মুঘল যুগের স্থাপত্য

Submitted by avimanyu pramanik on Sat, 10/04/2014 - 10:28

মুঘল যুগের স্থাপত্য (Architecture during Mughal Period) :

স্থাপত্য ও চিত্রকলার ইতিহাসে মুঘল যুগের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে । নির্মাতা হিসাবে মুঘল সম্রাটদের খ্যাতি ছিল জগৎজোড়া । এই যুগের স্থাপত্য ভারতীয় ও পারস্য শিল্পরীতির সমন্বয়ে গড়ে উঠেছিল ।

(১) মুঘল স্থাপত্যে আকবরের অবদান (Akbar's Contribution on Mughal architecture) : মুঘল স্থাপত্যরীতির সূচনা হয় আকবরের সময়ে । তাঁর সময়ে নির্মিত আগ্রার দুর্গ ও ফতেপুর সিক্রি সম্রাটের শিল্পানুরাগের পরিচয় দেয় । উভয় ক্ষেত্রেই পারস্যের প্রভাব স্পষ্ট । ফার্গুসনের মতে, ফতেপুর সিক্রি হল ‘এক মহান ব্যক্তির মনের প্রতিবিম্ব’ । ফতেপুর সিক্রির সৌধগুলির মধ্যে যোধাবাঈ প্রাসাদ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, জামি মসজিদ এবং বুলন্দ দরওয়াজা বিখ্যাত । এগুলির মধ্যে হিন্দু স্থাপত্য রীতির প্রভাব দেখা যায় । হুমায়ুনের সমাধিতেও হিন্দু স্থাপত্য রীতির প্রভাব পড়েছিল ।

(২) মুঘল স্থাপত্যে জাহাঙ্গিরের অবদান (Jahangir's Contribution on Mughal architecture) : জাহাঙ্গিরের রাজত্বের শেষ দিকে ‘পিয়েত্রা দুরা নামে এক শিল্পরীতি জনপ্রিয় হয়ে ওঠে । এই রীতির বৈশিষ্ট্য হল নির্মাণের ক্ষেত্রে মার্বেলের ব্যাপক ব্যবহার ও দামি পাথর দিয়ে দেওয়ালে কারুকার্য করা । শাহজাহানের আমলে এই রীতির আরও ব্যাপক ব্যবহার দেখা যায় তাজমহল তৈরির ক্ষেত্রে । জাহাঙ্গিরের আমলে নির্মিত সেকেন্দ্রায় আকবরের সমাধি ও আগ্রায় ইতিমাদ-উদ-দৌলার সমাধি বিখ্যাত । সাদা ও মার্বেল পাথরে নির্মিত দ্বিতীয় সমাধিটি পিতার স্মৃতিতে নির্মাণ করান নুরজাহান । এই সমাধি নির্মাণে রাজপুত শিল্পরীতির প্রভাব পড়েছিল ।

(৩) মুঘল স্থাপত্যে শাহজাহানের অবদান (ShahJahan's Contribution on Mughal architecture) : মুঘল স্থাপত্যের চরম বিকাশ ঘটে শাহজাহানের আমলে । তাঁর নির্মিত অসংখ্য শিল্প নিদর্শন আগ্রা, দিল্লি, লাহোর, কাবুল, কান্দাহার, কাশ্মীর, আজমির প্রভৃতি স্থানে ছড়িয়ে আছে । জাঁকজমকের দিক থেকে তাঁর আমলে নির্মিত সৌধগুলি আকবরের আমলে নির্মিত অট্টালিকাগুলির তুলনায় অনেক নিস্প্রভ হলেও এগুলির অলংকরণ ও হাতের কাজ ছিল অসাধারণ । আগ্রার তাজমহল, মোতি মসজিদ, জামি মসজিদ এবং দিল্লির দেওয়ানি খাস ও দেওয়ানি আমে তার পরিচয় পাওয়া যায় । শাহজাহানের একটি উল্লেখযোগ্য কীর্তি হল ময়ূর সিংহাসন । ময়ূর সিংহাসন তৈরি করতে সময় লেগেছিল আট বছর এবং খরচ হয়েছিল তখনকার সময়ে ৮ কোটি টাকা । এই সিংহাসনের চারটি পায়াই ছিল সোনার তৈরি । পরে নাদির শাহ এটি লুঠ করেন ।

(৪) ঔরঙ্গজেবের আমলে অবশ্য স্থাপত্য শিল্পের অবনতি ঘটেছিল ।

*****

Related Items

ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও তার ফলাফল

ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানাবিধ কারণের মধ্যে একটি বড়ো কারণ ছিল পুঁজির জোগান । এই পুঁজির অনেকটাই এসেছিল ঔপনিবেশিক ব্যবসাবাণিজ্য থেকে । ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যা দেখা দেয় ...

ইউরোপীয় ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি

ভারত ইতিহাসে ইংরেজ শাসনের তাৎপর্য অনুধাবন করতে হলে ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার । কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ড অচিরেই রাজদণ্ডে পরিণত হয়েছিল । আগে যেসব বহিরাগত জাতি ভারতে এসেছিল, তাদের সঙ্গে ...

দেওয়ানি লাভ ও দেওয়ানি লাভের গুরুত্ব

বক্সারের যুদ্ধে ত্রিশক্তির পরাজয়ের পর প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে ইংরেজদের নিরঙ্কুশ প্রাধান্য স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে । এই অবস্থায় ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে বাংলায় ক্লাইভের পুনরাগমন ঘটে । ১৭৬৫ খ্রিস্টাব্দের এলাহাবাদ চুক্তিতে ৫০ লক্ষ টাকার বিনিময়ে কারা ও এলাহাবাদ ছাড়া ...

বক্সারের যুদ্ধ ও বক্সারের যুদ্ধের গুরুত্ব

কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুটি, মুঙ্গের ও উদয়নালায় পরপর ছয়টি যুদ্ধে মিরকাশিম পরাজিত হন । এই অবস্থায় ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা মিরজাফরকে আবার বাংলার মসনদে বসান । কিন্তু মিরকাশিম হাল না ছেড়ে মুঘল সম্রাট শাহ আলম ...

মির কাশিম (Mir Kasim)

কোম্পানির প্রাপ্য অর্থ পরিশোধ এবং বর্ধমান, মেদিনীপুর, চট্টোগ্রামের জমিদারি প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে মিরকাশিম বাংলার মসনদ লাভ করেন । ইংরেজদের সাহায্যে বাংলার মসনদ দখল করলেও তিনি ব্যক্তিত্বহীন পুরুষ ছিলেন না, বরং বাস্তববাদী ছিলেন । অহেতুক ইংরেজ বিরোধিতা তাঁর ...