প্যারীচাঁদ মিত্র

Submitted by tushar pramanick on Thu, 12/11/2014 - 20:32

প্যারীচাঁদ মিত্র

২২শে জুলাই, ১৮১৪- ২৩শে নভেম্বর, ১৮৮৩

 

প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল (তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)। ১৮৫৮ খ্রি. প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা । উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে। The Zemindar and Ryots. এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিলো। কারণ এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।

 

সাহিত্য

     মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯) তাঁর এ গ্রন্থে উদ্ভট কল্পনা লক্ষ করা যায়।
    অভেদী(১৮৭১)
    আধ্যাত্মিকা(১৮৮০)
     যৎকিঞ্চিৎ
    রামারঞ্জিকা
    বামাতোষিণী
    গীতাঙ্কুর

Comments

Related Items

সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা । কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়।

অমিয় চক্রবর্তী

অমিয় চক্রবর্তী

জন্ম: এপ্রিল ১০, ১৯০১ - মৃত্যু: ১৯৮৭

 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন এবং তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক।

মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবী

১৪ জানুয়ারি, ১৯২৬ – ২৮ জুলাই, ২০১৬