West Bengal Teachers Eligibility Test - Practice Set- 1

Submitted by administrator on Fri, 03/07/2014 - 18:08

শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান [Child Development and Pedagogy]

১। কোন দুটি শর্তের ওপর শিশুর বিকাশ নির্ভর করে ?

(ক) বংশগতি       (খ) পরিবেশ ও পরিচ্ছন্নতা        (গ) বংশগতি ও পরিবেশ       (ঘ) বংশগতি ও বৃদ্ধি

 

২।  বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের ধারাকে চারটি স্তরে ভাগ করেছেন । এর প্রথম স্তর—

(ক) শৈশব       (খ) বাল্য       (গ) কৈশোর       (ঘ) প্রাপ্ত বয়স

 

৩।  কোন বয়সে শিশুদের দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত থাকে ?

(ক) প্রথম দু-বছর        (খ) পাঁচ বছরে       (গ) এক থেকে তিন বছর        (ঘ) দশ বছর

 

৪।  একটি শিক্ষার্থীর দৈহিক উত্তেজনা প্রশমনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?

(ক) সৃজনীস্পৃহা জাগিয়ে তোলা       (খ) শাস্তিদান        (গ) সামাজিক পৃথকীকরণ       (ঘ) বাড়ি পাঠিয়ে দেওয়া

 

৫।  কৈশোরের শিক্ষার মূল কথা হল—

(ক) তিরস্কার       (খ) প্রশংসা       (গ) সহানুভূতি        (ঘ) জ্ঞান বৃদ্ধি

 

৬।  মনোবিদ ফ্রয়েডের মতে নিম্নের কোন সময়কে সুপ্তকামের স্তর বলা হয় ?

(ক) শৈশবকাল       (খ) বাল্যকাল       (গ) কৈশোরকাল        (ঘ) যৌবনকাল

 

৭।  জিনতত্ত্ব বা Genetics শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

(ক) ব্রুনার        (খ) ফ্রয়েড        (গ) উইলিয়াম বেটসন       (ঘ) আর্নেস্ট জোন্স

 

৮।  শিক্ষার্থীর হীনম্মন্যতা দূর করতে শিক্ষক কী ভুমিকা নেবেন ?

(ক) শিক্ষার্থীকে বেশি করে প্রাধান্য দেবেন 

(খ) হীনম্মন্যতা নিয়ে প্রশ্ন করবেন 

(গ) শিক্ষার্থীকে গুরুত্ব কম দেবেন 

(ঘ) জোর করে হীনম্মন্যতা দূর করার চেষ্টা করবেন

 

৯। একটি শিশু জন্মের পর থেকেই সুরেলা কন্ঠের অধিকারী, অথবা বিশেষভাবে ছন্দ ও তালজ্ঞান সম্পন্ন । এই ধরণের দক্ষতা, প্রবণতাকে বলা হয়—

(ক) বংশগতি       (খ) জৈবিক বংশগতি        (গ) মানসিক বংশগতি       (ঘ) পরিবেশের প্রভাব

 

১০।  শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ  ?

(ক) বংশগতি       (খ) পরিবেশ       (গ) সমানভাবে দুটোই         (ঘ) কোনটিই নয়

 

১১।  বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা কীরকম ?

(ক) নিষ্ক্রিয়        (খ) সক্রিয়        (গ) সুপ্ত         (ঘ) মৌন

 

১২।  পরিবেশ হল এক ধরণের—

(ক) বংশগতি      (খ) সামাজিক বংশগতি        (গ) পরিচালন ব্যবস্থা       (ঘ) জৈবিক বংশগতি

 

১৩।  শিশুর সামাজিক বিকাশ নিম্নের কীসের মাধ্যমে সূচনা হয় ?

(ক) খেলাধুলা       (খ) বন্ধুত্ব       (গ) ভাষার বিকাশ        (ঘ) বিদ্যালয়ে প্রবেশ

 

১৪।  একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল-

(ক) সংস্কৃতি       (খ) মূল্যবোধ        (গ) উন্নয়ন        (ঘ) সংহতি 

 

১৫।  পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী, খেলাধুলা হল শিশুদের একটি -

(ক) আত্তীকরণের প্রক্রিয়া       (খ) অভিযোজনের প্রক্রিয়া       (গ) সহযোজনের প্রক্রিয়া       (ঘ) কোনটিই নয় 

 

১৬।  'স্কিমা' (Schema) - এই ধারণাটির উদ্ভাবক হলেন-

(ক) কান্ট       (খ) পিঁয়াজে        (গ) আর্ট বারলেট        (ঘ) স্পেনসার 

 

১৭।  কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন ?

(ক) বান্দুরা       (খ) পিঁয়াজে        (গ) এরিকসন        (ঘ) কোহলবার্গ  

 

১৮।  কোহলবার্গ 'নীতিবোধ' বলতে কী বুঝিয়েছেন ?

(ক) মিথ্যা কথা না বলা      (খ) চুরি না করা     (গ) নিজের নীতিতে অবিচল থাকা      (ঘ) ন্যায় বিচার বা ন্যায়পরায়ণতাকে 

 

১৯।  কোহলবার্গের মতে নিম্নের কোনটি নৈতিক বিকাশের উপাদান ?

(ক) মূল্যবোধ        (খ) আদর্শবোধ        (গ) নীতিবোধ        (ঘ) জ্ঞানমূলক বিকাশ 

 

২০।  কোহলবার্গ ব্যক্তি জীবনের মূল উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন ?

(ক) ১টি        (খ) ৩টি        (গ) ২টি        (ঘ) ৪টি 

 

২১।  কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ -

(ক) দ্বন্দ্ব       (খ) দ্বন্দ্বমূলক বস্তুবাদ        (গ) জ্ঞানমূলক দ্বন্দ্ব       (ঘ) সবকটি 

 

২২। মনোবিদ ভাইগটস্কির মতে (ZPD) কী ?

(ক) যেখানে শিশুরা নিজেরাই স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সমস্যার সমাধান করতে পারে

(খ) যেখানে শিশুরা অন্যের সমস্যার সমাধান করতে পারে

(গ) যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না

(ঘ) যেখানে শিশুরা দক্ষ কারও সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে

 

২৩।  আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কী ?

(ক) আধুনিক শিক্ষা শিক্ষককেন্দ্রিক

(খ) আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক

(গ) আধুনিক শিক্ষা বিষয়কেন্দ্রিক

(ঘ) আধুনিক শিক্ষা প্রযুক্তিকেন্দ্রিক

 

২৪।  বুদ্ধির অভীক্ষা'র (Intelligent Test) দ্বারা কোন কোন বিষয় পরিমাপ করা যায় না ?

(ক) জন্মগত মানসিক ক্ষমতা       (খ) সম্পাদন ক্ষমতা       (গ) ভাষা দক্ষতা        (ঘ) বিশেষ ক্ষমতা

 

২৫।  ক্রোনোস্কোপ (Chronoscope) হল -

(ক) শব্দ মাপার যন্ত্র       (খ) গাড়ির ধোঁয়া পরীক্ষা করার যন্ত্র      (গ) ব্যক্তির 'প্রতিক্রিয়া সময়' পরিমাপের যন্ত্র       (ঘ) ব্যক্তির ব্যক্তিত্ব মাপার যন্ত্র

 

২৬।  কোন বয়সে শিশুর মধ্যে সবথেকে বেশি কল্পনাবিলাস দেখা যায় ?

(ক) তিন থেকে পাঁচ বা ছ-বছর        (খ) প্রান্তীয় শৈশবকাল       (গ) (ক) এবং (খ)        (ঘ) প্রাথমিক শৈশবকাল

 

২৭।  সব চেয়ে বেশি উত্সাহ বা কৌতুহল কোন বয়সে দেখা যায় ?

(ক) শৈশব       (খ) কৈশোর       (গ) বাল্যকাল       (ঘ) কোনটিই নয়

 

২৮।  মনোবিদ স্ট্যানলি হল (Stanley Hall) 'ফ্লেপার' (Flaper) (অর্থাৎ যে পাখি বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করে), এই কথাটি কোন বয়সের মেয়েদের সম্পর্কে প্রয়োগ করেন ?

(ক) বাল্যকাল        (খ) যৌবন       (গ) কৈশোর       (ঘ) শৈশব

 

২৯।  শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কী করা উচিত ?

(ক) বকাবকি করা উচিত

(খ) বিষয়টি নিয়ে মজা করা উচিত

(গ) সরাসরি আলোচনা করা উচিত 

(ঘ) লজ্জা পেয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত

 

৩০।  শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয় -

(ক) পরিবার থেকে       (খ) প্রতিবেশী থেকে       (গ) মায়ের থেকে       (ঘ) বাবার থেকে

***

 

Tags

Related Items