1st Unit Test
Subject - Life Science
Class - 10
Full Marks - 20 Duration - 40 min
- ১. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ১*৪=৪
১. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে
a.IAA b.GH c. কাইনিন d. ফ্লোরিজেন
২. উদ্ভিদের ফোটোট্রপিক চলনে বিশেষ ভুমিকা গ্রহন করে
A সাইটোকাইনিন b.অক্সিন c.জিব্বেরেলিন d. ইথিলিন
৩.সাইটোকাইনিন পাওয়া যায়
a. টম্যাটোর রসে b. পাতার পরিপক্ব বীজে c. মূলের অগ্রভাগে d. পাতায়
৪.ফ্লোরিজেন পাওয়া যায়
a. পাতায় b.মূলে c.কাণ্ডে d.মুকুলে
- 2. অতিসংক্ষেপে উত্তর দাও ১*৬= ৬
A. IAA এর পুরো নাম কী ?
B. একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখ ।
C. নারকেলের তরল সস্যে কোন হরমোন পাওয়া যায় ?
D. ফ্লোরিজেনের কাজ কী?
E. হরমোন শব্দটির নামকরণ করেন কারা ?
F. অক্সিনের রাসায়নিক নাম কী?
- 3. সংক্ষেপে উত্তর দাও (যে কোন পাঁচটি) ২*৫ =১০
i)হরমোনকে রাসায়নিক সমম্বায়ক বলে কেন ?
ii)জিব্বেরেলিনের কাজ বর্ণনা কর ।
iii)সংশ্লেষিত হরমোন কাকে বলে ? উদাহরন দাও ।
iv)জাইলেম কলার মধ্যে দিয়ে কেন অক্সিন বাহিত হয় না কেন ?
v)অক্সিন ও জিব্বেরেলিনের উৎস বর্ণনা কর ।
vi) সংশ্লেষিত হরমোন বা কৃত্তিম হরমোনের ভুমিকা লেখ ।