PERL: Practical Extraction and Report Language
পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ১৯৮৭ সালে ল্যারি ওয়াল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবন করেন। এটি তৈরি হয়েছিল টেক্সট কনটেন্ট কে বিভিন্ন ভাবে প্রসেস করার জন্য । স্ট্রিং প্রক্রিয়াকরণে পার্ল ল্যাঙ্গুয়েজ একটি অত্যন্ত শক্তিশালী ভাষা এবং তখনকার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলির তুলনায় এই ল্যাঙ্গুয়েজ ছিল অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ।