জীবন বিজ্ঞান (Life Science)
দশম শ্রেণির জন্য
সূচিপত্র (Index)
S/L | বিষয় | আলোচ্য বিষয়বস্তু |
1 | রেচন (Excretion) | রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা, উদ্ভিদের রেচন, প্রাণীদের রেচন, মানবদেহের রেচন ক্রিয়া, নেফ্রন : কিডনির গঠনগত এবং কার্যগত একক, বৃক্কের মাধ্যমে নাইট্রোজেন জাতীয় বর্জ্যপদার্থের বহিষ্করণ, প্রাণীর রেচনে ত্বক বা চর্ম, ফুসফুস এবং যকৃতের ভূমিকা, উদ্ভিদ ও প্রাণীর রেচন ক্রিয়ার পার্থক্য, রেচনের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা |
2 | মানুষের স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রীয় (Nervous System and Sense organs of Human) | স্নায়ুতন্ত্রের সংজ্ঞা ও কাজ, স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান, নিউরোনের শ্রেণিবিভাগ ও কাজ, স্নায়ু ও স্নায়ুর কাজ, স্নায়ু সন্নিধি ও স্নায়ুগ্রন্থি, প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড, মানবদেহের জ্ঞানেন্দ্রিয় : চক্ষু বা চোখ, মানবদেহের জ্ঞানেন্দ্রিয় : কর্ণ বা কান, মানবদেহের জ্ঞানেন্দ্রিয় : জিভ, ত্বক ও নাসিকা |
3 | হরমোন (Hormones) | হরমোনের সাধারণ ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, হরমোনের উত্পত্তিস্থল, কর্মস্থল এবং সাধারণ কাজ, উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন : অক্সিন, উদ্ভিদ হরমোন : জিব্বেরেলিন ও সাইটোকাইনিন, কৃষিকার্যে কৃত্রিম উদ্ভিদ-হরমোনের ব্যবহারিক প্রয়োগ, প্রাণী-হরমোন ও উত্স, মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি : পিটুইটারি গ্রন্থি, ইনসুলিন, থাইরক্সিন ও অ্যাড্রিনালিন, ডিম্বাশয় নিঃসৃত হরমোন, শুক্রাশয় নিঃসৃত হরমোন |
4 | কোশ ও কোশ বিভাজন (Cell and Cell Division) | কোশের সংজ্ঞা, প্রকারভেদ, গঠন ও বৈশিষ্ট্য, সাইটোপ্লাজমের অংশ, ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম, DNA, RNA ও জিন সম্পর্কে সাধারণ ধারণা ও ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন, ইউক্যারিওটিক ক্রোমোজোমের বহির্গঠন ও উপাদান, ডি.এন.এ. বা ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর.এন.এ. বা রাইবোনিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের প্রকারভেদ : অটোজোম ও সেক্স ক্রোমোজোম, জিন , কোশ বিভাজন ও বিভাজনের তাত্পর্য, কোশ বিভাজনের প্রকারভেদ, কোশ চক্র ও কোশ চক্রের পর্যায়, মাইটোসিসের দশা |
5 | জনন ও বংশগতি (Reproduction and Heredity) | জননের সংজ্ঞা ও জননের প্রকারভেদ, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস, বংশগতি ও সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, মেন্ডেলের এক সংকর পরীক্ষা, মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষা, মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের কারণ, গিনিপিগের একসংকর জননের পরীক্ষা, গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা, ড্রসোফিলার একসংকর জননের পরীক্ষা, ড্রসোফিলার দ্বি-সংকর জননের পরীক্ষা, মেন্ডেলের বংশগতি সূত্র, মানুষের লিঙ্গ নির্ধারণ |
6 | জৈব বিবর্তন বা অভিব্যক্তি (Evolution) | অভিব্যক্তির সংজ্ঞা ও ব্যাখ্যা, অভিব্যক্তির স্বপক্ষে অঙ্গসংস্থান সংক্রান্ত প্রমাণ, জীবাশ্মঘটিত বা প্রত্নজীববিদ্যা সংক্রান্ত প্রমাণ, অভিব্যক্তির তত্ত্বাবলি ও ল্যামার্কের তত্ত্ব, ডারউইনের তত্ত্ব ও প্রতিপাদ্য বিষয়গুলি, ডারউইনবাদের ব্যাখ্যা, প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটি |
7 | অভিযোজন (Adaptation) | অভিযোজনের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য, অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক, পদ্মের অভিযোজন, ক্যাকটাসের অভিযোজন, সুন্দরী বা সুঁদরী গাছের অভিযোজন, রুই মাছের অভিযোজন, পায়রার অভিযোজন, মাছ ও পায়রার অভিযোজন বৈশিষ্ট্যের পার্থক্য |
8 | ভাইরাস, জীবাণু, রোগ এবং স্বাস্থ্যবিধি (Virus, Microbes, Diseases and Hygiene) | ভাইরাসের সংজ্ঞা ও ভাইরাসের বৈশিষ্ঠ্য, ভাইরাসে জড়ের ও প্রাণের লক্ষণ, ব্যাকটিরিয়া আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটিরিওফাজ, রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগ সংক্রমণ প্রক্রিয়া, জীবাণু বা মাইক্রোবস, ছত্রাক, প্রোটোজোয়া, পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ, রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত রোগ সমূহ, সাধারণ জীবাণু নাশকের ব্যবহার, টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ |
- 13242 views