সংশ্লেষিত যৌগ ও পরিবেশ পরিবেশে তার

Submitted by arpita pramanik on Mon, 07/30/2012 - 08:57

সংশ্লেষিত যৌগ ও পরিবেশ পরিবেশে তার

কৃত্রিমভাবে তৈরি সূত্রগুলি মধ্যে বেশিরভাগ কি জাতীয় পদার্থ পলিথিন কি থেকে তৈরি হয় পলিথিন এর মনোমারের নাম কি আমরা আকাবা এডেসিভ জাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করে সেগুলি নিয়ে তৈরি দুটি সংশ্লেষিত তন্তুর নাম লেখ কোনটি বেশি শক্ত সুতির সুতো সুতো সুতো সুতো টেরিকটের সুতো আমরা যে চুইংগাম খায় সেটি আসলে কি একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখ থার্মোপ্লাস্টিক কি থার্মোসেটিং প্লাস্টিক কি পলিথিন এর প্রকৃতি কিরূপ পিভিসি এর পুরো নাম কী তোমার বাড়ি জলের পাইপ একটি পলিমার দিয়ে তৈরি পলিমাটির নাম কি এটি এর প্রকৃতি উল্লেখ করো উদ্ভিদের শর্করাজাতীয় এবং প্রাণী দেহে প্রোটিন জাতীয় পলিমারের নাম উল্লেখ করো কাপড়ের মধ্যে কোনটি জল ধারণ ক্ষমতা বেশি প্লাস্টিক কয় প্রকার ও কি কি ডিটারজেন্ট তৈরি করতে পেট্রোলিয়ামজাত হাইড্রোকার্বনের সংকেত কি মেশানো হয় গাছের বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় গাছের রোগ ও পোকামাকড় এর হাত থেকে রক্ষা করার জন্য যা ব্যবহার করা হয় সেগুলো কি ডিডিটি এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে প্রথম ধারণা দেন কে ডিডিটি এর পুরো নাম কি দিদি টিয়ের গ্রহে পাখি বাচ্চাকে কি পরিবর্তন ঘটে দুটি কীটনাশকের নাম লেখ চুল রং করার কলম থেকে আমাদের শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে শুভদৃষ্টি মানব দেহের উপর বিরূপ প্রভাব প্রভাব ঘটায় দেহের কোন জায়গা কেটে গেলে আমরা ঐ স্থানে কোন ওষুধ দিয়ে থাকে জিপসাম চুনাপাথরের থেকে পাওয়া যায় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখ সিমেন্ট জমাটবাঁধা সময়ে যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপের সিমেন্ট কেটে যায় যাতে ঢালাই এর পর সিমেন্ট না পারে তার জন্য তুমি কি করবে সিমেন্ট এর মধ্যে বর্তমানে একটি ধাতুর নাম লেখ কোবাল্ট অক্সাইড মেশালে এর রং কি হবে গাছের রং সবুজ করার জন্য কি মেশানো হয় কাচের নীল রং আনার জন্য কোন যৌগের কাছে মেশানো হয় কাজ তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয় কাচের কোন রং আনার জন্য আয়রন অক্সাইড যৌগের মেশানো হয় প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর এবং কোনটি জৈব অভঙ্গুর লেখক ছেড়া পলিথিন এবং চটের ব্যাগ একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম লেখ বিদ্যালয় থেকে প্রাপ্ত দুটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখ দুটি সংশ্লেষিত পদার্থের নাম লেখ যার মাটিতে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ক্ষতি করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোন জাতীয় গাছের মূলে থাকে তৃণভোজী প্রাণীর উপর সরাসরি প্রভাব সৃষ্টি করে এমন দুটি সংশ্লেষিত পদার্থের নাম লেখ দেয়ালের রং তৈরি করতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়

Related Items

প্রাকৃতিক খাদ্য, পক্রিয়াজাত খাদ্য

প্রাকৃতিক খাদ্য, পক্রিয়াজাত খাদ্য

সাধারণ অভিজ্ঞতা থেকে অম্ল ও ক্ষারের ধারণা

সাধারণ অভিজ্ঞতা থেকে অম্ল ও ক্ষারের ধারণা

কোন কোন উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে কোন কোন উদ্ভিদের কান্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে চিনির দ্রবণ দ্রবণ অগ্নিদগ্ধ হন এরশাদ বিরোধী ছাড়াও এমন অনেক জিনিস জিনিস আছে যাদের 71 সেগুলি কি কি কোন প্রকার প্রাণিজ খাদ্য ইয়াসিন পাওয়া যায় তে

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

গতির ধারণা

গতির ধারণা

সোজা রাস্তা বরাবর চলন্ত মোটর গাড়ির চাকায় কি কি প্রকারের গতি দেখা যায় স্ক্রু ড্রাইভার এর গতি কোন গতির উদাহরণ সরণ ও দূরত্বের মধ্যে কোন রাশিটির অভিমুখে আছে সরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয় এসআই তে ত্বরণের একক লেখ এসআই তে মন্দন এর একক কি মন্দন এর অপর নাম কি

অপুষ্টি ও স্থুলত্ব

অপুষ্টি ও স্থুলত্ব