Submitted by arpita pramanik on Mon, 07/30/2012 - 08:43

ব্যাপন অভিস্রবণ

 পার্থক্য লেখ দ্রবণে ব্যাপন গ্যাসের মধ্যে ব্যবহার আবদ্ধ ঘরের কোণে একটি ধুপ জ্বালালে ওই দুর্গন্ধ চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এটি কোন পদ্ধতির উদাহরণ উষ্ণতা বৃদ্ধিতে কিভাবে প্রবাহিত হয় অন্যান্য শর্ত একই থাকলে হালকা আর ভারী অনুর ক্ষেত্রে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় তলে তলে ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও প্রক্রিয়ার একটি উদাহরণ দাও একটি বিকেলে কিছু পরিমাণ চিনি মেশালে চিনি ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় ফুলের গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে জ্যাকসন অর্গান দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ একটি কৃত্রিম অর্ধভেদ্য পর্দা উদাহরণ দাও অভিস্রবণের কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণে দ্রাবকের আসা যাওয়ার ঘটনা ঘটে অভিস্রবণের পর্দার প্রয়োজন হয় ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীরে তৈরিতে বাধা করলে কি হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি এন্টিবায়োটিক এর নাম লেখ অঙ্কুরোদগম কাকে বলে কোন প্রোগ্রামে বীজপত্র থেকে খসে পড়ে অঙ্কুরোদগমের সময় ডিম্বকরন্ধ্র দিয়ে প্রবেশ করে উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে কোন প্রক্রিয়ায় বছরের কখন তোমার তেষ্টা পায় আর কোন সময় তেষ্টা পায় খুব কম বছরের কোন সময় তোমার ঘাম হয় খুব বেশি আর কখন ঘাম হয় খুব কম তুমি কি লবণ ছাড়া ভাত খেতে ভালোবাসো তাহলে সাধারন লবণযুক্ত খাবার খেলে তোমার দেহে কি প্রবেশ করবে কখনো পেট খারাপ হলে টলমল আর মূত্রের সঙ্গে অনেক জল দেহ থেকে বেরিয়ে যায় তখন শরীরে কি কি অস্বস্তি হয় ও আর এস এর পুরো কথাটি কি খুব গরমে অনেকক্ষণ জল না খেয়ে না খেয়ে থাকলে আর খুব ভয় কিসের অভাব হতে পারে সানস্ট্রোক কি তোমার দেহের মত অন্যান্য জীবের দেহ কি জলের ভারসাম্য বজায় রাখা জরুরি বাড়িতে প্লাস্টিকের ব্যাগে রাখা শাক সবজির ফুলের প্যাকেটের ভিতরে জমে থাকতে দেখো তা কোথা থেকে আসে কোন কৌশলে উদ্ভিদ বাসন করে এটি করে নদী পুকুর আর সমুদ্রের মাছের নাম লেখ

Related Items

খাদ্য উপাদান

খাদ্য উপাদান

তোমার দেশ শক্তির উৎস কি রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে রোগপ্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত সারাদিনের নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন নানারূপ সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন খাদ্যে কোন উপাদানের ঘাটতি থাকলে মানি থ

খাদ্য লবণ

খাদ্য লবণ

পরিবেশের সংকট ও স্বাস্থ্য

পরিবেশের সংকট ও স্বাস্থ্য

 

পরিবেশ ও জনস্বাস্থ্য

পরিবেশ ও জনস্বাস্থ্য

বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ

একটি বল সমান জোরে একবার মুসলিম মেঝের উপর দিয়ে আর একবার মাঠের ঘাসের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হলে কোন ক্ষেত্রে বডি বেশি দূরে গিয়ে থামবে করানোর সময় কোন বল যদি কোন বাধা না পায় তবে কি হতে পারে টেবিলের উপর রাখা একটি বই কে কিভাবে খেললে বইটি কিছুতে