মাধ্যমিকের নমুনা প্রশ্ন
১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭]
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।
২. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান — [মাধ্যমিক - ২০১৮]
(ক) পাঁচদিন (খ) চারদিন (গ) একদিন (ঘ) দুদিন ।
************
১. 'বহুরূপী' গল্পের লেখক হলেন —
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) আশাপূর্ণা দেবী (গ) মানিক বন্দ্যোপাধ্যায় (ঘ) সুবোধ ঘোষ ।
২. 'হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে । আর, সেটাই যে হরিদার ____ ।' — শূন্যস্থানে হবে —
(ক) জীবনের পেশা (খ) তার উদার স্বভাব (গ) তার শখ (ঘ) পরোপকারের নেশা ।
৩. 'ওই চোখ কী হরিদার চোখ হতে পারে ?' — কে বলেছিল ?
(ক) ভবতোষ (খ) অনাদি (গ) লেখক (ঘ) অনন্ত ।
৪. 'এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন ।' — কত দিন ?
(ক) চারদিন (খ) তিনদিন (গ) সাতদিন (ঘ) পাঁচদিন ।
৫. 'খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো । অন্যদিকে যাও ।' — একথা কে বলেছে ?
(ক) ভবতোষ (খ) অনাদি (গ) কাশীনাথ (ঘ) জনৈক বাসযাত্রী ।
৬. বিরাগী মতে 'পরম সুখ' হল —
(ক) সংসার ত্যাগ না করা (খ) ঈশ্বর সাধনা করা (গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা (ঘ) পরমাত্মার দর্শন লাভ ।
৭. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি —
(ক) জামা (খ) পাঞ্জাবি (গ) শাল (ঘ) উত্তরীয় ।
৮. 'এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর' — হরিদার ঘরটা কোথায় ছিল ?
(ক) শহরের সবচেয়ে অভিজাত অঞ্চলে
(খ) শহরের একপ্রান্তে গ্রাম ঘেরা অঞ্চলে
(গ) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে
(ঘ) শহরের একেবারে মাঝখানে ।
৯. জগদীশবাবু 'জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন'—
(ক) দশ টাকার একটা নোট (খ) একশো টাকার একটা নোট (গ) পঞ্চাশ টাকার একটা নোট (ঘ) পাঁচশো টাকার একটা নোট ।
১০. 'আপনি কি ভগবানের চেয়েও বড়ো ?' — বক্তা কাকে এ কথা বললেন ?
(ক) হরিদাকে (খ) জগদীশবাবুকে (গ) দয়ালবাবুকে (ঘ) স্কুলের মাস্টারমশাইকে ।
১১. 'সে ভয়ানক দুর্লভ জিনিস ।' — দুর্লভ জিনিসটি কী ?
(ক) সন্ন্যাসীর আশীর্বাদ (খ) সন্ন্যাসীর সান্নিধ্য (গ) সন্ন্যাসীর পদধূলি (ঘ) সন্ন্যাসীর উপদেশ ।
১২. 'খুবই গরিব মানুষ হরিদা ।' — উদ্ধৃতাংশটি কোন গল্পের অংশ ?
(ক) অদলবদল (খ) নদীর বিদ্রোহ (গ) বহুরূপী (ঘ) সব্যসাচী ।
১৩. 'বহুরূপী' গল্পে উল্লেখিত বাসের ড্রাইভারের নাম কী ?
(ক) বিশ্বনাথ (খ) দীননাথ (গ) অঘোরনাথ (ঘ) কাশীনাথ ।
১৪. 'এটা কী কাণ্ড করলেন, হরিদা ? — বক্তাটি কে ?
(ক) ভবতোষ (খ) অনাদি (গ) পরিতোষ (ঘ) অতীন ।
১৫. 'একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ।' — কখন বেজে উঠেছিল ?
(ক) সকাল বেলাতে (গ) বিকেল বেলাতে (গ) দুপুর বেলাতে (ঘ) সন্ধ্যা বেলাতে ।
১৬. 'কেউ চিনতে পারে না । যারা চিনতে পারে এক-আনা দু-আনা বকশিশ দেয় ।' —কাকে না চেনার কথা বলা হয়েছে ?
(ক) জগদীশবাবু (খ) বৈরাগী (গ) একটা উন্মাদ (ঘ) হরিদা ।
১৭ 'আপনি কি ভগবানের চেয়েও বড়ো ?' — বক্তা হলেন —
(ক) হরিদা (খ) জগদীশবাবু (গ) দয়ালবাবু (ঘ) স্কুলের মাস্টারমশাই ।
১৮. 'সেটা পূর্বজন্মের কথা ।' — 'পূর্বজন্মের কথা'টি হল —
(ক) বিরাগী সংসার জীবন (খ) বিরাগী নির্মোহ নন (গ) বিরাগী রাগের অধীন নন (ঘ) বিরাগী কাউকে পদধুলি দেন না ।
১৯. হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল —
(ক) অশরীরী (খ) মহাপুরুষ (গ) অতিমানব (ঘ) কোনোটিই নয় ।
২০. 'আমি মহারাজ নই । আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি ।' —একথা কে বলেছেন ?
(ক) লেখক (খ) জগদীশবাবু (গ) বিরাগীজি (ঘ) অনাদি
২১. 'ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি ।' —কোন ছদ্মবেশে ?
(ক) বাইজির (খ) পুলিশের (গ) পাগলের (ঘ) ভিখারির ।
২২. 'মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল । ধুলো মাখা পা, হাতে একটা ____,' — হাতে একটা কী ?
(ক) ঝোলা (খ) কমণ্ডলু (গ) চিমটে (ঘ) গীতা ।
২৩. হরিদার ঘরে আড্ডা দিত কত জন ? —
(ক) চারজন (খ) তিনজন (গ) পাঁচজন (ঘ) ছয়জন ।
২৪. 'আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম ।'— হরিদার মতে সব তীর্থ কোথায় ?
(ক) বুকের ভিতরে (খ) গভীর অরণ্যে (গ) হিমালয়ের চূড়ায় (ঘ) শূন্য আকাশে ।
২৫. যার লিচু বাগানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন — তিনি হলেন —
(ক) কুণালবাবু (খ) দীনেশবাবু (গ) দয়ালবাবু (ঘ) বিনয়বাবু ।
২৬. হরিদা পেশায় একজন —
(ক) মাস্টার (খ) দারোয়ান (গ) বহুরূপী (ঘ) কেরানি ।
২৭. বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল —
(ক) গীতা (খ) মহাভারত (গ) কোরান (ঘ) উপনিষদ ।
২৮. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন ?
(ক) একটি আমলকী (খ) একটি হরীতকী (গ) চারটে রুটি (ঘ) দুধ ও সাবু ।
২৯. 'জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ ____ । — শূন্যস্থানে হবে —
(ক) কৃপণ মানুষ (খ) দরদী মানুষ (গ) মানবিক মানুষ (ঘ) সহৃদয় মানুষ ।
৩০. বহুরূপী শব্দের অর্থ —
(ক) অত্যন্ত মূল্যবান (খ) বহুমুখী প্রতিভা বিশিষ্ট (গ) বহুরূপ বিশিষ্ট (ঘ) নানা মূর্তি বা রূপধারণকারী ।
৩১. 'সাতদিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন ।' সন্ন্যাসীর বয়স কত ?
(ক) একশো বছর (খ) পাঁচশো বছর (গ) হাজার বছর (ঘ) হাজার বছরের বেশি ।
৩২. 'একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ।' — আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কী ?
(ক) একজন বাইজি (খ) একটি সুন্দরী মেয়ে (গ) একটি উন্মাদ পাগল (ঘ) এর কোনোটিই নয় ।
৩৩. 'যারা চিনতে পারে না, তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে ____ দিয়ে দেয় ।' — শূন্যস্থানে হবে —
(ক) দুটো-একটা পয়সা (খ) এক আনা দুই আনা (গ) একটা সিকি বা একটা আধুলি (ঘ) এক টাকা বা দু টাকা ।
****