খাদ্য উপাদান

Submitted by arpita pramanik on Mon, 08/06/2012 - 10:04

খাদ্য উপাদান

তোমার দেশ শক্তির উৎস কি রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে রোগপ্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত সারাদিনের নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন নানারূপ সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন খাদ্যে কোন উপাদানের ঘাটতি থাকলে মানি থেকে রক্তক্ষরণ হয় মাশরুমে কোন খাদ্য উপাদান টি খাদ্যের মূল উপাদান গুলি কি কি কোন কোন খাদ্য সামগ্রী থেকে শর্করা পাওয়া যায় পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখ পাওয়া যায় এমন কয়েকটি খাদ্য উপাদানের নাম লেখ আমলকি পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখ আপেলে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে মাছের কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে সেখানে উপস্থিত শর্করার নাম কি হাত পায়ের পেশি কি কাজ করে হৃদপিণ্ড কি কাজ করে ফুসফুস কি কাজ করে অন্ত্র কি কাজ করে শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর পরিণত হয় কার্বোহাইড্রেটের আজকের ফলাফল গুলি কি কি মানুষের দেহ গঠনে সহায়ক একটি খাদ্য উপাদানের নাম লেখ মানুষের পেশী তে কি ধরনের প্রোটিন থাকে ও 13 প্রোটিন দেহের কোন অংশে দেখা যায় লোহিত রক্ত কণিকায় থাকা একটি প্রোটিন এর নাম লেখ আমাদের দেহের লিগামেন্ট টেন্ডন কোন প্রোটিন দিয়ে তৈরি হয় রক্তের প্লাজমা থাকে এমন দুটি প্রাণীর নাম লেখ উৎস অনুযায়ী প্রোটিন কয় প্রকার ও কি কি একজন নিরামিষাশী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করার জন্য কোন কোন খাদ্যের নাম বলবে প্রোটিন কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় লিপিড মানব দেহের কোন অংশে জমা হয় উৎস অনুযায়ী লিপিড এর শ্রেণীবিভাগ করো

 

জাহাজের নাবিকদের স্কার্ভি রোগ হলে কোন ফল খেতে দেওয়া হতো কে কবে ভিটামিন আবিষ্কার করেন ভিটামিন এর কাজ লেখ হাড়গুলি বাতাও মেরুদন্ড বেঁকে গেছে এই অবস্থায় তুমি কোন ভিটামিনের সাহায্য নেবে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধে না কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ঘটে না একজন ব্যক্তির মাড়ি দিয়ে রক্ত পড়ে তার দাঁত হয়ে যাচ্ছে তাকে কোন ভিটামিন যুক্ত খাদ্য খেতে দেওয়া হবে উপদেশ দেবেন দাগ পড়ে যায় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি এর অভাবে আমাদের কি রোগ হয় একজন ব্যক্তির ফেটে গেছে তুমি তাকে কোন ভিটামিন খাওয়ার পরামর্শ দেবে চোখের নিচে কালো হয়ে যাওয়ার জন্য কোন ভিটামিন দায়ী কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয় পাতলা পায়খানা স্মৃতিভ্রংশ হওয়ার জন্য দায়ী কোন ভিটামিন মানবদেহের প্রয়োজনীয় দুটি খনিজ মৌলের নাম লেখ উদ্ভিদ কোথা থেকে খনিজ লবণ সংগ্রহ খনিজ মৌল সংগ্রহ করে প্রাণীরা কোথা থেকে খনিজ পদার্থ গুলি সংগ্রহ করে পেশির সংকোচন এর সাহায্যকারী একটি খনিজ উপাদান এর নাম উল্লেখ করারও কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে রক্ত তঞ্চনে অংশগ্রহণকারী খনিজ মৌল টির নাম লেখ কোন খনিজ মৌল মানব দেহে অক্সিজেন পরিবহন করে দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল কোন খনিজ মৌলের কারণে উচ্চরক্তচাপের সৃষ্টি হতে পারে খাদ্য উপাদানের অভাবে বারবার ভেঙে যায় আয়োডিনের অভাবে ঘটে এমন দুটি রোগের নাম লেখ কোন খাদ্য উপাদান রূপে গ্রহণ করি খাদ্য খেলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় খাদ্য তন্তু কি ধরনের কার্বোহাইড্রেট খাদ্যের যন্ত্র পাওয়া যায় এমন একটি খাবারের নাম লেখ রঙিন সবজি ও ফলের উপস্থিত রাসায়নিক যৌগের নাম লেখ একটি উদ্ভিদের নাম লেখ

Related Items

খাদ্য লবণ

খাদ্য লবণ

পরিবেশের সংকট ও স্বাস্থ্য

পরিবেশের সংকট ও স্বাস্থ্য

 

পরিবেশ ও জনস্বাস্থ্য

পরিবেশ ও জনস্বাস্থ্য

বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

একটি বল সমান জোরে একবার মুসলিম মেঝের উপর দিয়ে আর একবার মাঠের ঘাসের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হলে কোন ক্ষেত্রে বডি বেশি দূরে গিয়ে থামবে করানোর সময় কোন বল যদি কোন বাধা না পায় তবে কি হতে পারে টেবিলের উপর রাখা একটি বই কে কিভাবে খেললে বইটি কিছুতে

চিহ্ন

চিহ্ন