ছোটো প্রশ্ন ও উত্তর : আলো

Submitted by arpita pramanik on Fri, 12/21/2018 - 10:51

আলো

ছোটো প্রশ্ন ও উত্তর

 

1. কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় ?

2. প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি ?

3. সিনেমার পর্দায় কি জাতীয় প্রতিবিম্ব গঠিত হয় ?

4. আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয় প্রতিবিম্ব ?

5. খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য কোন আলোকীয় যন্ত্র ব্যবহৃত হয় ?

6. পরস্পর সমান্তরাল রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোন বস্তু রাখা হলে কটি প্রতিবিম্ব গঠিত হবে?

7. সরল পেরিস্কোপ এর আয়না দুটি কিভাবে বসানো থাকে ?

8. পেরিস্কোপে কটি দর্পণ ব্যবহৃত হয়?

9. কোন আলোকীয় যন্ত্রের চোখ রাখলে বিভিন্ন নকশা দেখা যায় ?

 

 

 

 

Comments

Related Items

জীব বৈচিত্র পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণীর সংরক্ষণ

জীব বৈচিত্র পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণীর সংরক্ষণ

বৃক্ষ জাতীয় গাছ 50 বছরের জীবদ্দশায় কত কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে একদম উপরের স্তর কে কি বলা হয় বোনের কোন স্তরে নতুন গাছে দেখা যায় কেঁচো আরশোলা কাঁকড়া বিছে প্রভৃতি বোনের কোন স্তরে বাস করে পৃথিবীর স্থলভাগের বনভূমি কত শতাংশ প্রাকৃতিক

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি

অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি

 

পরমাণু ও অনুর ধারণা

পরমাণু ও অনুর ধারণা

আলো

আলো