বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - নদীর বিদ্রোহ

Submitted by avimanyu pramanik on Wed, 06/24/2020 - 22:32

মাধ্যমিকের নমুনা প্রশ্ন

 ১. "পাঁচ দিন নদীকে দেখা হয় নাই" — এটি কোন বাচ্যের উদাহরণ ?        [মাধ্যমিক-২০১৭]

     (ক) কর্তৃবাচ্য       (খ) ভাববাচ্য       (গ) কর্মবাচ্য       (ঘ) কর্মকর্তৃবাচ্য

২. "নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল' —   [মাধ্যমিক-২০১৯]

    (ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার        (খ) ৬নং ডাউন প্যাসেঞ্জার       (গ) ৫নং ডাউন প্যাসেঞ্জার        (ক) ৮নং ডাউন প্যাসেঞ্জার ।

*********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. নদের চাঁদ তার স্ত্রীকে যে বিরহবেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল, তার পৃষ্ঠাসংখ্যা কত ?

      (ক) চার        (খ) পাঁচ        (গ) ছয়        (ঘ) সাত

২. নদেরচাঁদের বয়স কত ছিল ?

    (ক) ২৩ বছর        (খ) ২৫ বছর        (গ) ৩০ বছর         (ঘ) ৩২ বছর ।

৩. নদেরচাঁদ কোথায় বসে নদীকে দেখত ?

     (ক) নদীর ঘাটে       (খ) ধারকস্তম্ভের শেষপ্রান্তে         (গ) স্টেশনে        (ঘ) নদীর ধারে গাছতলায় ।

৪. রেললাইন থেকে ব্রিজের দূরত্ব কত ?

    (ক) এক মাইল        (খ) তিন মাইল        (গ) চার মাইল        (ঘ) পাঁচ  মাইল ।

৫. নদেরচাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে ?

    (ক) তিন বছর      (খ) চার বছর       (গ) পাঁচ বছর        (ঘ) ছয় বছর ।

৬. নদেরচাঁদ নদীকে কতদিন দেখে নি ?

     (ক) তিনদিন        (খ) পাঁচদিন       (গ) সাতদিন        (ঘ) একদিন ।

৭. নদেরচাঁদ কোন সময়ের ট্রেনটাকে রওনা করিয়ে নদীর দিকে হেঁটেছিল ?

    (ক) চারটে পঁয়তাল্লিশের মেলট্রেন

    (খ) তিনটে বিয়াল্লিশের প্যাসেঞ্জার ট্রেন

    (গ) পাঁচটা পাঁচের মেলট্রেন

    (ঘ) চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেন

৮. নদেরচাঁদ পেশায় একজন —

     (ক) স্কুল মাস্টার        (খ) স্টেশন মাস্টার        (গ) পোস্টমাস্টার        (ঘ) উকিল

৯. 'তারপর নামিল বৃষ্টি' —বৃষ্টির প্রকৃতি কেমন ছিল ?

    (ক) শিলা বৃষ্টি       (খ) ঝিরঝিরে বৃষ্টি        (গ) ঝমঝম বৃষ্টি       (ঘ) মুষলধারায় বৃষ্টি

১০. 'বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের' — ভয়ের কারণ কী ?

      (ক) নদী যদি আবার বন্দি হয়ে পড়ে

      (খ) যদি ব্রিজ ভেঙে যায়

      (গ) যদি নদী তাকে ভুলে যায়

      (ঘ) আবার যদি নদী শুকিয়ে যায় ।

১১. 'পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে ?' — কার কথা বলা হয়েছে ?

      (ক) বাঁধ       (খ) ব্রিজ        (গ) নদী        (ঘ) নদেরচাঁদ

১২. নদেরচাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল—

      (ক) বিরহ-বেদনা        (খ) আনন্দোচ্ছ্বাস        (গ) শোকবার্তা        (ঘ) সাংসারিক বিষয় ।

১৩. 'ছেলেমানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল' — কার কথা বলা হয়েছে ?

      (ক) নদেরচাঁদ       (খ) নতুন সহকারী       (গ) ট্রেনের খালাসি       (ঘ) ট্রেনের চালক

১৪. 'নদীর বিদ্রোহ' গল্পটির লেখক হলেন —

      (ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়        (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়        (গ) মানিক বন্দোপাধ্যায়        (ঘ) বিভূতিভূষণ মুখোপাধ্যায় ।

১৫. পাঁচদিন পর নদেরচাঁদ নদীকে দেখে ছেলেমানুষের মত —

      (ক) আনন্দে নেচে উঠল        (খ) কেঁদে ফেলল         (গ) নাচতে লাগল         (ঘ) ঔৎসুক্য বোধ করল

১৬. চার বছরে এই নদীর মূর্তিকে দেখে নদেরচাঁদের কী মনে হয় ?

      (ক) পরিচিত        (খ) অপরিচিত         (গ) সুন্দর         (ঘ) পঙ্কিল

১৭. নিজের দেশের নদী নদেরচাঁদের কাছে —

      (ক) উপেক্ষা পেয়েছিল       (খ) বিরক্তিকর ছিল        (গ) কোনো গুরুত্বই পায়নি        (ঘ) দুর্বল আত্মীয়ার মতো মমতা পেয়েছিল

১৮. প্রবল বৃষ্টিতে নদীর উপর ব্রিজে বসে থাকা নদেরচাঁদ ভেবেছিল —

      (ক) এর চেয়ে ভাল আর কী হতে পারে

      (খ) তার উচিত হয়নি

      (গ) খুব উচিত হয়েছে

      (ঘ) অমনভাবে যদি সারাজীবন বসে থাকা যেত ।

১৯. 'নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না ।' — কারণ

      (ক) সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত

      (খ) তার উঠতে ইচ্ছে করছিল না

      (গ) এটা তার ছেলেমানুষি

      (ঘ) নদীর একটা অশ্রুতপূর্ব শব্দ শুনছিল

২০. নদেরচাঁদ কাকে কেবল বুঝাইতে পারে না ?

      (ক) অন্যকে        (খ) নিজেকে       (গ) বড়োদের         (ঘ) ছোটোদের

২১. অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া নদেরচাঁদ কোন দিকে হাঁটিতে লাগল ?

      (ক) স্টেশনের দিকে        (খ) কোয়ার্টারের দিকে        (গ) খেলার মাঠের দিকে        (ঘ) হোটেলের দিকে

২২. নদেরচাঁদের মৃত্যু হয়েছিল —

      (ক) জলে ডুবে        (খ) ট্রেনের তলায়       (গ) ব্রিজ ভেঙে        (ঘ) মোটর দুর্ঘটনায়

২৩. নদী থেকে উঠে আসছিল —

      (ক) আর্তনাদ       (খ) অদ্ভুত এক ধ্বনি        (গ) অশ্রুতপূর্ব শব্দ       (ঘ) প্রবল ঢেউ

২৪. 'নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।' — পাগলামি কী ?

      (ক) নদীর জন্য        (খ) ব্রিজ দেখা        (গ) নদীর জল দেখা        (ঘ) রেল গাড়ি নিয়ন্ত্রণ করা

২৫. 'সে কী মুষলধারায় বর্ষণ ! _______ বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে ।' — শুন্যস্থান পূরণ করো ।

      (ক) ঘন্টা তিনেক         (খ) ঘন্টা দুয়েক        (গ) ঘন্টা খানেক       (ঘ) ঘন্টা চারেক ।

২৬. 'চিঠি পকেটেই ছিল' — কোন চিঠির কথা বলা হয়েছে ?

      (ক) সহকর্মীকে লেখা চিঠি        (খ) উপর মহলকে লেখা চিঠি         (গ) নিজের স্ত্রীকে লেখা চিঠি        (ঘ) নদীকে উদ্দেশ্য করে লেখা চিঠি ।

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?