১. "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে" — বক্তার এমন মন্তব্যের কারণ কী ? [মাধ্যমিক-২০১৮]
উঃ- বক্তার বিশ্বাস জন্মেছে বিধাতা তাঁর প্রতি বিরূপ । প্রসঙ্গত তিনি রামচন্দ্রের পুনর্জীবন লাভের কথা বলেছেন ।
২. "ছদ্দবেশী অম্বুরাশি-সুতা" কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ? [মাধ্যমিক-২০১৯]
উঃ- বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ মেঘনাদকে দেওয়ার জন্য অম্বুরাশি-সুতা মেঘনাদের ধাত্রীর ছদ্মবেশে এসেছিল ।
****