Answer for Madhyamik Examination (WBBSE) - Geography 2018 (Bengali version)

Submitted by avimanyu pramanik on Tue, 05/25/2021 - 17:07

Answer for Madhyamik Examination (WBBSE) - Geography 2018 (Bengali version)

বিভাগ —ক

১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :     ১x১৪ = ১৪

  ১.১  শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—

         (ক) ক্যানিয়ন     (খ) 'V' আকৃতির উপত্যকা     (গ) মন্থকূপ     (ঘ) ধান্দ

  ১.২  পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে—

         (ক) নীলনদের মোহানায়    (খ) হোয়াংহোর মোহানায়    (গ) সিন্ধুনদের মোহানায়    (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়

  ১.৩  উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—

         (ক) আয়নোস্ফিয়ার     (খ) স্ট্র্যাটোস্ফিয়ার     (গ) মেসোস্ফিয়ার     (ঘ) এক্সোস্ফিয়ার

  ১.৪  মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—

         (ক) সাইক্লোন     (খ) টুইস্টার     (গ) টাইফুন     (ঘ) হ্যারিকেন

 ১.৫  শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—

         (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল     (খ) গিনি উপকূল    (গ) ফ্লোরিডা উপকূল    (ঘ) পেরু উপকূল

 ১.৬  মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—

        (ক) ১৮০°     (খ) ৩৬০°     (গ) ৯০°     (ঘ) ১২০°

 ১.৭  নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য —

       (ক) প্লাস্টিক বর্জ্য     (খ) কৃত্রিম রবার বর্জ্য      (গ) অ্যালুমিনিয়াম পাত    (ঘ) সবকটিই প্রযোজ্য

 ১.৮  নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—

        (ক) মধ্যপ্রদেশ     (খ) অন্ধ্রপ্রদেশ     (গ) বিহার     (ঘ) উত্তরপ্রদেশ

 ১.৯  শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—

        (ক) খাদার     (খ) ভাঙ্গর     (গ) ভাবর     (ঘ) বেট

 ১.১০  ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল—

        (ক) প্যাংগং হ্রদ      (খ) ভীমতাল        (গ) ডাল হ্রদ       (ঘ) লোকটাক হ্রদ

 ১.১১  ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—

         (ক) গাঙ্গেয় সমভূমি     (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে     (গ) সুন্দরবন     (ঘ) মরু অঞ্চল

 ১.১২  গম হল একটি—

          (ক) রবি শস্য     (খ) খারিফ শস্য     (গ) জায়িদ শস্য     (ঘ) পানীয় ফসল

 ১.১৩  উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে—

          (ক) পূর্ব-পশ্চিম করিডোর     (খ) সোনালি চতুর্ভূজ     (গ) উত্তর-দক্ষিণ করিডোর      (ঘ) উত্তর-মধ্য করিডর

 ১.১৪  ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —

          (ক) IRS      (খ) LANDSAT     (গ) SPOT      (ঘ) Station

বিভাগ — খ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো ( যেকোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬ = ৬

 ২.১.১  জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় ।     উঃ— 'অ'

 ২.১.২  বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ।     উঃ— 'শু'       

 ২.১.৩  নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় ।          উঃ— 'অ'

 ২.১.৪  প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় ।     উঃ— 'অ'

 ২.১.৫  বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়  ।      উঃ— 'অ'     

 ২.১.৬  পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' আখ্যা দেয়া হয় ।        উঃ— 'শু'

 ২.১.৭  মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্লাটফর্ম' ।    

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও):  ১x৬=৬

  ২.২.১  —— নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডর' নামে পরিচিত ।     উঃ— 'মিয়েন্ড্রেস'

  ২.২.২  হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে —— বলে ।          উঃ— 'ক্রেভাস'

  ২.২.৩  বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে —— বলে ।      উঃ— 'বৈপরীত্য উষ্ণতা'

  ২.২.৪  ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে —— বলা হয় ।   উঃ— 'বানডাকা বা জোয়ারি বান'

  ২.২.৫  যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে —— বলে ।  উঃ— 'জৈব-ভঙ্গুর বর্জ্য বা পচনশীল বর্জ্য'

  ২.২.৬  —— মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ।      উঃ— ' '

   ২.২.৭  ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার —— শতাংশ ।     উঃ— '৭৪.০৪'

২.৩  একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) :     ১x৬=৬

  ২.৩.১  সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?     উঃ —

  ২.৩.২  বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?   উঃ — স্ট্র্যাটোস্ফিয়ার

  ২.৩.৩  সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?      উঃ —

  ২.৩.৪  একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো ।     উঃ — ইউরেনিয়াম

  ২.৩.৫  দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি  ?     উঃ — গোদাবরী

  ২.৩.৬  ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?      উঃ — গির

  ২.৩.৭  ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।     উঃ — দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC

  ২.৩.৮  কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় ।    উঃ — ভূ-বৈচিত্র্যসূচক 

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো:     ১x৪=৪

বাম দিক ডান দিক
 ২.৪.১  তাল  (১) কফি গবেষণা কেন্দ্র
 ২.৪.২  জুম চাষ  (২) ডিজেল রেল ইঞ্জিন
 ২.৪.৩ চিকমাগালুর  (৩) পশ্চিম হিমালয়ের হ্রদ
 ২.৪.৪  বারাণসী  (৪) মৃত্তিকা ক্ষয়

উঃ- 

২.৪.১  তাল        (৩) পশ্চিম হিমালয়ের হ্রদ

২.৪.২  জুম চাষ   (৪) মৃত্তিকা ক্ষয়

২.৪.৩ চিকমাগালুর  (১) কফি গবেষণা কেন্দ্র

২.৪.৪  বারাণসী      (২) ডিজেল রেল ইঞ্জিন

বিভাগ—গ

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)   ২x৬ =১২

৩.১  'অপসারণ গর্ত' কিভাবে গঠিত হয় ? অথবা, হিমশৈল কী ?

উ: হিমশৈল : মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্রপৃষ্ঠ হওয়ায় বরফের স্তুপ জল এসে পড়ে । মেরু অঞ্চলে সমুদ্রের জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তুপকে হিমশৈল বলে ।

হিমশৈল মিষ্টি জল দিয়ে তৈরি হয় । এর [tex] {1 \over 9}[/tex] অংশ জলের উপরে থাকে এবং [tex] {8 \over 9}[/tex] অংশ জলে ডুবে থাকে । হিমশৈল অনেক ক্ষেত্রেই জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে । এছাড়া মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে যা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠতে সহায়ক হয় ।

৩.২  চিনুক কি ? অথবা,  অ্যাপোজি জোয়ার কাকে বলে ?

উ: অ্যাপোজি জোয়ার : পরিক্রমণকালে চাঁদের কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরতম অবস্থানকে (৪,০৭,০০০ কিমি.) অ্যাপোজি বলা হয় । দূর থেকে আকর্ষণের জন্য জোয়ারের প্রাবল্য স্বাভাবিক থেকে ২০ কম হয় । একে অ্যাপোজি জোয়ার বলে । এই জোয়ার পেরিজি জোয়ারের থেকে কম প্রাবল্যের হয় ।

৩.৩  বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় ? অথবা, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো ?

উ: বর্জের পুনর্নবীকরণ : এর ইংরেজি প্রতিশব্দ হল 'Recycle' । যখন কোনো বর্জ্য থেকে বিভিন্ন প্রক্রিয়াকরণের দ্বারা একই বস্তু তৈরি করা হয়, তখন তাকে বর্জ্যের পুনর্নবীকরণ বা Recycle বলে । যেমন :- ভাঙ্গা কাচের বোতল থেকে নতুন বোতল তৈরি করা হল বর্জের পুনর্নবীকরণের উদাহরণ ।

৩.৪  কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখো । অথবা, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি ?

উ: কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশ হল — মালনাদ ও ময়দান ।

মালনাদ : এই অঞ্চলটি কর্ণাটক মালভূমির উত্তর-পশ্চিমে অবস্থিত । মালনাদের অর্থ 'পাহাড়ি দেশ' । এটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত ।

ময়দান : এই অঞ্চলটি কর্ণাটক মালভূমির উত্তর-পূর্বে অবস্থিত । ময়দানের অর্থ 'নীচু ভূমি' । এটি গ্রানাইট ও নাইস শিলা দ্বারা গঠিত ।

৩.৫  ধাপ চাষের গুরুত্ব কি ? অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?

উ: ধারণযোগ্য উন্নয়ন : বর্তমানে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সম্পদকে এমনভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মও  একইভাবে সম্পদের ব্যবহার করতে পারে । একে ধারণযোগ্য উন্নয়ন বা সাসটেইনেবল ডেভলপমেন্ট বলে । বিজ্ঞানী এভাবেলভোর প্রথম এই কথা বলেন ।

৩.৬  উপগ্রহ চিত্র বলতে কী বোঝো  ? অথবা,  ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও ।

উ: উপগ্রহ চিত্র : মহাকাশ থেকে দূর সংবেদনের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ দ্বারা বৈদ্যুতিনভাবে সংগৃহীত পৃথিবীপৃষ্ঠ ও বায়ুমন্ডলের চিত্রকে উপগ্রহ চিত্র বলে । এই চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় । এই চিত্র সেন্সর দ্বারা তোলা হয় ও বস্তুকে স্পর্শ না করে তথ্য সংগৃহীত হয় ।

বিভাগ—ঘ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)    ৩x৪ =১২ 

৪.১  নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো ।

উ: নদীর মোহানায় বদ্বীপ গড়ে ওঠার করণ:-

অথবা, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ?

৪.২  গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি ? অথবা, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ?

৪.৩  ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো । অথবা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো  ?

৪.৪  ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী  ?  অথবা,  ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তিনটি ব্যবহার উল্লেখ করো ।

বিভাগ—ঙ

৫.১  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়):  ৫x২=১০

৫.১.১  হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও ।

৫.১.২  পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো  ।

৫.১.৩  ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো  ।

৫.১.৪  সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো  ।

৫.২  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:     ৫x২=১০

৫.২.১  ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।   

৫.২.২  ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।

৫.২.৩  পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ।

৫.২.৪  ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ।

বিভাগ—চ 

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:   ১x১০ =১0

৬.১  শিবালিক পর্বত,

৬.২  কৃষ্ণানদী,

৬.৩  ভারতের শুষ্কতম অঞ্চল,

৬.৪  ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল,

৬.৫  ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার,

৬.৬  উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,

৬.৭  দক্ষিণ ভারতের ম্যানচেস্টার,

৬.৮  পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ,

৬.৯  ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র,

৬.১০  ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ।

****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত