General Science [ Marks-25]
Questions on General Science will cover general appreciation and understanding of science, including matters of everyday observation and experience as may be expected of a well-educated person who has not made a special study of any scientific discipline.
1. কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়
(A) সাদা (B) মসৃণ (C) মসৃণ কিন্তু কালো (D) অমসৃণ কিন্তু কালো
2. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল
(A) X লিঙ্কড প্রচ্ছন্ন (B) X লিঙ্কড প্রকট (C) X লিঙ্কড (D) অটোজোমে অবস্থিত
3. উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
(A) ক্রিটোরিজ (B) ইউরেথ্রা (C) ডিম্বনালী (D) সারভিক্স
4. নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল
(A) ইউরেনিয়াম (B) পারদ (C) ক্যাডমিয়াম (D) আর্সোনিক
5. একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
(A) রেণুধর উদ্ভিদ (B) লিঙ্গধর উদ্ভিদ (C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ (D) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ
6. উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল
(A) বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে বৃদ্ধি করে (B) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে
(C) বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে (D) বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে হ্রাস করে
7. হৃদপেশী ক্লান্ত ( Fatigue ) হয় না কারণ
(A) কোষসমূহ ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত
(B) বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
(C) অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি
(D) অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি
8. বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
(A) একটি (B) দুটি (C) তিনটি (D) চারটি
9. সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়
(A) সাইটোসল-এ (B) ক্লোরোপ্লাস্টের গ্রানায় (C) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় (D) রাইবোজোম-এ
10. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ
(A) বুক (B) অস্থি (C) হৃদপিন্ড (D) মস্তিষ্ক
11. নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি
(A) ইউরেনিয়াম 238 (B) প্লুটোনিয়াম 239 (C) নেপচুনিয়াম 239 (D) থেরিয়াম 236
12. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়
(A) দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া (B) আয়োডিনের ঊর্ধ্বপাতন (C) চায়ে চিনি মেশানো (D) মোমবাতির দহন
13. পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়
(A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে (B) মানুষের যকৃত কোষ (C) পতঙ্গের স্নায়ু কোষ (D) উপরের কোনটিই নয়
14. পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায় , তা
(A) হাইড্রোফাইট (B) জেরোফাইট (C) হ্যালো ফাইট (D) মোসোফাইট
15. আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?
(A) সুক্রোজ (B) ফ্রুকটোজ (C) সেলুলোজ (D) গ্লুকোজ
16. কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
(A) সোডিয়াম (B) পটাসিয়াম (C) কোবাল্ট (D) লৌহা
17. মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল
(A) 20 ফুট (B) 25 ফুট (C) 28 ফুট (D) 38 ফুট
18. ‘DNA পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন
(A) এইচ. জি. খোরানা (B) ওয়াটসন এবং ক্রিক (C) ফ্রেডরিক সেঞ্জার (D) এ.ম.সাউদার্ন
19. ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে
(A) বিবর্তন সম্পর্ক (B) ফেনাটিক সম্পর্ক (C) জিনাগত সম্পর্ক (D) ট্যাক্সনমিজনিত সম্পর্ক
20. নীচের উক্তিগুলি বিবেচনা করুন :
1. নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
2. নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
3. বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে
4. টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল
(A) কেবল 1 সঠিক (B) কেবল 2 সঠিক (C) কেবল 2 এবং 4 সঠিক (D) কেবল 1 এবং 4 সঠিক
21. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
(A) থার্মোস্ট্যাট (B) মোটর (C) ডায়নামো (D) রেকটিফায়ার
22. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
(A) সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে (B) সমুদ্রতলের অগ্নুৎপাত (C) জোয়ারের পরিবর্তন (D) উপরের কোনটিই নয়
23. AIDS/HIV ভাইরাস এক প্রকারের
(A) DNA ভাইরাস (B) RNA ভাইরাস (C) হয় DNA অথবা RNA ভাইরাস (D) উভয় প্রকার , DNA অথবা RNA ভাইরাস
24. যানবাহন দ্বারা বায়ুদুষণকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটো রিক্সাকে জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নোক্ত জ্বালানির সাহায্যে :
(A) পেট্রল (B) মাদক দ্রব্য থেকে উৎপাদিত জ্বালানি (C) সি.এন.জি. (D) ডিজেল
25. শ্বসনে , যে গুরুত্বপূর্ণ ভুমিকা সাইটোসল পালন করে তা হল
(A) অক্সিডেটিভ ফসফোরাইলেশন -এ
(B) পাইরুবিক অ্যাসিডের অক্সিডেটিভ-ডি-কার্বক্সিলেশন -এ
(C) ক্রেব্স চক্র -এ
(D) গ্লাইকোলাইসিস- এ
26. ––- কে আন্তর্জাতিক জ্যোর্তিবিজ্ঞান বর্ষ ঘোষনা করা হয়েছে ।
(A) 2008 (B) 2009 (C) 2010 (D) উপরের কোনটিই নয়
27. ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে
(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) রাশিয়া (C) ফ্রান্স (D) ইসরায়েল
**
28. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ
(A) ঘর্ষণ কমে যায় (B) ঘর্ষণ বেড়ে যায় (C) ঘর্ষণ শূন্য হয়ে যায় (D) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না ।
29. কোন বস্তুর ওজন সর্বাধিক হবে
(A) পৃথিবীর কেন্দ্রে (B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে (C) পৃথিবীর পৃষ্ঠে (D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে
30. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
(A) বেড়ে যাবে (B) কমে যাবে (C) একই থাকবে (D) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে
31. একটি বড় বরফের খন্ড O০ তাপমাত্রায় বায়ুতে রাখা আছে । এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে , সেই জলটি
(A) জমে OoC তাপ মাত্রায় জল থেকে যাবে (B) পুরনো উষ্ণতায় জলই থেকে যাবে (C) OoC তাপ মাত্রায় জল থেকে যাবে (D) জমে বরফ হয়ে যাবে যদি বরফ খন্ডটি বড় হয় এবং জল থেকে যাবে যদি ছোট হয়
32. সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরী হল ঘরের দেওয়ালে শব্দ
(A) প্রতিসরিত হবে (B) শোধিত হবে (C) প্রতিফলিত হবে (D) বিবর্ধিত হবে
33. তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বিকিরিত হয় তা হল
(A) X রশ্মি (B) Y রশ্মি (C) আল্ট্রা ভায়োলেট রশ্মি (D) ইনফ্রায়েড রশ্মি
34. নর্মাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন , যার মাত্রা
(A) 0.84% (B) 1.00 নর্মাল (C) 1.00 মোলার (D) 1%
35. ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কতটা জল ?
(A) 66 (B) 50 (C) 33 (D) 10
36. আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল
(A) গলগণ্ড (B) রাতকানা (C) রিকেট (D) বাত
37. ফুলেরিন হল
(A) কার্বনের একটি বহুরূপ (B) করবোরান্ডামের অপর নাম (C) কৃত্রিম এমারি (D) কার্বনের একটি যৌগ
38. পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল
(A) নিউক্লিয় সংযোজন (fusion) (B) স্প্যালেশন (C) নিউক্লিয় বিভাজন (fission) (D) নিউক্লিয় সমাবয়বীভবন (isomerisation)
39. ভিটামিন সি হল
(A) টেকোফেরল (B) সায়ানোকোবাল্ট আমিন (C) অ্যাসকরবিক অ্যাসিড (D) থায়ামিন
40. বায়ুমন্ডলে এই যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়
(A) কার্বনডাই অক্সাইড (B) অ্যামোনিয়া (C) জলীয় বাষ্প (D) ধূলি কণা
41. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল
(A) ফলের ত্বক (B) শস্য (C) বীজপত্র (D) ভ্রুণ
42. সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
(A) বীজ (B) পাতা (C) ফুল (D) ছাল
43. ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়
(A) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে (B) তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর (C) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় (D) যে কোন সময়
44. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল COA ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে ?
(A) নিকোটিনিক অ্যাসিড (B) পাইরিডক্সিন (C) প্যানটোথেনিক অ্যাসিড (D) রাইবোফ্লেভিন
45. চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?
(A) লালা গ্রন্থি (B) সবুজ গ্রন্থি (C) ইঙ্ক গ্রন্থি (D) মালপিজিয়ান নালিকা
46. নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
(A) গরু (B) কুকুর (C) পায়রা (D) গিরগিটি
47. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (13o উঃ অক্ষাংশ) এখানে অবস্থিত
(A) চেন্নাই (B) শ্রীহরিকোটা (C) ট্রম্বে (D) চাঁদিপুর
***
48. উষ্ণতা বৃদ্ধি পেলে নীচের কোন্টির রোধ হ্রাস পায় ?
(A) তামা (B) লোহা (C) সিলিকন (D) পারদ
49. একজন প্রাপ্তবয়স্কের হ্রৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়
(A) 150 লিটার (B) 200 লিটার (C) 300 লিটার (D) 340 লিটার
50. ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোন্টিতে ?
(A) DNA (B) RNA (C) Both RNA ও DNA (D) উপরের কোনটিই নয়
51. পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 kg. হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে
(A) 0 kg. (B) 5 kg. (C) 10 kg. (D) অসীম
52. রক্তচাপ মাপার যন্ত্রের নাম
(A) ব্যারোমিটার (B) স্ফিগমোম্যানোমিটার (C) টোনোমিটার (D) উপরের কোনটি নয়
53. বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয়, কারণ
(A) শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়
(B) শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল
(C) শক্তির একমুখী রূপান্তর
(D) উপরের কোনটিই নয়
54. নিউম্যাটোফোর (Pnenmatophore) হল
(A) সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী (B) সুন্দরবনের জলাভূমি (C) সুন্দরী গাছের ডাল (D) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়
55. একটি 200 V-100 W বাল্বের রোধ
(A) 400 Ω
(B) 200 ভোল্ট বিভব পার্থক প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 Ω
(C) 400 Ω যখন বাল্বটি জ্বলছে না
(D) 2 Ω
56. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল
(A) ভিটামিন A (B) ফোলিক অ্যাসিড (C) ভিটামিন D (D) ভিটামিন K
57. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবানু
(A) Plasmodium vivax (B) Plasmodium falciparum (C) Plasmodium malaric (D) Plasmodium ovale
58. এক জাতীয় বস্তু বা গুণ বিশেষ ধরনের বস্তুর সমগুণ সম্পন্ন হলে তাকে বলে
(A) ধারণা (B) চিহ্ন (C) প্রত্যক্ষণ (D) পরিমাপক
59. আইন্সটাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল
(A) আলোক-তড়িং ক্রিয়া সংক্রান্ত সমীকরণ
(B) বিশেষ আপেক্ষিকতাবাদ
(C) সাধারণ আপেক্ষিকতাবাদ
(D) ব্রাউনীয় গতির ব্যাখ্যা
60. যে DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল
(A) ইউরাসিল (B) অ্যাডিনাইট (C) থাইমিন (D) সাইটোসিন
61. সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরী করে
(A) ম্যালিক অ্যাসিড (B) ফর্মিক অ্যাসিড (C) আইসো-সাইট্রিক অ্যাসিড (D) ফিউমেরিক অ্যাসিড
62. মস্তিষ্কের occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হল
(A) দৃষ্টি (B) স্বাদ (C) গতি (D) স্পর্শ
63. নীচের কোন্টি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নয় ?
(A) বেতার তরঙ্গ (B) x-রশ্মি (C) দৃশ্য আলোক (D) শব্দ তরঙ্গ
64. যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল
(A) সালোক সংশ্লেষ (B) প্রোটিন সংশ্লেষ (C) লিপিড সংশ্লেষ (D) শ্বসন
65. গ্রীনহাউস গ্যাস নীচের কোন্ বিকিরণের তাপ শোষণ করে ?
(A) অতিবেগুনী বিকিরণের (B) ইনফ্রারেড বিকিরণের (C) সৌর বিকিরণের (D) (A) এবং (B) উভয়ের
66. নীচের কোন্টি একটি পতঙ্গভোজী গাছ ?
(A) গুলঞ্চ (B) নয়নতারা (C) বাসক (D) কলসপত্রী
67. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি উত্তেজনাবর্ধক নয় ?
(A) Caffine (B) Barbiturates (C) Cocaine (D) Amphetamines
68. আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি
(A) লাল,সবুজ,নীল,হলুদ (B) লাল,নীল,সবুজ (C) হলুদ,নীল,লাল,ছাই রং (D) উপরের কোনটিই নয়
69. শালগাছ হল একটি
(A) পর্ণমোচী গাছ (deciduous) (B) চিরসবুজ গাছ(Evergreen) (C) জেরোফাইট (Xerophyte) (D) কনিফেরাস(coniferous)
70. মোটর গাড়ির ভিউ-ফাইণ্ডারটি হল একটি
(A) সমতল দর্পণ (B) অবতল দর্পণ (C) উত্তল দর্পণ (D) উত্তল লেন্স
71. ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা
(A) রেগুলেটরী জিন (B) অন্কোজিন্ (C) স্ট্রাকচারাল জিন (D) জাম্পিং জিন
72. অধিকাংশ মানসিক ব্যাধিগ্রস্ত রোগী হাসপাতালে ভর্তি হয় এই কারণেঃ
(A) উদ্বায়ু (B) বিষণ্ণতা (C) হিস্টিরিয়া (D) স্কিট্সোফ্রিনিয়া
73. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে তৈরী হয়
(A) আর্সেনিক (B) বিসমাথ (C) সীসা (D) টিন
74. শরীরের মধ্যে যে জৈব-রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে
(A) অ্যানাবোলিজম্ (B) ক্যাটাবোলিজম (C) মেটাবোলিজম্ (D) উপরের কোনোটিই নয়
75. রেট্রোভাইরাসের আর.এন.এ. থেকে ডি.এন.এ. উৎপন্ন
(A) ডি.এন.এ. পলিমারেজ দ্বারা (B) আর.এন.এ. পলিমারেজ দ্বারা (C) এণ্ডোনিউক্লিয়েজ দ্বারা (D) রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা
76. নীচে দেওয়া জুটিগূলির মধ্যে অসঙ্গত জুটি হল
(A) Beck বৌদ্ধিক মনোচিকিৎসা (B) Adler ব্যক্তি মনোচিকিৎসা (C) Freud মনঃসমীক্ষণ (D) Bowlby আচরণবাদী মনোচিকিৎসা
77. Leishmania donovani-এর অন্তবর্তী পোষাক
(A) বালু মাছি (B) সেটসি মাছি (C) ড্রাগন মাছি (D) অ্যানোফিলিস মশা
78. WISC-R পরীক্ষাটি হলো
(A) পূর্ণবয়স্ক একক ব্যক্তির জন্য একটি পরীক্ষা
(B) একক শিশুর জন্য পরীক্ষা
(C) একদল শিশুর জন্য একটি দলগত পরীক্ষা
(D) পূর্ণবয়স্কদের জন্য একটি দলগত পরীক্ষা
79. নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন্ রোগী সবচেয়ে স্বেছায় সাইকোথেরাপি চিকিংসা গ্রহণে ব্রতী হবে ?
(A) বিষণ্ণতাগ্রস্ত রোগী (B) উৎকণ্ঠাগ্রস্ত রোগী (C) ভীতিগ্রস্ত রোগী (D) ব্যক্তিত্ব কাঠামোয় দূষগ্রস্ত রোগী
***
80. অগ্নি-3 হ’ল
(A) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (B) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল
(C) সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (D) শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল
81. কোন্ ফাইটোহরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?
(A) সাইটোকাইনিন (B) অক্সিন (C) জিবেরেলিন (D) ইথিলিন
82. নিউট্রনের আবিষ্কর্তা হলেন
(A) জ়ে.স্যাড্উইক (B) জ. জ. থম্সন (C) রাদারফোর্ড (D) নীলস বোর
83. নিম্নোক্ত কোন্টি মানুষের বংশগত রোগ নয় ?
(A) হিমোফিলিয়া (B) বর্ণান্ধতা (C) আল্ঝাইমার ব্যাধি (D) ডাউন সিন্ড্রোম
84. হোয়াইট ভিট্রিলয় হল-
(A) FeSO4. 7H2O (B) ZnSO4. 7H2O (C) MgSO4.7H2O (D) CuSO4. 7H2O
85. আয়রন দ্রবীভূত হয় না
(A) গরম লঘু NHO4-তে (B) ঠাণ্ডা লঘু HNO3-তে (C) ধূমায়িত HNO3-তে (D) উপরের কোনটিতেই নয়
86. ভিরিয়ন হল
(A) ভাইরাসের সংক্রামক কণা (B) ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা (C) ভাইরাসের সংক্রামক দশা (D) উপরের কোনটিই নয়
87. প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোন্টি সর্বাধিক সক্রিয় ?
(A) কার্বন ডাই অক্সাইড (B) হাইড্রোজেন ফ্লুরাইড (C) কার্বন মনোক্সাইড (D) সালফার ডাই-অক্সাইড
88. পিডাংকেল একটি
(A) ফুলের বৃন্ত (B) পাতার বৃন্ত (C) ফলের বৃন্ত (D) উপরের কোনটিই নয়
89. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল
(A) 0 (B) -1/2 (C) -1 (D) +2
90. পারদের বিশেষ কোন্ গুণের জন্য এটিকে ক্লিনিকাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?
(A) তাপের সুপরিবাহী (B) ঘনত্ব বেশী (C) তড়িৎ সুপরিবাহী (D) সহজলভ্যতা
91. মানুষে কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোন্টির কামড়ে ছড়ায় ?
(A) কিউলেক্স মশা (B) ফ্লিবোটোমাস স্যাণ্ডফ্লাই (C) সাইমেক্স ছারপোকা (D) সার্কোপ্টিস মাইট
92. খাদার ––- নয়।
(A) চুনমিশ্রিত (B) নবীন (C) প্লাবিত (D) ঘনবর্ণের
93. দুধ হল এক প্রকার দ্রবণ যাকে বলা যায়
(A) ইমাল্সন্ (B) জেল (C) ফেনা (D) সল
94. মানুষের বংশগতি গঠনে পুরুষে বৈশিষ্ট্য হিসাবে থাকে
(A) XY ক্রোমোজোম (B) XO ক্রোমোজোম (C) XX ক্রোমোজোম (D) XXO ক্রোমোজোম
95. নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন্টি শুধু বিজারক হিসাবে কাজ করে ?
(A) H2O2 (B) MnO2 (C) K2Cr2O7 (D) H2S
96. রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন্ একটি
(A) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো-পলিমার (B) কার্বোহাইড্রেট (C) প্রোটিন (D) ল্যাকটিক অ্যাসিড
97. কোন্ ধাতব তারের মধ্যে দিয়ে কোন্ কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?
(A) ইলেকট্রন (B) পজিট্রন (C) নিউট্রন (D) ফোটন
98. কোন্ উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে ?
(A) 00C (B) 1000C (C) 40C (D) 100C
99. কোনো বস্তুকে ভু-পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন
(A) বাড়বে (B) একই থাকবে (C) কমবে (D) হ্রাস-বৃদ্ধি হবে
100. হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?
(A) প্রথম শ্রেণীর লিভার (B) দ্বিতীয় শ্রেণীর লিভার (C) তৃতীয় শ্রেণীর লিভার (D) সরল যন্ত্র
***
101. একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে ?
(a) গতিশক্তি (b) স্থিতিশক্তি (c) তড়িৎশক্তি (d) চুম্বকশক্তি
102. নিচের কোন যৌগটির মধ্যে সম তড়িৎ-চুম্বকীয় ধর্ম দেখা যায় ?
(a) H2O (b) NO (c) CO2 (d) SO2
103. বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয়
(a) সমস্ত ইউক্যারিয়াটিক কোষে (b) কেবলমাত্র ইষ্ট এবং ব্যাকটিরিয়াতে (c) শুধুমাত্র ব্যাকটিরিয়াতে (d) সব কোষে
104. ভু-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান
(a) কমে যায় (b) বেড়ে যায় (c) একই থাকে (d) উপরের কোনটিই নয়
105. ইথাইল এ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় । ঐ মিশ্রণ থেকে ইথাইল এ্যালকোহলকে আলাদা করা যায়
(a) পৃথকীকরণ চোঙের সাহায্যে (b) বাষ্পীভবনের সাহায্যে (c) আংশিক পাতনের সাহায্যে (d) জলকে বাষ্পীভুত করে
106. কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ?
(a) IAA (b) এ্যাবসিসিক অ্যাসিড (c) সাইটোকাইনিন (d) NAA
107. একটি সেলাই মেশিনের গতি
(a) বৃত্তাকার গতি (b) সরলরৈখিক গতি (c) দোলন গতি (d) ঘুর্ণন গতি
108. হাইড্রোজেন পার-অক্সাইড নীচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ?
(a) HCHO (b) CH3OH (c) CH2 = CH2 (d) CH2 = CHO
109. উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল ।
(a) সংজ্ঞাবহ কোষ (b) সংজ্ঞাবহ অনুপ্রত্যঙ্গ (c) প্রোটিন অণু (d) K1-এর নতিমাত্রা
110. যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান
(a) Oo (b) 90o (c) 45o (d) আপাতন কোণের সমান
111. কোনটি প্রোটোজোয়া নয় ?
(a) হাইড্রা (b) ইউগ্লেনা (c) অ্যামিবা (d) প্যারামেসিয়াম
112. কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ?
(a) অক্সিন (b) জিব্রেলিন (c) এ্যাবসিসিক অ্যাসিড (d) সাইটোকাইনিন
113. ‘হাবল’ একটি
(a) পারমাণবিক অস্ত্র (b) বাদ্যযন্ত্র (c) মহাকাশ দূরবিন (d) নক্ষত্র
114. চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে ---
(a) কঠিনীভবন (b) বিকিরণ (c) পুনঃশিলীভবন (d) উপরের কোনটিই নয়
115. ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ?
(a) লিভার (b) ইউরিনারী ব্লাডার (c) কিডনী (d) হিমোগ্লোবিন
116. যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে ?
(a) 1 (b) 2 (c) 4 (d) 8
117. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল
(a) তাপমাত্রা (b) বেগ (c) রৈখিক ভরবেগ (d) গতিশক্তি
118. কোনটি কিডনীর কাজ নয় ?
(a) অলট্রাফিলট্রেশন (b) টিউবুলার রি-অ্যাবজর্বশন (c) টিউবুলার সিক্রীশন (d) ফ্যাগোসাইটোসিস
119. হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে তখন নীচের জলের তাপমাত্রা হয়
(a) Oo সেলসিয়াস (b) 4oC সেলসিয়াসের কম (c) 4oC সেলসিয়াস (d) 4oC সেলসিয়াসের বেশী
120. 'লুপ অব হেনলি ' থাকে
(a) করটেক্সে (b) মেডুলাতে (c) রেনাল পেলভিসে (d) ইউরেটারে
121. অতি বেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম
(a) লিম্যান পর্যায়ের বর্ণালী (b) বামার পর্যায়ের বর্ণালী (c) ব্র্যাকেট পর্যায়ের বর্ণালী (d) পাশেন পর্যায়ের বর্ণালী
122. নীচের কোনটি ভাইরাল অসুখ
(a) ক্যানসার (b) লিউকোমিয়া (c) টাইফয়েড (d) ইয়োলো ফিভার
123. নারিকেলের পুষ্পবিন্যাসটি হল
(a) অনিয়ত (b) উদুম্বর বিন্যাস (c) সায়াথিয়াম (d) চমসামঞ্জরী
****
- 14230 views