বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

Submitted by arpita pramanik on Mon, 07/30/2012 - 14:15

বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

একটি বল সমান জোরে একবার মুসলিম মেঝের উপর দিয়ে আর একবার মাঠের ঘাসের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হলে কোন ক্ষেত্রে বডি বেশি দূরে গিয়ে থামবে করানোর সময় কোন বল যদি কোন বাধা না পায় তবে কি হতে পারে টেবিলের উপর রাখা একটি বই কে কিভাবে খেললে বইটি কিছুতেই নড়বে না বস্তুর ওপর সার্বিক বল শূন্য হলে বস্তুটির গতিকে কোন পরিবর্তন হয় কি টেবিলের উপর রাখা একটি বই কে সরাতে চাইলে কি করতে হবে প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন তথ্যের ধারণা পাই নিউটনের কোন গতি সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় কত প্রকার ও কি কি চলন্ত অটোরিকশা হঠাৎ বাধা হয়ে ব্রেক কষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে অটোরিকশার গতির দিকে ঝুঁকে পড়ে এটি কোন কালের উদাহরণ সাহায্য ছাড়া হচ্ছে এটি কোন চারটি উদাহরণ বলে তুমি মনে করো নিউটনের কোন গতি সূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখ গাণিতিক রাশিমালা টি লেখ উপর প্রযুক্ত বল বস্তু ত্বরণের মান এর মধ্যে সম্পর্ক কিরূপ a37 নিউটন বল বলতে কী বোঝো কোন গতিশীল বস্তু বাইরে থেকে বাধা দিলে তার গতিবেগ এর কি কোন পরিবর্তন ঘটে ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে কোনটা আগে ঘটে কি থেকে আমরা কাজ করার সামর্থ্য নাই শক্তি কাকে বলে কৃতকার্যের সঙ্গে বলে সম্পর্ক লেখ এসআই তে কাজের একক এর সংজ্ঞা দাও প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ না ঘটলেও অন্য কোন ভাবে কাজ হয় কি পিংকি দুই হাত দিয়ে টেনে লম্বা করলে কোন কার্য করা হয় কি

Related Items

সংশ্লেষিত যৌগ ও পরিবেশ পরিবেশে তার

সংশ্লেষিত যৌগ ও পরিবেশ পরিবেশে তার

কৃত্রিমভাবে তৈরি সূত্রগুলি মধ্যে বেশিরভাগ কি জাতীয় পদার্থ পলিথিন কি থেকে তৈরি হয় পলিথিন এর মনোমারের নাম কি আমরা আকাবা এডেসিভ জাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করে সেগুলি নিয়ে তৈরি দুটি সংশ্লেষিত তন্তুর নাম লেখ কোনটি বেশি শক্ত সুতির সুতো সুতো সুতো সুতো ট

সংকেত লেখার কৌশল

সংকেত লেখার কৌশল

রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

ব্যাপন অভিস্রবণ

ব্যাপন অভিস্রবণ

মূল

মূল