Compulter School: JQuery Tutorials in Bengali

Submitted by Anonymous (not verified) on Sun, 12/16/2012 - 08:31

JavaScript লিখে লিখে কোনো Function কে তৈরি করার থেকে JQuery লাইব্রেরী ব্যবহার করা অনেক সোজা ও সময় কম লাগে । JQuery ব্যবহার করে Dropdown, Transition, Slideshow, mouse hover effect ও ইউজার ইনটারঅ্যাকটিভ [User interactive]ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায় ।

 

JQuery কিভাবে ব্যবহার করবেন ? ব্যবহার করা খুব সোজা ।

 

নিচের নমুনা উদাহরণটি দেখুন, একটি ওয়েব পেজে কিভাবে  JQuery ব্যবহার করবেন —

 



<!doctype html>
<html>
  <head>
    <meta charset="utf-8">
    <title>Demo</title>
  </head>
  <body>
    <a href="http://jquery.com/">jQuery</a>
    <script src="jquery.js"></script>
    <script>

---code pested here ---

    </script>
  </body>
</html>

 

Related Items