ট সদ্ ও অসদ প্রতিবিম্ব

উত্তল লেন্সের সাহায্যে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয়, তা লেন্সের চারটি ধর্মের ওপর নির্ভর করে । যে আলোক-রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, প্রতিসরণের পর তার অভিমুখের কোনো পরিবর্তন হয় না । সদ্ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য, লেন্স দ্বারা লক্ষবস্তুর যে প্রতিবিম্ব গঠিত ...

লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা

লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে ।ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে । লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে । যদি লেন্সের দুই তল গোলীয় হয় ...

আলোর প্রতিসরণ এবং ফোকাসিং ক্রিয়া

একটি উত্তল কিংবা অবতল লেন্সকে কয়েকটি ছোটো ছোটো খন্ডিত প্রিজমের সমষ্টি বলে মনে করা যেতে পারে । উত্তল লেন্সের ক্ষেত্রে এই প্রিজমগুলির ভূমি লেন্সের কেন্দ্রের দিকে অভিমুখী এবং লেন্সের কেন্দ্র থেকে যে প্রিজমটি যত দূরবর্তী তার প্রতিসারক কোণ তত বেশি । ...