প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ

Submitted by arpita pramanik on Mon, 07/30/2012 - 02:50

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ

 

1. রেলগাড়ি যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে ?

2. 'অতি জোরালো বজ্র এবং জামা কাপড়ে তৈরি হওয়া ছোট তড়িৎ ফুলকি আসলে একই বিষয়' - এই কথাটি কে প্রমাণ করেন ?

3. কোন পরমাণুতে প্রোটিনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে কম হলে সেটি কোন প্রকার আয়ন

4. কোন পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হলে সেটি কোন প্রকার আয়ন

5. শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনি কোন তড়িৎ আহিত হয়েছে বলা যায় ?

6. তড়িৎ প্রবাহ কাকে বলে ?

7. একটি তড়িৎ কোষের গায়ে 1.5V লেখা আছে এর অর্থ কি ?

8. একটি 100 ওয়াটের বাল্ব এর মধ্য দিয়ে যতটা তড়িৎ প্রবাহ হয় তার তুলনায় প্রাকৃতিক তড়িৎ প্রবাহের মোট পরিমাণ আনুমানিক কত গুণ বেশি ?

9. কতকগুলি ড্রাইসেল কে পর পর সাজালে তার দুই প্রান্তের বিভব পার্থক্য চার লক্ষ ভোল্ট হয় ?

10. উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য থাকার জন্য প্রাকৃতিক তড়িৎ প্রবাহ হয়, এই সময় কি কোন আহিত কণার চলাচল ঘাটে ?

11. আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য কত ?

12. প্রকৃতির কোন ব্যবস্থা ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য বজায় রাখে ?

13. ভূপৃষ্ঠ  ও মেঘের  মধ্যে বিভব প্রভেদ বজায় রাখতে সাহায্য করে এরূপ একটি প্রাকৃতিক ঘটনার নাম বল ?

14. বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ ও উপরের আকাশ কোন প্রকার তড়িতে আহিত হয় ?

15. ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয় ?

16. ভিন্ন আধানগুলি মেঘের মধ্যে দুটো আলাদা অঞ্চলের জমা হয় কেন ?

17. মেঘের  জল কণাগুলি কখন তড়িৎগ্রস্ত হয় ?

18. ঝড়ে মেঘের উপরে ওঠা এবং নিচে নামার সময় জলকনাগুলি যে তড়িৎগ্রস্ত হয় তার তড়িৎ আধান আসে কোথা থেকে ?

19. ঝড়ের সময় মেঘের যে জলকণা গুলির নিচে নামে সেগুলিতে কোন আধান জমে ?

20. ঝড়ের সময় মেঘের যে জলকণা গুলি উপরে ওঠে সেগুলিতে কোন আধান জমে ?

21. বজ্রপাতের সময় আলো বিকিরিত হয় কিভাবে ?

22. বায়ুর কম্পন বজ্রপাতের সময় কি উৎপন্ন হয় ?

23. বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি ?

24. বজ্রপাতের সময় কোন প্রকার স্থান একেবারেই নিরাপদ নয় ?

25. যে সরঞ্জাম বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে তাকে কি বলে ?

 

 

 

Related Items

ছোটো প্রশ্ন ও উত্তর : তাপ

তাপ সূত্র সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন

তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন

বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি

বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি

কোষের বৈচিত্র

কোষের বৈচিত্র

রকৃতিতে ও জীবজগতের কার্বন এর অবস্থান

রকৃতিতে ও জীবজগতের কার্বন এর অবস্থান